ETV Bharat / international

সাইবার হামলার সংখ্যা পাঁচগুণ বেড়েছে : WHO - সাইবার আক্রমণের সংখ্যা পাঁচগুণ বেড়েছে

গতকাল WHO একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টি জানায় । বিবৃতিতে বলা হয় , সাইবার অপরাধ বেড়েছে । প্রকাশ্যে আসছে ব্যক্তিগত পাসওয়ার্ড । নভেল করোনাভাইরাস সংক্রান্ত কাজের প্রতিক্রিয়ায় প্রায় 450টি সক্রিয় সংগঠনের ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লিক হয়েছে ।  এছাড়াও গোপন নেই অনেকের ব্যক্তিগত পাসওয়ার্ড ।

who
who
author img

By

Published : Apr 24, 2020, 2:08 PM IST

জেনেভা, 24 এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে বাড়ছে সাইবার আক্রমণ । এমনই এক তথ্য প্রকাশ্যে এনে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) । গত বছরের তুলনায় একই সময়সীমায় রাষ্ট্র সংঘে সাইবার আক্রমণের সংখ্যা পাঁচগুণ বেড়েছে বলে WHO-র তরফে জানানো হয় ।

গতকাল WHO একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টি জানায় । বর্তমান পরিস্থিতি বিষয়ে তথ্য প্রকাশ করা হয় । বিবৃতিতে বলা হয় , সাইবার অপরাধ বেড়েছে । প্রকাশ্যে আসছে ব্যক্তিগত পাসওয়ার্ড । নভেল করোনাভাইরাস সংক্রান্ত কাজের প্রতিক্রিয়ায় প্রায় 450টি সক্রিয় সংগঠনের ইমেইল এবং পাসওয়ার্ড লিক হয়েছে । এছাড়াও গোপন নেই অনেকের ব্যক্তিগত পাসওয়ার্ড ।

যদিও ফাঁস হয়ে যাওয়া এই প্রয়োজনীয় ইমেল ও পাসওয়ার্ড WHO-কে কোনও বিপদে ফেলতে পারেনি । কারণ সেখানে কোনও সাম্প্রতিক তথ্য ছিল না । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই বিষয়েও জানানো হয় যে, অপরাধীর লক্ষ্য সাধারণ মানুষ । ফান্ডের প্রতিই তার লক্ষ্য ছিল । সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার কথা বলা হয় । এবং কোভিড-19 ও স্বাস্থ্য বিষয়ক অন্যান্য তথ্যের জন্য বিশ্বাসযোগ্য সূত্রের উপর ভরসা করার পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

জেনেভা, 24 এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে বাড়ছে সাইবার আক্রমণ । এমনই এক তথ্য প্রকাশ্যে এনে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) । গত বছরের তুলনায় একই সময়সীমায় রাষ্ট্র সংঘে সাইবার আক্রমণের সংখ্যা পাঁচগুণ বেড়েছে বলে WHO-র তরফে জানানো হয় ।

গতকাল WHO একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টি জানায় । বর্তমান পরিস্থিতি বিষয়ে তথ্য প্রকাশ করা হয় । বিবৃতিতে বলা হয় , সাইবার অপরাধ বেড়েছে । প্রকাশ্যে আসছে ব্যক্তিগত পাসওয়ার্ড । নভেল করোনাভাইরাস সংক্রান্ত কাজের প্রতিক্রিয়ায় প্রায় 450টি সক্রিয় সংগঠনের ইমেইল এবং পাসওয়ার্ড লিক হয়েছে । এছাড়াও গোপন নেই অনেকের ব্যক্তিগত পাসওয়ার্ড ।

যদিও ফাঁস হয়ে যাওয়া এই প্রয়োজনীয় ইমেল ও পাসওয়ার্ড WHO-কে কোনও বিপদে ফেলতে পারেনি । কারণ সেখানে কোনও সাম্প্রতিক তথ্য ছিল না । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই বিষয়েও জানানো হয় যে, অপরাধীর লক্ষ্য সাধারণ মানুষ । ফান্ডের প্রতিই তার লক্ষ্য ছিল । সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার কথা বলা হয় । এবং কোভিড-19 ও স্বাস্থ্য বিষয়ক অন্যান্য তথ্যের জন্য বিশ্বাসযোগ্য সূত্রের উপর ভরসা করার পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.