ওয়াশিংটন, 4 সেপ্টেম্বর: আফগানিস্তানে এখন তালিবান শাসনতন্ত্র ৷ 15 অগস্টের পর থেকে খুব দ্রুত পরিস্থিতির বদল হয়েছে ৷ মার্কিন সেনারাও দেশে ফিরে গিয়েছে ৷ এই অবস্থায় আফগানিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে ভারত (India) ও আমেরিকা (United States), জানালেন বিদেশ সচিব (Foreign Secretary) হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla) ৷
বুধবার 3 দিনের সফরে আমেরিকা গিয়েছিলেন তিনি ৷ সেখানে বাইডেন প্রশাসনের উচ্চআধিকারিকদের সঙ্গে আফগানিস্তান-সহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেন শ্রিংলা ৷ বৃহস্পতিবার তিনি সেক্রেটারি অফ স্টেট (Secretary of State) অ্যান্টনি ব্লিনকেনের (Antony Blinken) সঙ্গে দেখা করেন ৷
আফগানিস্তান নিয়ে আমেরিকা ও ভারতের অবস্থান
শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, "অবশ্যই, আমাদের মতো তারাও (আমেরিকা) কী হচ্ছে, সেদিকে খুব ভাল করে খেয়াল রাখছে ৷ পাকিস্তান এখন কী করে, সে বিষয়ে কড়া নজরদারি চালাতে হবে ৷" বাইডেন প্রশাসন প্রসঙ্গে তিনি জানান যে, আফগানিস্তানে পরিস্থিতি কোন দিকে যায়, সে বিষয়ে আমেরিকা "অপেক্ষা করা আর নজর রাখা" নীতি (wait-and-watch policy) নিয়েছে ৷
ভারতও একই নীতি নিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে কিছু করা হবে না, জানান বিদেশ সচিব ৷ এই প্রসঙ্গে শ্রিংলা বলেন, "প্রাথমিক স্তরে অবস্থা যে কোনও মুহূর্তে বদলাতে পারে ৷ তাই এখন এর কী কী পরিবর্তন হচ্ছে, সেদিকে খেয়াল রাখা দরকার ৷ জনসমক্ষে দেওয়া প্রতিশ্রুতি সত্যি সত্যি মানা হচ্ছে কি না আর কী ভাবে তা কার্যকর করা হচ্ছে, সেটা দেখতে হবে ৷"
আরও পড়ুন : Taliban : চিন-রাশিয়াই গুরুত্বপূর্ণ সহযোগী, জানিয়ে দিল তালিবান
-
Foreign Secretary @harshvshringla interacted with strategic experts from prominent US think tanks on regional and global issues and different facets of India-US strategic partnership @MEAIndia pic.twitter.com/E0r37RhRph
— India in USA (@IndianEmbassyUS) September 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Foreign Secretary @harshvshringla interacted with strategic experts from prominent US think tanks on regional and global issues and different facets of India-US strategic partnership @MEAIndia pic.twitter.com/E0r37RhRph
— India in USA (@IndianEmbassyUS) September 4, 2021Foreign Secretary @harshvshringla interacted with strategic experts from prominent US think tanks on regional and global issues and different facets of India-US strategic partnership @MEAIndia pic.twitter.com/E0r37RhRph
— India in USA (@IndianEmbassyUS) September 4, 2021
পাকিস্তান-তালিবান সম্পর্ক
পাকিস্তানের সঙ্গে তালিবানের সম্পর্ক নিয়ে তিনি বলেন, "আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান ৷ তারা তালিবানদের সমর্থন করেছে আর পুষ্ট করেছে ৷ অনেক ক্ষেত্রে পাকিস্তান তাদের সাহায্য করেছে ৷"
ইউএনএসসি সংকল্প
