ETV Bharat / international

গর্ভবতী অবস্থাতেই দ্বিতীয়বার গর্ভধারণ ইংল্য়ান্ডের মহিলার !

গর্ভবতী অবস্থায় দ্বিতীয়বার গর্ভধারণ করার ঘটনাকে বলা হয় ‘সুপারফিটেশন’ ৷ এই ঘটনা অত্যন্ত বিরল ৷ সম্প্রতি ইংল্যান্ডের ওয়াইল্টশায়ারের বাসিন্দা 39 বছরের রেবেকা রবার্টসের সঙ্গে এই ঘটনা ঘটে ৷ তবে শেষমেশ অস্ত্রোপচারের মাধ্যমে দুই সন্তানকেই সুস্থভাবে জন্ম দেন রেবেকা ৷ ভালো আছেন তিনি নিজেও ৷

Woman Gets Pregnant While Already Pregnant
গর্ভবতী অবস্থাতেই দ্বিতীয়বার গর্ভধারণ ইংল্য়ান্ডের তরুণীর !
author img

By

Published : Apr 9, 2021, 2:50 PM IST

লন্ডন, 9 এপ্রিল : গর্ভে সন্তান থাকাকালীনই ফের গর্ভধারণ করেন এক মহিলা ! এমন আজব ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন চিকিৎসকরাও ৷ ইংল্যান্ডের ওয়াইল্টশায়ারের বাসিন্দা 39 বছরের রেবেকা রবার্টস ৷ এক বছরেরও বেশি সময় ধরে মা হওয়ার চেষ্টা করছিলেন রেবেকা ৷ কিন্তু, কিছু সমস্য়া থাকায় সেটা সম্ভব হচ্ছিল না ৷ এমন একটা প্রেক্ষাপটে হঠাৎই রেবেকার প্রেগন্য়ান্সি রিপোর্ট আসে পজিটিভ ৷ আনন্দে মেতে ওঠেন রেবেকা ও তাঁর পার্টনার ৷ চিকিৎসকের পরামর্শ মাফিক আল্ট্রা সোনোগ্রাফি করান রেবেকা ৷ তাতে দেখা যায়, রেবেকার গর্ভে সুস্থভাবেই বেড়ে উঠছে তাঁর ‘একমাত্র’ সন্তান ৷

কিন্তু এই ঘটনার পাঁচ সপ্তাহ পরই আনন্দ বদলে যায় আশঙ্কা আর আতঙ্কে ৷ গর্ভধারণের 12 সপ্তাহের মাথায় দ্বিতীয়বার আল্ট্রা সোনোগ্রাফি করাতে যান রেবেকা ৷ এবার তাঁর সোনোগ্রাফি করার সময় নজরে আসে বড়সড় সমস্য়া ৷ যে ব্য়ক্তি রেবেকার সোনোগ্রাফি করছিলেন, তিনি দেখেন একটি নয়, রেবেকার গর্ভে বেড়ে উঠছে একসঙ্গে দু’টি ভ্রূণ ৷ কিন্তু তাদের বয়স সমান নয় ৷

সোনোগ্রাফারের কাছ থেকে বিষয়টি জানার পর হতভম্ব হয়ে যান রেবেকা ৷ ওই ব্য়ক্তি জানতে চান, রেবেকা যে যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন, সেটা কি তিনি জানেন ? তাতে রেবেকা জানান, প্রথমবার আল্ট্রা সোনোগ্রাফির সময় একটিমাত্র ভ্রূণেরই হৃদস্পন্দন শুনেছিলেন তাঁরা ৷ তাহলে এখন দু’টি ভ্রূণ এল কীভাবে !

পরে রেবেকা জানতে পারেন, তাঁর সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত বিরল একটি ঘটনা ৷ চিকিৎসকরা তাঁকে জানান, গর্ভবতী অবস্থাতেই দ্বিতীয় গর্ভধারণ করেছেন রেবেকা ৷ ডাক্তারি পরিভাষায় একে বলা হয়, ‘সুপারফিটেশন’ ৷

আরও পড়ুন : মন মাতানো ভিডিয়ো ! জলতরঙ্গে রিনিঝিনি তুলে গিনেস বুকে মডেল ট্রেন

রেবেকার চিকিৎসক ডেভিড ওয়াকার জানিয়েছেন, এমন ঘটনা অত্যন্ত বিরল ৷ তাঁর 25 বছরের কর্মজীবনে এমন ঘটনার সাক্ষী এই প্রথম হলেন তিনি ৷ ডেভিড জানান, রেবেকার বিষয়ে নিশ্চিত হওয়ার আগে একাধিকবার তাঁর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে ৷

ডেভিড ওয়াকার বলেন, ‘‘আমরা রেবেকা ও তাঁর সন্তানদের নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলাম ৷ কারণ, তাঁর দ্বিতীয় সন্তানটি প্রথমটির তুলনায় অত্যন্ত ছোটো ছিল ৷ আমরা রেবেকাকে নিয়মিত নজরদারিতে রেখেছিলাম ৷ তাঁর গর্ভে দু’টি ভ্রূণের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি না, বারবার আল্ট্রা সোনোগ্রাফি করে সেদিকে নজর রাখা হচ্ছিল ৷’’

