ETV Bharat / international

Afghanistan : তালিবানের হাতে খুনের খবর ভুল, টুইটারে জানালেন ‘নিহত’ সাংবাদিক জিয়ার - আফগানিস্তান

তালিবানের হাতে টোলো নিউজের সাংবাদিক জিয়ার ইয়াদ খুন হয়েছেন, এমন একটি খবর ছড়ায় বৃহস্পতিবার সকালে ৷ কিন্তু পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্বয়ং জিয়ার ইয়াদ ৷

afghanistans-tolo-news-reporter-rubbishes-media-reports-of-his-death-says-he-was-hit-at-gunpoint-by-taliban
Afghanistan : তালিবানের হাতে খুনে খবর ভুল, টুাইটারে জানালেন সাংবাদিক জিয়ার
author img

By

Published : Aug 26, 2021, 2:11 PM IST

কলকাতা, 26 অগস্ট : তালিবানের (Taliban) হাতে খুন হয়েছেন টোলো নিউজের (Tolo News) সাংবাদিক জিয়ার ইয়াদ (Ziar Yaad Khan) ৷ বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়ে ৷ কিন্তু পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্বয়ং জিয়ার ইয়াদ ৷ যদিও টোলো নিউজও দাবি করেছিল যে, জিয়ারকে তালিবান খুন করেছে ৷

তবে টুইটারে জিয়ার জানিয়েছেন, তিনি এখনও জীবিত ৷ তবে তাঁকে মারধর করা হয়েছে ৷ তাঁকে গান পয়েন্টে রেখে গোটা ঘটনা ঘটানো হয়েছে ৷ পুরো ঘটনাটি ঘটেছে কাবুলের (Kabul) নিউ সিটিতে ৷ তাঁর ক্যামেরা, প্রযুক্তিগত সরঞ্জাম, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Afghanistan Unrest : আফগানিস্তানে 1 কোটি শিশুর কাছে শীঘ্রই পৌঁছতে হবে সাহায্য, জানাল ইউনিসেফ

এর আগে গত 16 জুলাই তালিবানের হাতে খুন হন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী ৷ তিনি রয়টার্সের হয়ে কাজ করতেন ৷ 38 বছর বয়সী ওই চিত্রগ্রাহককে খুনের পর তাঁর দেহ ক্ষতবিক্ষত করে দিয়েছিল তালিবান ৷ সেই সময় আফগান সরকারের তরফে সেটাই জানানো হয়েছিল ৷

afghanistans-tolo-news-reporter-rubbishes-media-reports-of-his-death-says-he-was-hit-at-gunpoint-by-taliban
জিয়ার ইয়াদ খানের টুইট

সেই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা বিশ্বে ৷ যদিও তার পরবর্তী সময় তালিবানের আফগানিস্তান (Afghanistan) দখলের সাক্ষী থেকেছে সারা বিশ্ব ৷ সেখানকার পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ গত 15 অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালিবান ৷ তার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান সেখানকার প্রেসিডেন্ট আশরফ গনি ৷

আরও পড়ুন : Attari-wagah border : 'সঠিক' কোভিড রিপোর্ট নেই, দ্বিতীয় চেষ্টাতেও দেশে ফেরা হল না 46 পাকিস্তানির

তালিবানের দখলে আফগানিস্তান চলে যাওয়ার পর প্রায় সকলেই সেখান থেকে পালিয়ে আসতে চাইছেন ৷ বিভিন্ন দেশের নাগরিক যাঁরা সেখানে কর্মসূত্রে গিয়েছিলেন, তাঁদের উদ্ধার করার কাজ চলছে ৷ সেই জন্য ভারতের তরফে অপারেশন দেবী শক্তি (Operation Devi Shakti) শুরু করা হয়েছে ৷ অধিকাংশ ভারতীয় নাগরিককে ফিরিয়ে এনেছে ভারতীয় বায়ুসেনা (Indian Army) ৷

