জেনেভা, 5 জুলাই : কোরোনা আক্রান্তদের উপর ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন এবং HIV-র ওষুধ লোপিনাভির/রিটোনাভিরের প্রয়োগ বন্ধ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷ এতদিন পর্যন্ত হাসপাতালে নির্দিষ্ট কয়েকজন কোরোনা আক্রান্তদের উপর এই ওষুধের প্রয়োগ করছিল তারা ৷ কিন্তু এই ওষুধ ব্যবহারের পরও মৃত্যুর হার না কমায় গতকাল এই দু'টি ওষুধের প্রয়োগ বন্ধ করা হল ৷
একটি বিবৃতিতে WHO-এর তরফে জানানো হয়, "হাইড্রক্সিক্লোরোকুইন ও লোপিনাভির/ রিটোনাভিরের প্রয়োগে কোনও আশাপ্রদ ফল পাওয়া যাচ্ছিল না ৷ হাসপাতালে ভরতি কোরোনা রোগীদের মৃত্যুর হারও কমছিল না ৷"
এই বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অন্য গবেষণাগুলির উপরও প্রভাব ফেলবে যেখানে এই ওষুধগুলিকে হাসপাতালে ভরতি না থাকা রোগীদের উপর অথবা প্রফিল্যাক্সিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল ৷
WHO-এর তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী, বিশ্বে 24 ঘণ্টায় 2 লাখ 12 হাজার 326 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ মৃত্যু হয়েছে 5 হাজার 134 জনের ৷ বর্তমানে বিশ্বে মোট মৃতের সংখ্যা 5 লাখ 23 হাজার 11 ৷