ETV Bharat / international

কোরোনা এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব, ধারাভির প্রশংসা করে জানাল WHO - কোরোনা ভাইরাস

টেড্রস জানান, কোরোনা ভাইরাস রুখতে প্রয়োজন কড়া পদক্ষেপ ৷ নিয়মবিধি সঠিকভাবে পালন করা হয়েছে বলে মুম্বইয়ের ধারাভির মতো বস্তিতে কোরোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেছে ৷

tedros adhanom
টেডরস অ্যাডহানম
author img

By

Published : Jul 11, 2020, 9:51 AM IST

জেনেভা, 11 জুলাই : গত ছয় সপ্তাহে দ্বিগুণেরও বেশি আক্রান্ত হয়েছে। তা সত্ত্বেও COVID-19 এর সংক্রমণ এখনও রোধ করা সম্ভব বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷

সংস্থার ডিরেক্টর জেনেরাল টেড্রস আধানম গ্যাব্রিয়েসস জানিয়েছেন, "গত ছয় সপ্তাহে বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে ৷ কিন্তু ইট্যালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতের সবথেকে বড় বস্তি ধারাভি মহামারী নিয়ন্ত্রণের পথ দেখিয়েছে ৷ এইসব জায়গা ঘন জনবসতিপূর্ণ ৷ তা সত্ত্বেও এখানে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়েছে ৷ নিয়মিত পরীক্ষা, সঠিক সময়ে সংক্রমিতদের খুঁজে বের করা ও তাঁদের আইসোলেশনে পাঠানোর ফলে এটা সম্ভব হয়েছে ৷ কড়া পদক্ষেপের মাধ্যমে কোরোনা ভাইরাসকে রুখে দেওয়া সম্ভব৷’’

বিশ্বে COVID-19 এ 5 লাখ 55 হাজার জনের মৃত্যু হয়েছে ৷ 196 দেশের 1 কোটি 23 লাখ মানুষ কোরোনায় আক্রান্ত ৷ WHO-এর ডিরেক্টর বলেন, ‘‘জীবনের প্রতি ক্ষেত্রে আমাদের সীমাদ্ধতা পরীক্ষা করা হয় ৷ যেসব দেশে COVID-19 হুহু করে বেড়েছে, সেখানে নিয়মে কড়াকড়ি ছিল না ৷ শুধুমাত্র কড়া পদক্ষেপের মাধ্যমে এবং একজোট হয়ে প্যানডেমিককে আটকানো হয় ৷’’

জেনেভা, 11 জুলাই : গত ছয় সপ্তাহে দ্বিগুণেরও বেশি আক্রান্ত হয়েছে। তা সত্ত্বেও COVID-19 এর সংক্রমণ এখনও রোধ করা সম্ভব বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷

সংস্থার ডিরেক্টর জেনেরাল টেড্রস আধানম গ্যাব্রিয়েসস জানিয়েছেন, "গত ছয় সপ্তাহে বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে ৷ কিন্তু ইট্যালি, স্পেন, দক্ষিণ কোরিয়া ও ভারতের সবথেকে বড় বস্তি ধারাভি মহামারী নিয়ন্ত্রণের পথ দেখিয়েছে ৷ এইসব জায়গা ঘন জনবসতিপূর্ণ ৷ তা সত্ত্বেও এখানে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়েছে ৷ নিয়মিত পরীক্ষা, সঠিক সময়ে সংক্রমিতদের খুঁজে বের করা ও তাঁদের আইসোলেশনে পাঠানোর ফলে এটা সম্ভব হয়েছে ৷ কড়া পদক্ষেপের মাধ্যমে কোরোনা ভাইরাসকে রুখে দেওয়া সম্ভব৷’’

বিশ্বে COVID-19 এ 5 লাখ 55 হাজার জনের মৃত্যু হয়েছে ৷ 196 দেশের 1 কোটি 23 লাখ মানুষ কোরোনায় আক্রান্ত ৷ WHO-এর ডিরেক্টর বলেন, ‘‘জীবনের প্রতি ক্ষেত্রে আমাদের সীমাদ্ধতা পরীক্ষা করা হয় ৷ যেসব দেশে COVID-19 হুহু করে বেড়েছে, সেখানে নিয়মে কড়াকড়ি ছিল না ৷ শুধুমাত্র কড়া পদক্ষেপের মাধ্যমে এবং একজোট হয়ে প্যানডেমিককে আটকানো হয় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.