ETV Bharat / international

Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ - তালিবানের প্রথম সাংবাদিক সম্মেলন

তারা অন্য কোনও দেশকে হুমকি দিচ্ছে না, দেবে না ৷ মহিলারা কাজ করতে পারেন, তবে তা শর্তসাপেক্ষ ৷ আর তারা যাই করুক না কেন, তা মানুষের মূল্যবোধকে মর্যাদা দিয়ে করা হবে ৷ প্রথম সাংবাদিক সম্মেলনে এমনই বললেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ৷

জাবিউল্লাহ মুজাহিদ
জাবিউল্লাহ মুজাহিদ
author img

By

Published : Aug 18, 2021, 7:31 AM IST

Updated : Aug 18, 2021, 7:51 AM IST

কাবুল, 18 অগস্ট : আফগানিস্তান এখন তাদের ৷ গতকাল প্রথম সাংবাদিক সম্মেলনে সবাইকে ক্ষমা করার বার্তা দিলেন তালিবান গোষ্ঠীর মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) ৷ সাংবাদিকদের তিনি যখন তালিবানের মনের কথা বলছেন, তখনও আতঙ্কিত মানুষজন ঘরবন্দি, নয়তো দেশ ছাড়ার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিশেষত মেয়েরা ৷ অন্য দেশগুলি তাদের নাগরিক-কর্মীদের উদ্ধার করতে তড়িঘড়ি বিমান পাঠাচ্ছে আফগানিস্তানে ৷

সেইসময় মুখপাত্র জাবিহউল্লাহ বিশ্বকে জানাচ্ছেন, তাদের সঙ্গে কারও কোনও শত্রুতা নেই ৷ তাদের শীর্ষনেতৃত্বের নির্দেশ অনুযায়ী সবাইকে ক্ষমা করেছে ইসলামিক এমিরেটস ৷ অন্য দেশের রাষ্ট্রদূতগুলির নিরাপত্তা তাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ তারা সুরক্ষিত থাকবে আফগানিস্তানে ৷

তিনি আশ্বস্ত করেন, দেশে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাপনের মানও উন্নত হবে ৷ নারীর অধিকার অক্ষুণ্ণ রাখতে তারা বদ্ধপরিকর ৷ তবে তা শরিয়াতের শর্ত মেনে ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "মহিলাদের যেখানে প্রয়োজন হবে, যেমন স্বাস্থ্য ক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রগুলিতে কাজ করতে পারেন তাঁরা ৷ তবে শরিয়ত মেনেই কাজ করতে পারবেন ।" যদিও, তথ্য কিন্তু ঠিক উল্টোটা জানাচ্ছে ৷ মহিলাদের উপর অত্যাচারের জন্য তালিবানরা বিশ্বখ্যাত ৷

আরও পড়ুন : Afghanistan Situation : আফগান সরকারি আধিকারিকদের কাজে যোগ দিতে নির্দেশ তালিবানের

অন্য দেশগুলি তাদের এই নিয়মকে মান্যতা দিক । সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই আর্জি জানালেন তালিবান মুখপাত্র ৷ তারা মানুষের মূল্যবোধের সঙ্গে তাল মিলিয়ে নিয়মকানুন প্রণয়ন করেছে ৷ তারা বিশ্বের অন্য কোনও দেশের কাছে বিপজ্জনক নয় বলে আশ্বাস দিলেন জাবিহউল্লাহ ৷

  • Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country & am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support & consensus.

    — Amrullah Saleh (@AmrullahSaleh2) August 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যে আফগানিস্তানের প্রথম উপ-রাষ্ট্রপতি (Vice President) আমরুল্লাহ সালেহ (Amrullah Saleh) জানিয়েছেন যে যুদ্ধ-বিধ্বস্ত দেশের দায়িত্ব আপাতত তিনি সামলাবেন ৷ টুইটারে তিনি জানান, "আফগানিস্তানের সংবিধান অনুযায়ী দেশের রাষ্ট্রপতি মারা গেলে বা ইস্তফা দিলে, পালিয়ে গেলে, অথবা তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি "কেয়ারটেকার প্রেসিডেন্ট" (caretaker President) হন ৷ আমি এখন দেশের ভিতরেই আছি আর আমি আইনত কেয়ারটেকার প্রেসিডেন্ট ৷ সব নেতাদের সমর্থন আর সম্মতি পেতে আমি তাঁদের সঙ্গে যোগাযোগ করছি ৷"

কিন্তু, এখন প্রশ্ন উঠছে অতীতের তালিবানরা কি এতটাই পাল্টে গিয়েছে ? অনেকে, বিশেষত মহিলারা একেবারেই বিশ্বাস করতে পারছে না তাদের । যদিও গতকাল একটি সংবাদমাধ্যমে এক তালিবান নেতার সাক্ষাৎকার নিয়েছেন একজন মহিলা অ্যাঙ্কর ৷ তাও...

