ETV Bharat / international

ইদের প্রার্থনার সময়ে কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছে রকেট হামলা

author img

By

Published : Jul 20, 2021, 9:26 AM IST

Updated : Jul 20, 2021, 11:28 AM IST

ইদের প্রার্থনায় জড়ো হয়েছেন মানুষ ৷ সেই সময় রকেট আছড়ে পড়ল প্রেসিডেন্টের বাসভবনের কাছে ৷ এই ঘটনা তালিবানদের পরিকল্পিত বলে তাদের তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট আশরফ ঘনি ৷

রকেট হামলা
রকেট হামলা

কাবুল, 20 জুলাই : ইদ আল-আধা (Eid al-Adha) উৎসব শুরু হয়েছে ৷ ইদের প্রার্থনায় মগ্ন ভক্তরা ৷ এমন সময়ে আফগানিস্তানের (Afghanistan) কাবুলে (Kabul) প্রেসিডেন্টের বাসভবনের কাছে হঠাৎ আছড়ে পড়ল তিনটি রকেট ৷ অভিযোগের তির অবশ্যই তালিবানদের দিকে ৷

আরও পড়ুন : বাগদাদের সদর স্ট্রিটে জমজমাট বাজারে বিস্ফোরণে মৃত 31

সূত্রে জানা গিয়েছে, রকেটগুলি পারওয়ান-ই-সে (Parwan-e-Se) অঞ্চল থেকে ছোড়া হয় ৷ সেগুলি আছড়ে পড়ে কাবুল জেলা 1-এর অন্তর্গত বাঘ-ই-আলি মরদান (Bagh-e-Ali Mardan) ও চামান-ই-হোজোরি (Chaman-e-Hozori) এলাকায় এবং কাবুল জেলা 2-এর মনবি বেশারি (Manabe Bashari) এলাকায় ৷

এই আক্রমণের জন্য তালিবানদের দায়ী করে প্রেসিডেন্ট আশরফ ঘনি জানিয়েছেন তালিবানদের "শান্তির ইচ্ছে নেই" ৷ প্রার্থনা সেরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, "এই ইদ আফগান সেনাবাহিনীর আত্মত্যাগ আর সাহসকে সম্মান জানানোর নামে পালিত হবে ৷ তালিবানরা দেখিয়ে দিয়েছে শান্তির কোনও ইচ্ছে তাদের নেই ৷" তবে এই পরিস্থিতির রিপোর্টের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আশরফ ঘনি ৷

এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি ৷

কাবুল, 20 জুলাই : ইদ আল-আধা (Eid al-Adha) উৎসব শুরু হয়েছে ৷ ইদের প্রার্থনায় মগ্ন ভক্তরা ৷ এমন সময়ে আফগানিস্তানের (Afghanistan) কাবুলে (Kabul) প্রেসিডেন্টের বাসভবনের কাছে হঠাৎ আছড়ে পড়ল তিনটি রকেট ৷ অভিযোগের তির অবশ্যই তালিবানদের দিকে ৷

আরও পড়ুন : বাগদাদের সদর স্ট্রিটে জমজমাট বাজারে বিস্ফোরণে মৃত 31

সূত্রে জানা গিয়েছে, রকেটগুলি পারওয়ান-ই-সে (Parwan-e-Se) অঞ্চল থেকে ছোড়া হয় ৷ সেগুলি আছড়ে পড়ে কাবুল জেলা 1-এর অন্তর্গত বাঘ-ই-আলি মরদান (Bagh-e-Ali Mardan) ও চামান-ই-হোজোরি (Chaman-e-Hozori) এলাকায় এবং কাবুল জেলা 2-এর মনবি বেশারি (Manabe Bashari) এলাকায় ৷

এই আক্রমণের জন্য তালিবানদের দায়ী করে প্রেসিডেন্ট আশরফ ঘনি জানিয়েছেন তালিবানদের "শান্তির ইচ্ছে নেই" ৷ প্রার্থনা সেরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, "এই ইদ আফগান সেনাবাহিনীর আত্মত্যাগ আর সাহসকে সম্মান জানানোর নামে পালিত হবে ৷ তালিবানরা দেখিয়ে দিয়েছে শান্তির কোনও ইচ্ছে তাদের নেই ৷" তবে এই পরিস্থিতির রিপোর্টের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আশরফ ঘনি ৷

এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি ৷

Last Updated : Jul 20, 2021, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.