ETV Bharat / international

আফগানিস্তানে তালিবান হামলায় নিহত 16 নিরাপত্তারক্ষী

author img

By

Published : Jul 6, 2021, 3:23 PM IST

মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), মত দিয়েছে ন্যাটো (NATO) ৷ প্রক্রিয়া শুরু হলেও আফগানিস্তানে এখনও রয়েছে মার্কিন সেনা ৷ এর মধ্যেই শুরু হয়েছে আফগান সরকার বনাম সমগ্র আফগানিস্তানে তালিবান-রাজ কায়েমের যুদ্ধ ৷

আফগানিস্তানে ফিরছে তালিবান শাসন
আফগানিস্তানে ফিরছে তালিবান শাসন

কাবুল, 6 জুলাই : কমপক্ষে 16 জন নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন তালিবান (Taliban) হামলায় ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হেরাট প্রদেশের (Herat Province) সালমা বাঁধের (Salma Dam) কাছে ৷

পশ্চিম আফগানিস্তানের (Western Afghanistan) হেরাট প্রদেশের চিস্তি শরিফ জেলার (Chishti Sharif District) হরি নদীর (Hari River) উপর এই সালমা বাঁধ ৷ এই বাঁধ "আফগান-ভারত বন্ধুত্বের বাঁধ" (Afghan-India Friendship Dam) নামে পরিচিত ৷ এর জল ধারণ ক্ষমতা 640 মিলিয়ন কিউবিক মিটার ৷ হেরাটের চিস্তি শরিফ জেলা থেকে ইরান (Iran Border) সীমান্তে জুলফিকার (Zulfiqar) পর্যন্ত 2,00,000 একর চাষের জমিতে জলসেচের ক্ষমতা রয়েছে এই বাঁধের ৷ বাঁধটি ভারত সরকারের আর্থিক সাহায্য়ে নির্মিত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘনি 2016 সালের 4 জুন এই বাঁধটির উদ্বোধন করেন ৷ সূত্রে জানা গিয়েছে তালিবান গোষ্ঠী এই চেকপয়েন্টের দখল নিয়ে নিয়েছে ৷ স্থানীয় সূত্রে দেশের সংবাদমাধ্যম এই তালিবান আক্রমণের খবর পায় ৷

আরও পড়ুন : পূর্ব সিরিয়ায় মার্কিন সেনার আবাসনে রকেট হামলা

আফগানিস্তান সরকার বা তালিবান কেউ এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি এখনও পর্যন্ত ৷ 10,000 আফগান কম্যান্ডো বাহিনী সারা দেশে তালিবান জঙ্গিহানা ঠেকানোর কাজে নিযুক্ত রয়েছে ৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) জানিয়ে দিয়েছেন, এ বছর সেপ্টেম্বরে 9/11-র হামলার 20 বছর পূর্তিতে আফগানিস্তান থেকে সমস্ত সৈন্য়কে প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনবেন ৷ 1000 মার্কিন সেনা মোতায়েন থাকবে কেবল কাবুলের আন্তর্জাতিক এয়ারপোর্টে আর অন্যান্য প্রতিরক্ষামূলক কাজে ৷ ন্যাটো (NATO) এই প্রস্তাবে সায় দিয়েছে ৷ কানাঘুষো শোনা গিয়েছে, সেপ্টেম্বর নয়, হয়তো তার আগে সেনারা ফিরে যাবে আমেরিকায় ৷

তালিবান ইতিমধ্যে দেশের বেশ কিছু জেলা দখল করে নিয়েছে ৷ মার্কিন গোয়েন্দাদের (US Intelligence) অনুমান, আমেরিকা পুরোপুরি সেনা সরিয়ে নিলে, 1 মাসের মধ্যে দেশের সরকারকে হার মানতে হবে তালিবানের কাছে ৷ তাহলে কি ফের তালিবান শাসনের অধীনে চলে যাবে আফগানিস্তান ?

কাবুল, 6 জুলাই : কমপক্ষে 16 জন নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন তালিবান (Taliban) হামলায় ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হেরাট প্রদেশের (Herat Province) সালমা বাঁধের (Salma Dam) কাছে ৷

পশ্চিম আফগানিস্তানের (Western Afghanistan) হেরাট প্রদেশের চিস্তি শরিফ জেলার (Chishti Sharif District) হরি নদীর (Hari River) উপর এই সালমা বাঁধ ৷ এই বাঁধ "আফগান-ভারত বন্ধুত্বের বাঁধ" (Afghan-India Friendship Dam) নামে পরিচিত ৷ এর জল ধারণ ক্ষমতা 640 মিলিয়ন কিউবিক মিটার ৷ হেরাটের চিস্তি শরিফ জেলা থেকে ইরান (Iran Border) সীমান্তে জুলফিকার (Zulfiqar) পর্যন্ত 2,00,000 একর চাষের জমিতে জলসেচের ক্ষমতা রয়েছে এই বাঁধের ৷ বাঁধটি ভারত সরকারের আর্থিক সাহায্য়ে নির্মিত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘনি 2016 সালের 4 জুন এই বাঁধটির উদ্বোধন করেন ৷ সূত্রে জানা গিয়েছে তালিবান গোষ্ঠী এই চেকপয়েন্টের দখল নিয়ে নিয়েছে ৷ স্থানীয় সূত্রে দেশের সংবাদমাধ্যম এই তালিবান আক্রমণের খবর পায় ৷

আরও পড়ুন : পূর্ব সিরিয়ায় মার্কিন সেনার আবাসনে রকেট হামলা

আফগানিস্তান সরকার বা তালিবান কেউ এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি এখনও পর্যন্ত ৷ 10,000 আফগান কম্যান্ডো বাহিনী সারা দেশে তালিবান জঙ্গিহানা ঠেকানোর কাজে নিযুক্ত রয়েছে ৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) জানিয়ে দিয়েছেন, এ বছর সেপ্টেম্বরে 9/11-র হামলার 20 বছর পূর্তিতে আফগানিস্তান থেকে সমস্ত সৈন্য়কে প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনবেন ৷ 1000 মার্কিন সেনা মোতায়েন থাকবে কেবল কাবুলের আন্তর্জাতিক এয়ারপোর্টে আর অন্যান্য প্রতিরক্ষামূলক কাজে ৷ ন্যাটো (NATO) এই প্রস্তাবে সায় দিয়েছে ৷ কানাঘুষো শোনা গিয়েছে, সেপ্টেম্বর নয়, হয়তো তার আগে সেনারা ফিরে যাবে আমেরিকায় ৷

তালিবান ইতিমধ্যে দেশের বেশ কিছু জেলা দখল করে নিয়েছে ৷ মার্কিন গোয়েন্দাদের (US Intelligence) অনুমান, আমেরিকা পুরোপুরি সেনা সরিয়ে নিলে, 1 মাসের মধ্যে দেশের সরকারকে হার মানতে হবে তালিবানের কাছে ৷ তাহলে কি ফের তালিবান শাসনের অধীনে চলে যাবে আফগানিস্তান ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.