ETV Bharat / international

সুদানে বিস্ফোরণে মৃত কমপক্ষে 18 ভারতীয় : ভারতীয় দূতাবাস - Fire in Sudan Factory

সুদানে LPG ট্যাঙ্কার বিস্ফোরণে যে 23 জন মারা গিয়েছেন তাদের মধ্য 18 জন ভারতীয় । জানা যাচ্ছে এই দুর্ঘটনায় কমপক্ষে 130 জন আহত হয়েছেন ।

Indian Embassy Khartoum
সুদানের কারখানায় আগুন
author img

By

Published : Dec 4, 2019, 7:15 PM IST

Updated : Dec 4, 2019, 8:43 PM IST

খারতুম (সুদান), 4 ডিসেম্বর :সুদানে LPG ট্যাঙ্কার বিস্ফোরণে যে 23 জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন 18 জন ভারতীয় । ভারতীয় দূতাবাসের তরফে এই খবর জানানো হয়েছে ৷ জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় কমপক্ষে 130 জন আহত হয়েছেন । 18 জনের মৃত্যুর খবর সামনে আসার আগে জানা যায়, 16 জন ভারতীয় নিখোঁজ হয়েছেন । তবে ভারতীয় দূতাবাস এও জানিয়েছে, 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকারিভাবে তা ঘোষণা করা হয়নি ৷

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, উত্তর খারতুমে বাহরি এলাকায় সিলা সেরামিক কারখানায় আগুনটি লাগার সঙ্গে সঙ্গেই আকাশ কালো ধোঁয়ায় ভরে যায় । পাশের এক কারখানার কর্মী সংবাদসংস্থাকে জানান, "খুব জোরে বিস্ফোরণ হয়েছিল । কারখানার পাশে দাড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায় । "

  • The Embassy representative has rushed to the site. A 24-hour emergency hotline +249-921917471 has been set up by @EoI_Khartoum.
    Embassy is also putting out updates on social media.

    Our prayers are with the workers and their families.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

খারতুমের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ওই কারখানায় 50 জনেরও বেশি ভারতীয় কর্মরত ছিলেন । ঘটনার পর থেকে 16 জন ভারতীয়র কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । শেষ পাওয়া খবর অনুযায়ী, 18 জন ভারতীয়র মৃত্যু হয়েছে ৷ তবে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি । ভারতীয় দূতাবাসের তরফে কতজন ভারতীয় হাসপাতালে ভরতি, কতজন নিখোঁজ বা কতজন প্রাণে রক্ষা পেয়েছেন, আজ তার একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে । দূতাবাসের থেকে জানানো হয়েছে আগুনে পুড়ে যাওয়ার কারণে দেহগুলি শনাক্ত করতে সমস্যা হচ্ছে ।

  • Anguished by the blast in a ceramic factory in Sudan, where some Indian workers have lost their lives and some are injured. My thoughts are with the bereaved families and prayers with the injured. Our Embassy is providing all possible assistance to those affected.

    — Narendra Modi (@narendramodi) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লির এক আধিকারিক সূত্রে জানানো হয়েছে, ওই কারখানায় 68 জন ভারতীয় কাজ করতেন । বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন সুদানে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা দুর্ঘটনার জন্য বিশেষ হটলাইন চালু করেছে । টুইটারে এই ঘটনা নিয়ে শোক প্রকাশও করেন তিনি । দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুসারে দুর্ঘটনায় জখম 7 জন ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন । তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে । দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুুইটারে দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

  • Saddened at the demise of 18 Indians in LPG tanker blast in Sudan. My condolences to the bereaved families. Our country's workers are placed in different parts of the world and face various risks. May all stay safe

    — Mamata Banerjee (@MamataOfficial) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুদানের সরকারি সূত্রে জানানো হয়েছে, LPG ট্যাঙ্কার বিস্ফোরণে যে 23 জন প্রাণ হারিয়েছেন । জখম হয়েছেন 130 জনেরও বেশি । কারখানায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না । পাশাপাশি যত্র তত্র দাহ্য বস্তু কারখানায় মজুত ছিল । এই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানানো হয় সুদানের সরকারের তরফে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে ।

