ETV Bharat / international

Kabul Airport Blast : তালিবানদের সঙ্গে আইএস আর হাক্কানিদের যোগ রয়েছে, টুইট আমরুল্লার - Quetta Shura

গতকাল কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণ হয় ৷ দেশ ছাড়ার অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের মাঝেই ৷ আইএস জঙ্গি গোষ্ঠী এর দায় স্বীকার করলেও তালিবানরা এড়িয়ে গিয়েছে ৷ কেয়ারটেকার প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ টুইট করে জানালেন তালিবান-আইএস-হাক্কানি গোষ্ঠীর মধ্যে যোগাযোগ রয়েছে ৷

আমরুল্লা সালেহ
আমরুল্লা সালেহ
author img

By

Published : Aug 27, 2021, 11:34 AM IST

কাবুল, 27 অগস্ট : কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর আইএস-এর সঙ্গে তালিবানের সম্পর্ক নিয়ে টুইট করলেন আমরুল্লা সালেহ (Amrullah Saleh) ৷ তালিবান কাবুল দখলের পর প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান ৷ তখন আমরুল্লা নিজেকে আফগানিস্তানের কার্যনির্বাহী প্রেসিডেন্ট ('caretaker' President) হিসেবে ঘোষণা করেন ৷

টুইটে তিনি জানান, "আই-কে-র (Islamic State-Khorasan Province, IS-K) সঙ্গে তালিবান আর কাবুলের হাক্কানি নেটওয়ার্কের যথেষ্ট যোগাযোগ রয়েছে ৷ এর সব রকম প্রমাণ আমাদের হাতে আছে ৷ তালিবান আইএসআইএস যোগ স্বীকার করে না ৷ এটা অনেকটা পাকিস্তানের কুয়েতা শুরা-র সঙ্গে সম্পর্ক অস্বীকার করার মতো ৷ তালিবানরা তাদের নেতাদের থেকে ভাল প্রশিক্ষণ পেয়েছে ৷"

আরও পড়ুন : Kabul Airport Blast : বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেটের দাবি মৃত 160

এর আগে আফগানিস্তান জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তানকে দায়ী করেছিলেন আমরুল্লা ৷ তাঁর দাবি ছিল এর জন্য প্রতিবেশী পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিয়েছে, তাদের বিস্ফোরক সামগ্রীর জোগান দিচ্ছে ৷ আর কুয়েতা শুরা (Quetta Shura) আর কিছুই নয়, পাকিস্তানি সেনাবাহিনীর (Pakistani military) আরেকটা রূপ ৷

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে দু'টি বিস্ফোরণের জন্য ইসলামিক স্টেট (The Islamic State terror group) জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে ৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আমেরিকা বিশ্বাস করে যে এই বিস্ফোরণের পিছনে আইএস-কে-র (Islamic State-Khorasan Province, IS-K) হাত রয়েছে ৷ এই জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে তালিবানরা ৷ তার পর থেকে এই জঙ্গি সংগঠন আমেরিকার সেনাবাহিনীকে হুমকি দিচ্ছিল ৷ তিনি তাদের খুঁজে বার করবেন বলে ঘোষণা করেছেন ৷

কাবুল, 27 অগস্ট : কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর আইএস-এর সঙ্গে তালিবানের সম্পর্ক নিয়ে টুইট করলেন আমরুল্লা সালেহ (Amrullah Saleh) ৷ তালিবান কাবুল দখলের পর প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান ৷ তখন আমরুল্লা নিজেকে আফগানিস্তানের কার্যনির্বাহী প্রেসিডেন্ট ('caretaker' President) হিসেবে ঘোষণা করেন ৷

টুইটে তিনি জানান, "আই-কে-র (Islamic State-Khorasan Province, IS-K) সঙ্গে তালিবান আর কাবুলের হাক্কানি নেটওয়ার্কের যথেষ্ট যোগাযোগ রয়েছে ৷ এর সব রকম প্রমাণ আমাদের হাতে আছে ৷ তালিবান আইএসআইএস যোগ স্বীকার করে না ৷ এটা অনেকটা পাকিস্তানের কুয়েতা শুরা-র সঙ্গে সম্পর্ক অস্বীকার করার মতো ৷ তালিবানরা তাদের নেতাদের থেকে ভাল প্রশিক্ষণ পেয়েছে ৷"

আরও পড়ুন : Kabul Airport Blast : বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেটের দাবি মৃত 160

এর আগে আফগানিস্তান জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তানকে দায়ী করেছিলেন আমরুল্লা ৷ তাঁর দাবি ছিল এর জন্য প্রতিবেশী পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিয়েছে, তাদের বিস্ফোরক সামগ্রীর জোগান দিচ্ছে ৷ আর কুয়েতা শুরা (Quetta Shura) আর কিছুই নয়, পাকিস্তানি সেনাবাহিনীর (Pakistani military) আরেকটা রূপ ৷

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে দু'টি বিস্ফোরণের জন্য ইসলামিক স্টেট (The Islamic State terror group) জঙ্গি সংগঠন দায় স্বীকার করেছে ৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আমেরিকা বিশ্বাস করে যে এই বিস্ফোরণের পিছনে আইএস-কে-র (Islamic State-Khorasan Province, IS-K) হাত রয়েছে ৷ এই জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে তালিবানরা ৷ তার পর থেকে এই জঙ্গি সংগঠন আমেরিকার সেনাবাহিনীকে হুমকি দিচ্ছিল ৷ তিনি তাদের খুঁজে বার করবেন বলে ঘোষণা করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.