আফগান নাগরিকদেরও ই-ভিসা দেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে ৷ তাঁদের অনেকে ভারতে (India) আশ্রয় নিয়েছেন ৷ অস্ট্রেলিয়ার (Australia) তরফে আফগানিস্তানের মহিলা ফুটবলার ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ৷ অন্যদিকে তালিবানের তরফে আফগানিস্তানে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷

আরও পড়ুন : Afghanistan : সপরিবারে মহিলা আফগান ফুটবলারদের উদ্ধার করল অস্ট্রেলিয়া

কলকাতা, 26 অগস্ট : তালিবানের (Taliban) হাতে খুন হয়েছেন টোলো নিউজের (Tolo News) সাংবাদিক জিয়ার ইয়াদ (Ziar Yaad Khan) ৷ বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়ে ৷ কিন্তু পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্বয়ং জিয়ার ইয়াদ ৷ যদিও টোলো নিউজও দাবি করেছিল যে, জিয়ারকে তালিবান খুন করেছে ৷

তবে টুইটারে জিয়ার জানিয়েছেন, তিনি এখনও জীবিত ৷ তবে তাঁকে মারধর করা হয়েছে ৷ তাঁকে গান পয়েন্টে রেখে গোটা ঘটনা ঘটানো হয়েছে ৷ পুরো ঘটনাটি ঘটেছে কাবুলের (Kabul) নিউ সিটিতে ৷ তাঁর ক্যামেরা, প্রযুক্তিগত সরঞ্জাম, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Afghanistan Unrest : আফগানিস্তানে 1 কোটি শিশুর কাছে শীঘ্রই পৌঁছতে হবে সাহায্য, জানাল ইউনিসেফ

এর আগে গত 16 জুলাই তালিবানের হাতে খুন হন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী ৷ তিনি রয়টার্সের হয়ে কাজ করতেন ৷ 38 বছর বয়সী ওই চিত্রগ্রাহককে খুনের পর তাঁর দেহ ক্ষতবিক্ষত করে দিয়েছিল তালিবান ৷ সেই সময় আফগান সরকারের তরফে সেটাই জানানো হয়েছিল ৷

afghanistans-tolo-news-reporter-rubbishes-media-reports-of-his-death-says-he-was-hit-at-gunpoint-by-taliban
জিয়ার ইয়াদ খানের টুইট

সেই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা বিশ্বে ৷ যদিও তার পরবর্তী সময় তালিবানের আফগানিস্তান (Afghanistan) দখলের সাক্ষী থেকেছে সারা বিশ্ব ৷ সেখানকার পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে ৷ গত 15 অগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালিবান ৷ তার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান সেখানকার প্রেসিডেন্ট আশরফ গনি ৷

আরও পড়ুন : Attari-wagah border : 'সঠিক' কোভিড রিপোর্ট নেই, দ্বিতীয় চেষ্টাতেও দেশে ফেরা হল না 46 পাকিস্তানির

তালিবানের দখলে আফগানিস্তান চলে যাওয়ার পর প্রায় সকলেই সেখান থেকে পালিয়ে আসতে চাইছেন ৷ বিভিন্ন দেশের নাগরিক যাঁরা সেখানে কর্মসূত্রে গিয়েছিলেন, তাঁদের উদ্ধার করার কাজ চলছে ৷ সেই জন্য ভারতের তরফে অপারেশন দেবী শক্তি (Operation Devi Shakti) শুরু করা হয়েছে ৷ অধিকাংশ ভারতীয় নাগরিককে ফিরিয়ে এনেছে ভারতীয় বায়ুসেনা (Indian Army) ৷

আফগান নাগরিকদেরও ই-ভিসা দেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে ৷ তাঁদের অনেকে ভারতে (India) আশ্রয় নিয়েছেন ৷ অস্ট্রেলিয়ার (Australia) তরফে আফগানিস্তানের মহিলা ফুটবলার ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ৷ অন্যদিকে তালিবানের তরফে আফগানিস্তানে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷

আরও পড়ুন : Afghanistan : সপরিবারে মহিলা আফগান ফুটবলারদের উদ্ধার করল অস্ট্রেলিয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.