ETV Bharat / international

India in SCO Summit : আগামিকাল দুশনবেতে এসসিও বৈঠকে মোদি-ইমরান-শিংপিং - এসসিও বৈঠকে আফগানিস্তান

17 সেপ্টেম্বর সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর এ বছরের চতুর্থ বৈঠক হবে তাজাকিস্তানের রাজধানী দুশনবেতে ৷ সেখানে সশরীরে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

এসসিও বৈঠকে নরেন্দ্র মোদি
এসসিও বৈঠকে নরেন্দ্র মোদি
author img

By

Published : Sep 16, 2021, 12:38 PM IST

নয়া দিল্লি, 16 সেপ্টেম্বর : এসসিও সম্মেলন বা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর (Shanghai Cooperation Organisation, SCO) বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে ভারতে ৷ আগামিকাল 17 সেপ্টেম্বর তাজাকিস্তানের (Capital of Tajikistan) রাজধানী দুশনবেতে (Dushanbe) এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন ভারতের প্রতিনিধিরা ৷ আর বিদেশমন্ত্রী (External Affairs Minister) এস জয়শঙ্কর (S Jaishankar) সশরীরে প্রতিনিধিত্ব করবেন ৷ চিনের প্রেসিডেন্ট শি জিংপিং (China President Xi Jinping) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) ইমরান খানও (Imran Khan) উপস্থিত থাকবেন এই বৈঠকে ৷

সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে সন্ত্রাসদমন, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন, বিশেষত আফগানিস্তান নিয়ে আলোচনায় জোর দেবে ভারত ৷ এর আগে জুন মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (National Security Advisor) এসসিও বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor of India) অজিত ডোভাল (Ajit Doval) পাকিস্তানে আশ্রিত লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) এবং জইশ-ই-মহম্মদ-এর (Jaish-e-Mohammed) সন্ত্রাস দমনের পরিকল্পনার প্রস্তাব পেশ করেছিলেন ৷

আরও পড়ুন : Mamata in TIME : টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

  • PM @narendramodi will lead the 🇮🇳 delegation & address the 21st Meeting of Shanghai Cooperation Organisation Council of Heads of State in Dushanbe, Tajikistan via video-link. At Dushanbe,🇮🇳 will be represented by EAM @DrSJaishankar.

    Press Release ➡️ https://t.co/n6Pzb4x2wc

    — Arindam Bagchi (@MEAIndia) September 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদমাধ্যমের একটি সূত্রে জানা গিয়েছে, এসসিও (SCO) বৈঠকে আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক-নিরাপত্তা পরিস্থিতি প্রাধান্য পাবে ৷ পাশাপাশি চলতে থাকা প্যানডেমিক, সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, বহুস্তরীয় অর্থনৈতিক সহযোগিতা, মানুষের মধ্যে আদানপ্রদান এবং অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলিও স্থান পাবে ৷

একদিকে 2021-এ এই সংগঠনের 20 বছর বর্ষপূর্তি হচ্ছে, অন্যদিকে তাজাকিস্তান তার স্বাধীনতার 30 বছর উদযাপন করছে ৷ তাই এ বছরে সংগঠনের চতুর্থ বৈঠক উল্লেখযোগ্য ৷

নয়া দিল্লি, 16 সেপ্টেম্বর : এসসিও সম্মেলন বা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর (Shanghai Cooperation Organisation, SCO) বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে ভারতে ৷ আগামিকাল 17 সেপ্টেম্বর তাজাকিস্তানের (Capital of Tajikistan) রাজধানী দুশনবেতে (Dushanbe) এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন ভারতের প্রতিনিধিরা ৷ আর বিদেশমন্ত্রী (External Affairs Minister) এস জয়শঙ্কর (S Jaishankar) সশরীরে প্রতিনিধিত্ব করবেন ৷ চিনের প্রেসিডেন্ট শি জিংপিং (China President Xi Jinping) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) ইমরান খানও (Imran Khan) উপস্থিত থাকবেন এই বৈঠকে ৷

সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে সন্ত্রাসদমন, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন, বিশেষত আফগানিস্তান নিয়ে আলোচনায় জোর দেবে ভারত ৷ এর আগে জুন মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (National Security Advisor) এসসিও বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor of India) অজিত ডোভাল (Ajit Doval) পাকিস্তানে আশ্রিত লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) এবং জইশ-ই-মহম্মদ-এর (Jaish-e-Mohammed) সন্ত্রাস দমনের পরিকল্পনার প্রস্তাব পেশ করেছিলেন ৷

আরও পড়ুন : Mamata in TIME : টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

  • PM @narendramodi will lead the 🇮🇳 delegation & address the 21st Meeting of Shanghai Cooperation Organisation Council of Heads of State in Dushanbe, Tajikistan via video-link. At Dushanbe,🇮🇳 will be represented by EAM @DrSJaishankar.

    Press Release ➡️ https://t.co/n6Pzb4x2wc

    — Arindam Bagchi (@MEAIndia) September 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদমাধ্যমের একটি সূত্রে জানা গিয়েছে, এসসিও (SCO) বৈঠকে আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক-নিরাপত্তা পরিস্থিতি প্রাধান্য পাবে ৷ পাশাপাশি চলতে থাকা প্যানডেমিক, সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, বহুস্তরীয় অর্থনৈতিক সহযোগিতা, মানুষের মধ্যে আদানপ্রদান এবং অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলিও স্থান পাবে ৷

একদিকে 2021-এ এই সংগঠনের 20 বছর বর্ষপূর্তি হচ্ছে, অন্যদিকে তাজাকিস্তান তার স্বাধীনতার 30 বছর উদযাপন করছে ৷ তাই এ বছরে সংগঠনের চতুর্থ বৈঠক উল্লেখযোগ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.