খারতুম (সুদান), 4 ডিসেম্বর :সুদানে LPG ট্যাঙ্কার বিস্ফোরণে যে 23 জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন 18 জন ভারতীয় । ভারতীয় দূতাবাসের তরফে এই খবর জানানো হয়েছে ৷ জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় কমপক্ষে 130 জন আহত হয়েছেন । 18 জনের মৃত্যুর খবর সামনে আসার আগে জানা যায়, 16 জন ভারতীয় নিখোঁজ হয়েছেন । তবে ভারতীয় দূতাবাস এও জানিয়েছে, 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকারিভাবে তা ঘোষণা করা হয়নি ৷

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, উত্তর খারতুমে বাহরি এলাকায় সিলা সেরামিক কারখানায় আগুনটি লাগার সঙ্গে সঙ্গেই আকাশ কালো ধোঁয়ায় ভরে যায় । পাশের এক কারখানার কর্মী সংবাদসংস্থাকে জানান, "খুব জোরে বিস্ফোরণ হয়েছিল । কারখানার পাশে দাড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায় । "

  • The Embassy representative has rushed to the site. A 24-hour emergency hotline +249-921917471 has been set up by @EoI_Khartoum.
    Embassy is also putting out updates on social media.

    Our prayers are with the workers and their families.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

খারতুমের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ওই কারখানায় 50 জনেরও বেশি ভারতীয় কর্মরত ছিলেন । ঘটনার পর থেকে 16 জন ভারতীয়র কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । শেষ পাওয়া খবর অনুযায়ী, 18 জন ভারতীয়র মৃত্যু হয়েছে ৷ তবে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি । ভারতীয় দূতাবাসের তরফে কতজন ভারতীয় হাসপাতালে ভরতি, কতজন নিখোঁজ বা কতজন প্রাণে রক্ষা পেয়েছেন, আজ তার একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে । দূতাবাসের থেকে জানানো হয়েছে আগুনে পুড়ে যাওয়ার কারণে দেহগুলি শনাক্ত করতে সমস্যা হচ্ছে ।

  • Anguished by the blast in a ceramic factory in Sudan, where some Indian workers have lost their lives and some are injured. My thoughts are with the bereaved families and prayers with the injured. Our Embassy is providing all possible assistance to those affected.

    — Narendra Modi (@narendramodi) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লির এক আধিকারিক সূত্রে জানানো হয়েছে, ওই কারখানায় 68 জন ভারতীয় কাজ করতেন । বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন সুদানে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা দুর্ঘটনার জন্য বিশেষ হটলাইন চালু করেছে । টুইটারে এই ঘটনা নিয়ে শোক প্রকাশও করেন তিনি । দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুসারে দুর্ঘটনায় জখম 7 জন ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন । তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে । দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুুইটারে দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

  • Saddened at the demise of 18 Indians in LPG tanker blast in Sudan. My condolences to the bereaved families. Our country's workers are placed in different parts of the world and face various risks. May all stay safe

    — Mamata Banerjee (@MamataOfficial) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুদানের সরকারি সূত্রে জানানো হয়েছে, LPG ট্যাঙ্কার বিস্ফোরণে যে 23 জন প্রাণ হারিয়েছেন । জখম হয়েছেন 130 জনেরও বেশি । কারখানায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না । পাশাপাশি যত্র তত্র দাহ্য বস্তু কারখানায় মজুত ছিল । এই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানানো হয় সুদানের সরকারের তরফে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে ।

New Delhi, 4 November (ANI): Delhi Police Commissioner Amulya Patnaik inaugurated 'Canteen Van' for CP reserve Staff at New Police Lines, Kingsway Camp. A mini bus was modified by Delhi Armed Police to serve the purpose. They are deployed in various law and order situations like riots, crowd management, religious gatherings, various festivals, and political rallies etc. The nature of duty of CP reserve staff is such that in situations of continuous and prolonged law and order problems, they need to put in prolonged hours of duty. Due to that, they are unable to take meals on time due to exigencies of duty. As a welfare measure, food articles, snacks, aerated water, soft drinks, etc will be carried by the Mobile Canteen Van to their places so that the staff is served with eatables while on duty.
Last Updated : Dec 4, 2019, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.