তবে যাবতীয় শঙ্কা উড়িয়ে রেবেকা অবশ্য তাঁর দুই সন্তানকেই সুস্থভাবে জন্ম দিতে পেরেছেন ৷ চিকিৎসকরা দুই সন্তানের প্রসবের জন্য দু’টি ভিন্ন তারিখ স্থির করলেও শেষমেশ একই দিনে অস্ত্রোপচারের মাধ্যমে নোয়া এবং রোজালির জন্ম দেন রেবেকা ৷ প্রসবের পর মা ও তাঁর দুই সন্তান তিনজনই সম্পূর্ণ সুস্থ রয়েছে ৷

লন্ডন, 9 এপ্রিল : গর্ভে সন্তান থাকাকালীনই ফের গর্ভধারণ করেন এক মহিলা ! এমন আজব ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন চিকিৎসকরাও ৷ ইংল্যান্ডের ওয়াইল্টশায়ারের বাসিন্দা 39 বছরের রেবেকা রবার্টস ৷ এক বছরেরও বেশি সময় ধরে মা হওয়ার চেষ্টা করছিলেন রেবেকা ৷ কিন্তু, কিছু সমস্য়া থাকায় সেটা সম্ভব হচ্ছিল না ৷ এমন একটা প্রেক্ষাপটে হঠাৎই রেবেকার প্রেগন্য়ান্সি রিপোর্ট আসে পজিটিভ ৷ আনন্দে মেতে ওঠেন রেবেকা ও তাঁর পার্টনার ৷ চিকিৎসকের পরামর্শ মাফিক আল্ট্রা সোনোগ্রাফি করান রেবেকা ৷ তাতে দেখা যায়, রেবেকার গর্ভে সুস্থভাবেই বেড়ে উঠছে তাঁর ‘একমাত্র’ সন্তান ৷

কিন্তু এই ঘটনার পাঁচ সপ্তাহ পরই আনন্দ বদলে যায় আশঙ্কা আর আতঙ্কে ৷ গর্ভধারণের 12 সপ্তাহের মাথায় দ্বিতীয়বার আল্ট্রা সোনোগ্রাফি করাতে যান রেবেকা ৷ এবার তাঁর সোনোগ্রাফি করার সময় নজরে আসে বড়সড় সমস্য়া ৷ যে ব্য়ক্তি রেবেকার সোনোগ্রাফি করছিলেন, তিনি দেখেন একটি নয়, রেবেকার গর্ভে বেড়ে উঠছে একসঙ্গে দু’টি ভ্রূণ ৷ কিন্তু তাদের বয়স সমান নয় ৷

সোনোগ্রাফারের কাছ থেকে বিষয়টি জানার পর হতভম্ব হয়ে যান রেবেকা ৷ ওই ব্য়ক্তি জানতে চান, রেবেকা যে যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন, সেটা কি তিনি জানেন ? তাতে রেবেকা জানান, প্রথমবার আল্ট্রা সোনোগ্রাফির সময় একটিমাত্র ভ্রূণেরই হৃদস্পন্দন শুনেছিলেন তাঁরা ৷ তাহলে এখন দু’টি ভ্রূণ এল কীভাবে !

পরে রেবেকা জানতে পারেন, তাঁর সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত বিরল একটি ঘটনা ৷ চিকিৎসকরা তাঁকে জানান, গর্ভবতী অবস্থাতেই দ্বিতীয় গর্ভধারণ করেছেন রেবেকা ৷ ডাক্তারি পরিভাষায় একে বলা হয়, ‘সুপারফিটেশন’ ৷

আরও পড়ুন : মন মাতানো ভিডিয়ো ! জলতরঙ্গে রিনিঝিনি তুলে গিনেস বুকে মডেল ট্রেন

রেবেকার চিকিৎসক ডেভিড ওয়াকার জানিয়েছেন, এমন ঘটনা অত্যন্ত বিরল ৷ তাঁর 25 বছরের কর্মজীবনে এমন ঘটনার সাক্ষী এই প্রথম হলেন তিনি ৷ ডেভিড জানান, রেবেকার বিষয়ে নিশ্চিত হওয়ার আগে একাধিকবার তাঁর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে ৷

ডেভিড ওয়াকার বলেন, ‘‘আমরা রেবেকা ও তাঁর সন্তানদের নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলাম ৷ কারণ, তাঁর দ্বিতীয় সন্তানটি প্রথমটির তুলনায় অত্যন্ত ছোটো ছিল ৷ আমরা রেবেকাকে নিয়মিত নজরদারিতে রেখেছিলাম ৷ তাঁর গর্ভে দু’টি ভ্রূণের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি না, বারবার আল্ট্রা সোনোগ্রাফি করে সেদিকে নজর রাখা হচ্ছিল ৷’’

তবে যাবতীয় শঙ্কা উড়িয়ে রেবেকা অবশ্য তাঁর দুই সন্তানকেই সুস্থভাবে জন্ম দিতে পেরেছেন ৷ চিকিৎসকরা দুই সন্তানের প্রসবের জন্য দু’টি ভিন্ন তারিখ স্থির করলেও শেষমেশ একই দিনে অস্ত্রোপচারের মাধ্যমে নোয়া এবং রোজালির জন্ম দেন রেবেকা ৷ প্রসবের পর মা ও তাঁর দুই সন্তান তিনজনই সম্পূর্ণ সুস্থ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.