ETV Bharat / international

লকডাউন শিথিল করা নিয়ে সতর্কবার্তা WHO প্রধানের - কোরোনা পরিস্থিতি

WHO-র বার্ষিক সমাবেশে টেড্রস বলেন, "কোনও সিলভার বুলেট নেই । এর কোনও সহজ সমাধান নেই । কোনও ওষুধ নেই । এটির জন্য কঠোর পরিশ্রম, বিজ্ঞানের প্রতি আনুগত্য, শেখা, কঠিন সিদ্ধান্তের প্রয়োজন । "

টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসস
টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসস
author img

By

Published : May 18, 2020, 9:20 PM IST

জেনেভা, 18 মে : লকডাউন শিথিল করা নিয়ে বিশ্বের একাধিক দেশকে সাবধান করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান ডঃ টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসস । হুঁশিয়ারি দিয়ে বললেন, যেসব দেশ কোরোনার সংক্রমণ রুখতে পর্যাপ্ত ব্যবস্থা না নিয়ে অর্থনীতি পুনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ করছে, তারা আসলে নিজেদের সুস্থ হওয়ার পথে ফের বাধা তৈরি করছে ।

WHO-র বার্ষিক সমাবেশে টেড্রস বলেন, "কোনও সিলভার বুলেট নেই । এর কোনও সহজ সমাধান নেই । কোনও ওষুধ নেই । এটির জন্য কঠোর পরিশ্রম, বিজ্ঞানের প্রতি আনুগত্য, শেখা, কঠিন সিদ্ধান্তের প্রয়োজন । "

তিনি বলেন, এই মহামারী মানব সভ্যতার সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ দিক তুলে ধরেছে । বলেন, "সহযোগিতার মধ্য দিয়ে কী কী করা সম্ভব এবং সহযোগিতা ছাড়া কী কী ঝুঁকি রয়েছে তা আমরা দেখেছি ।"

তিনি যুক্তি দিয়ে বলেন, "মহামারী থেকে বাঁচার জন্য সরঞ্জাম, বিজ্ঞান বা সংস্থান সবই বিশ্বের কাছে রয়েছে । যেটার অভাব রয়েছে, তা হল এগুলিকে ব্যবহার করার দৃঢ় মানসিকতা । এটাকে পরিবর্তন করা উচিত । এটিকে আজই পরিবর্তন করতে হবে ।"

জেনেভা, 18 মে : লকডাউন শিথিল করা নিয়ে বিশ্বের একাধিক দেশকে সাবধান করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান ডঃ টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসস । হুঁশিয়ারি দিয়ে বললেন, যেসব দেশ কোরোনার সংক্রমণ রুখতে পর্যাপ্ত ব্যবস্থা না নিয়ে অর্থনীতি পুনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ করছে, তারা আসলে নিজেদের সুস্থ হওয়ার পথে ফের বাধা তৈরি করছে ।

WHO-র বার্ষিক সমাবেশে টেড্রস বলেন, "কোনও সিলভার বুলেট নেই । এর কোনও সহজ সমাধান নেই । কোনও ওষুধ নেই । এটির জন্য কঠোর পরিশ্রম, বিজ্ঞানের প্রতি আনুগত্য, শেখা, কঠিন সিদ্ধান্তের প্রয়োজন । "

তিনি বলেন, এই মহামারী মানব সভ্যতার সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ দিক তুলে ধরেছে । বলেন, "সহযোগিতার মধ্য দিয়ে কী কী করা সম্ভব এবং সহযোগিতা ছাড়া কী কী ঝুঁকি রয়েছে তা আমরা দেখেছি ।"

তিনি যুক্তি দিয়ে বলেন, "মহামারী থেকে বাঁচার জন্য সরঞ্জাম, বিজ্ঞান বা সংস্থান সবই বিশ্বের কাছে রয়েছে । যেটার অভাব রয়েছে, তা হল এগুলিকে ব্যবহার করার দৃঢ় মানসিকতা । এটাকে পরিবর্তন করা উচিত । এটিকে আজই পরিবর্তন করতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.