ETV Bharat / international

কোনও পরিস্থিতিতেই আর রেমডেসিভির নয়, নিষেধাজ্ঞা WHO-র

অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিসিভির ব্যবহারের ফলে কোরোনায় মৃত্যুহার কমেছে, বা রোগীদের ভেন্টিলেশনে রাখার প্রয়োজন কমেছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি । জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

author img

By

Published : Nov 21, 2020, 4:22 PM IST

রেমডেসিভির
রেমডেসিভির

জেনেভা, 21 নভেম্বর : কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর ব্যবহার করা যাবে না রেমডেসিভির । কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য যে ক'টি ওষুধ ব্যবহারের তালিকা রয়েছে, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে রেমডিসিভির । বিশ্ব স্বাস্থ্য সংস্থারর তরফে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই রেমডেসিভিরের ব্যবহার নিয়ে ভ্রু-কুঞ্চিত করেছিল । এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ডেভেলপমেন্ট গ্রুপের একটি প্যানেল সাফ জানিয়ে দেয়, কোনও কোরোনায় আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা যতই খারাপ হোক না কেন, তাঁর শরীরে রেমডিসিভির প্রয়োগ করা যাবে না ।

প্যানেলের তরফে বলা হয়, অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিসিভির ব্যবহারের ফলে কোরোনায় মৃত্যুহার কমেছে, বা রোগীদের ভেন্টিলেশনে রাখার প্রয়োজন কমেছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি ।

আরও পড়ুন : মহারাষ্ট্রে দ্বিগুণ হারে বাড়ছে রেমডেসিভির ইনজেকশনের চাহিদা

প্রসঙ্গত, কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই রেমডিসিভিরের নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে । যে অ্যান্টি ভাইরাল ওষুধগুলি কোরোনার চিকিৎসার জন্য ছাড়পত্র পেয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল রেমডিসিভির । গতমাসে এই ওষুধের সলিডারিটি ট্রায়াল শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । হাসপাতালে ভরতি প্রায় 7 হাজার রোগীর উপর পৃথক পৃথক চারটি আন্তর্জাতিক স্তরের ট্রায়াল চালানো হয় । ট্রায়ালে দেখা যায়, কোরোনায় মৃত্যুহার কমানোর ক্ষেত্রে রেমডিসিভিরের কোনও উল্লেখ্যযোগ্য ভূমিকা নেই ।

জেনেভা, 21 নভেম্বর : কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর ব্যবহার করা যাবে না রেমডেসিভির । কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য যে ক'টি ওষুধ ব্যবহারের তালিকা রয়েছে, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে রেমডিসিভির । বিশ্ব স্বাস্থ্য সংস্থারর তরফে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই রেমডেসিভিরের ব্যবহার নিয়ে ভ্রু-কুঞ্চিত করেছিল । এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ডেভেলপমেন্ট গ্রুপের একটি প্যানেল সাফ জানিয়ে দেয়, কোনও কোরোনায় আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা যতই খারাপ হোক না কেন, তাঁর শরীরে রেমডিসিভির প্রয়োগ করা যাবে না ।

প্যানেলের তরফে বলা হয়, অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিসিভির ব্যবহারের ফলে কোরোনায় মৃত্যুহার কমেছে, বা রোগীদের ভেন্টিলেশনে রাখার প্রয়োজন কমেছে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি ।

আরও পড়ুন : মহারাষ্ট্রে দ্বিগুণ হারে বাড়ছে রেমডেসিভির ইনজেকশনের চাহিদা

প্রসঙ্গত, কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই রেমডিসিভিরের নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে । যে অ্যান্টি ভাইরাল ওষুধগুলি কোরোনার চিকিৎসার জন্য ছাড়পত্র পেয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল রেমডিসিভির । গতমাসে এই ওষুধের সলিডারিটি ট্রায়াল শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । হাসপাতালে ভরতি প্রায় 7 হাজার রোগীর উপর পৃথক পৃথক চারটি আন্তর্জাতিক স্তরের ট্রায়াল চালানো হয় । ট্রায়ালে দেখা যায়, কোরোনায় মৃত্যুহার কমানোর ক্ষেত্রে রেমডিসিভিরের কোনও উল্লেখ্যযোগ্য ভূমিকা নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.