ভারতের সভাপতিত্বে রাষ্ট্রসঙ্ঘের তালিকায় (UN sanctions list) জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) আর লস্কর-ই-তইবা-কে (Lashkar-e-Taiba) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷ এই দু'টি জঙ্গি গোষ্ঠীকে নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি ৷ আফগানিস্তানে এরা বিনা বাধায় যাওয়া-আসা করতে পারে ৷ তারা এবং এই ক্ষেত্রে পাকিস্তান কী করে, তাও দেখতে হবে ৷
আমেরিকা সব সময় বলেছে যে এ বিষয়ে তালিবানরা তাদের কথা দিয়েছে ৷ তালিবানরা আর কোনও ভাবে আফগানিস্তানকে জঙ্গিদের আঁতুড়ঘরে পরিণত হতে দেবে না, যা অন্য দেশগুলির জন্য বিপজ্জনক হতে পারে ৷ এমনকি আমেরিকা পরিষ্কার করে জানিয়েছে যে, আফগানিস্তান থেকে কোনও রকম জঙ্গি কার্যকলাপ সংগঠিত হলে, তার জন্য তালিবানদের দায়ী করা হবে ৷ আন্তর্জাতিক সংগঠনগুলিরও একই দাবি ৷
তালিবান-ভারত সম্পর্ক
তিনি বলেন, "ওদের (তালিবান) সঙ্গে আমাদের সম্পর্ক সীমাবদ্ধ ৷ এমনটা নয় যে আমাদের মধ্যে খুব জোরালো কথাবার্তা হয়েছে ৷ তবু এখনও পর্যন্ত যেটুকু আলোচনা হয়েছে, তাতে মনে হচ্ছে তারা যুক্তিসঙ্গত ভাবে আমাদের বিচার-বিবেচনা করবে ৷"
দোহাতে তালিবান নেতার সঙ্গে সাক্ষাৎ
"আমাদের বিবৃতিতে আমরা তাদের জানিয়েছি যে, তাদের দেশ যেন আমাদের দেশ বা অন্য কোনও দেশের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর কেন্দ্র না হয়ে ওঠে ৷ তারা যেন এ বিষয়ে অবগত থাকে ৷ আর তারা যেন তাদের দেশের নারীর অবস্থানের দিকে খেয়াল রাখে ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিও ৷ আর যেমন আপনারা জানেন যে, তাদের দিক থেকে তারা এ বিষয়ে আশ্বস্ত করেছে", তালিবানের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে বলেন বিদেশ সচিব ৷
আফগানিস্তান প্রসঙ্গে, সেখানে পাকিস্তানের ভূমিকা, আর কী ভাবে দেশের অবস্থার পরিবর্তন হয়, এই সব বিষয়ে আমরা অবশ্যই আমেরিকার সঙ্গে যোগাযোগ রাখছি ৷
-
#Taliban says it will 'raise voice for #Kashmiri Muslims' in Afghanistan: Suhail Shaheen pic.twitter.com/xO63qovjJG
— Islamic Emirates of Afghanistan (@TalibanSoldiers) September 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Taliban says it will 'raise voice for #Kashmiri Muslims' in Afghanistan: Suhail Shaheen pic.twitter.com/xO63qovjJG
— Islamic Emirates of Afghanistan (@TalibanSoldiers) September 4, 2021#Taliban says it will 'raise voice for #Kashmiri Muslims' in Afghanistan: Suhail Shaheen pic.twitter.com/xO63qovjJG
— Islamic Emirates of Afghanistan (@TalibanSoldiers) September 4, 2021
এদিকে তালিবান মুখপাত্র সুহেল শাহিন (Suhail Shaheen) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে বলেছেন, "সম্প্রতি আফগানিস্তানের একটি গুরুদ্বারা থেকে পতাকা সরিয়ে নেওয়ার ঘটনায় কিছু হিন্দু আর অন্যরা তালিবানদের দায়ী করেছে ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভাল এবং তারা তাদের ধর্মীয় আচার-বিচার চালিয়ে যেতে পারে ৷ তারা যেমন এ বিষয়টি নিয়ে কথা বলেছেন তেমনই আমাদেরও মুসলিমদের নিয়ে কথা বলার অধিকার আছে ৷ তারা ভারতে কাশ্মীরের মুসলিম হোক বা অন্য যে কোনও দেশের হোক না কেন ৷"