ETV Bharat / international

সৌদি আরবে বাস দুর্ঘটনা, মৃত 35

author img

By

Published : Oct 17, 2019, 8:43 AM IST

Updated : Oct 17, 2019, 10:55 AM IST

সৌদি আরবের মদিনা থেকে 170 কিলোমিটার দূরে বাস দুর্ঘটনা । মৃত 35 তীর্থযাত্রী ।

ছবিটি প্রতীকী

রিয়াধ, 17 অক্টোবর : সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনা । মৃত 35 তীর্থযাত্রী । গতকাল সন্ধেবেলা 170 কিমি দূরে হিজরি রোডে দুর্ঘটনাটি ঘটে । সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে বাসটিতে 39 জন তীর্থযাত্রী ছিলেন । তাদের মধ্যে 35 জনেরই মৃত্যু হয় ।

বেসরকারি বাসের সঙ্গে পণ্যবাহী গাড়িটির সংঘর্ষ হয় আল-আখাল গ্রামে । ঘটনাস্থানেই বাসটিতে আগুন লেগে যায় । 39 জন তীর্থযাত্রীর মধ্যে 35 জনেরই মৃত্যু হয় । বাকিদের স্থানীয় আল-হামনা হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতদের মধ্যে কয়েকজন ব্রিটিশ, বাকিরা আরব ও এশিয়ার বলে জানা গেছে ।

অন্যদিকে, পণ্যবাহী গাড়িটিতে কত জন ছিল, তাদের মধ্যে কেউ আহত বা মৃত কি না তা এখনও জানা যায়নি । উদ্ধারকার্যে রয়েছে সৌদি রেড ক্রিজ়েন্ট অথরিটি এবং অন্যান্য আপতকালীন পরিষেবা । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তিনি টুইট বার্তায় লেখেন, "দুর্ঘটনার খবরে আমি ব্যথিত । যাদের দুর্ঘটনায় প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল । আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ।"

  • Anguished by the news of a bus crash near Mecca in Saudi Arabia. Condolences to the families of those who lost their lives. Praying for a quick recovery of the injured.

    — Narendra Modi (@narendramodi) October 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রিয়াধ, 17 অক্টোবর : সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনা । মৃত 35 তীর্থযাত্রী । গতকাল সন্ধেবেলা 170 কিমি দূরে হিজরি রোডে দুর্ঘটনাটি ঘটে । সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনার সময়ে বাসটিতে 39 জন তীর্থযাত্রী ছিলেন । তাদের মধ্যে 35 জনেরই মৃত্যু হয় ।

বেসরকারি বাসের সঙ্গে পণ্যবাহী গাড়িটির সংঘর্ষ হয় আল-আখাল গ্রামে । ঘটনাস্থানেই বাসটিতে আগুন লেগে যায় । 39 জন তীর্থযাত্রীর মধ্যে 35 জনেরই মৃত্যু হয় । বাকিদের স্থানীয় আল-হামনা হাসপাতালে ভরতি করা হয়েছে । মৃতদের মধ্যে কয়েকজন ব্রিটিশ, বাকিরা আরব ও এশিয়ার বলে জানা গেছে ।

অন্যদিকে, পণ্যবাহী গাড়িটিতে কত জন ছিল, তাদের মধ্যে কেউ আহত বা মৃত কি না তা এখনও জানা যায়নি । উদ্ধারকার্যে রয়েছে সৌদি রেড ক্রিজ়েন্ট অথরিটি এবং অন্যান্য আপতকালীন পরিষেবা । কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । তিনি টুইট বার্তায় লেখেন, "দুর্ঘটনার খবরে আমি ব্যথিত । যাদের দুর্ঘটনায় প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল । আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ।"

  • Anguished by the news of a bus crash near Mecca in Saudi Arabia. Condolences to the families of those who lost their lives. Praying for a quick recovery of the injured.

    — Narendra Modi (@narendramodi) October 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

Nagpur (Maharashtra), Oct 16 (ANI): Union Minister for Law and Justice, Ravi Shankar Prasad, on Wednesday slammed the Congress party after it opposed the BJP for propping up the name of Veer Savarkar for Bharat Ratna and stated that the grand old party wants to collect Bharat Ratna only to its family. "A man who spent 11 years in jail, never asked for anything from the country, Jyotirao Phule, Savitribai Phule who worked for the society's welfare - such patriots should definitely be given Bharat Ratna. Congress wants to collect Bharat Ratna only for its family," Prasad told media persons. The BJP has proposed the name of Veer Savarkar for Bharat Ratna in its manifesto for the coming Maharashtra Assembly elections. "Why is Congress party perturbed if the BJP in its manifesto has requested the Bharat Ratna for Veer Savarkar? Was he not a patriot? I've been to Andaman and Nicobar four-five times. Whenever I am there, I definitely sit in the jail cell where he was kept for 11 years," Prasad further said.
Last Updated : Oct 17, 2019, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.