কাবুল, 18 অগস্ট : আফগানিস্তান এখন তাদের ৷ গতকাল প্রথম সাংবাদিক সম্মেলনে সবাইকে ক্ষমা করার বার্তা দিলেন তালিবান গোষ্ঠীর মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) ৷ সাংবাদিকদের তিনি যখন তালিবানের মনের কথা বলছেন, তখনও আতঙ্কিত মানুষজন ঘরবন্দি, নয়তো দেশ ছাড়ার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিশেষত মেয়েরা ৷ অন্য দেশগুলি তাদের নাগরিক-কর্মীদের উদ্ধার করতে তড়িঘড়ি বিমান পাঠাচ্ছে আফগানিস্তানে ৷

সেইসময় মুখপাত্র জাবিহউল্লাহ বিশ্বকে জানাচ্ছেন, তাদের সঙ্গে কারও কোনও শত্রুতা নেই ৷ তাদের শীর্ষনেতৃত্বের নির্দেশ অনুযায়ী সবাইকে ক্ষমা করেছে ইসলামিক এমিরেটস ৷ অন্য দেশের রাষ্ট্রদূতগুলির নিরাপত্তা তাদের কাছে গুরুত্বপূর্ণ ৷ তারা সুরক্ষিত থাকবে আফগানিস্তানে ৷

তিনি আশ্বস্ত করেন, দেশে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাপনের মানও উন্নত হবে ৷ নারীর অধিকার অক্ষুণ্ণ রাখতে তারা বদ্ধপরিকর ৷ তবে তা শরিয়াতের শর্ত মেনে ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "মহিলাদের যেখানে প্রয়োজন হবে, যেমন স্বাস্থ্য ক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রগুলিতে কাজ করতে পারেন তাঁরা ৷ তবে শরিয়ত মেনেই কাজ করতে পারবেন ।" যদিও, তথ্য কিন্তু ঠিক উল্টোটা জানাচ্ছে ৷ মহিলাদের উপর অত্যাচারের জন্য তালিবানরা বিশ্বখ্যাত ৷

আরও পড়ুন : Afghanistan Situation : আফগান সরকারি আধিকারিকদের কাজে যোগ দিতে নির্দেশ তালিবানের

অন্য দেশগুলি তাদের এই নিয়মকে মান্যতা দিক । সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই আর্জি জানালেন তালিবান মুখপাত্র ৷ তারা মানুষের মূল্যবোধের সঙ্গে তাল মিলিয়ে নিয়মকানুন প্রণয়ন করেছে ৷ তারা বিশ্বের অন্য কোনও দেশের কাছে বিপজ্জনক নয় বলে আশ্বাস দিলেন জাবিহউল্লাহ ৷

  • Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country & am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support & consensus.

    — Amrullah Saleh (@AmrullahSaleh2) August 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যে আফগানিস্তানের প্রথম উপ-রাষ্ট্রপতি (Vice President) আমরুল্লাহ সালেহ (Amrullah Saleh) জানিয়েছেন যে যুদ্ধ-বিধ্বস্ত দেশের দায়িত্ব আপাতত তিনি সামলাবেন ৷ টুইটারে তিনি জানান, "আফগানিস্তানের সংবিধান অনুযায়ী দেশের রাষ্ট্রপতি মারা গেলে বা ইস্তফা দিলে, পালিয়ে গেলে, অথবা তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি "কেয়ারটেকার প্রেসিডেন্ট" (caretaker President) হন ৷ আমি এখন দেশের ভিতরেই আছি আর আমি আইনত কেয়ারটেকার প্রেসিডেন্ট ৷ সব নেতাদের সমর্থন আর সম্মতি পেতে আমি তাঁদের সঙ্গে যোগাযোগ করছি ৷"

কিন্তু, এখন প্রশ্ন উঠছে অতীতের তালিবানরা কি এতটাই পাল্টে গিয়েছে ? অনেকে, বিশেষত মহিলারা একেবারেই বিশ্বাস করতে পারছে না তাদের । যদিও গতকাল একটি সংবাদমাধ্যমে এক তালিবান নেতার সাক্ষাৎকার নিয়েছেন একজন মহিলা অ্যাঙ্কর ৷ তাও...

Last Updated : Aug 18, 2021, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.