ETV Bharat / international

Malaria Vaccine : ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য ম্যালেরিয়ার টিকার সুপারিশ হু-র - হু

শিশুদের জন্য এই প্রথম ম্যালেরিয়ার টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) ৷ পাঁচ মাস বয়স থেকে শিশুদের এই আরটিএস,এস/এএস01 ভ্যাকসিন দেওয়া যাবে ৷ মোট চারটি ডোজ টিকাটি দেওয়া হবে ৷

Malaria Vaccine
Malaria Vaccine
author img

By

Published : Oct 7, 2021, 1:07 PM IST

জেনেভা, 7 অক্টোবর : ম্যালেরিয়া টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization- WHO) ৷ ম্যালেরিয়ায় প্রতি বছর চার লক্ষ মানুষের মৃত্যু হয় ৷ তার মধ্যে বেশিরভাগটাই আফ্রিকার শিশু ৷ তা ঠেকাতেই এবার হু আরটিএস,এস/এএস01 (RTS,S/AS01) টিকার অনুমোদন দিল ৷

ইতিমধ্যেই ঘানা, কেনিয়া এবং মালাউয়িতে 2019 সাল থেকে একটি পাইলট কর্মসূচি হিসাবে এই টিকা দেওয়া শুরু করা হয় ৷ সেই থেকে এখনও অবধি 8 লক্ষ শিশুর টিকাকরণ হয়েছে ৷ তার ভিত্তিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়ার এই টিকার অমুমোদন দিল ৷ ভ্যাকসিনটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা জিএসকে (GSK) 1987 সালে তৈরি করেছিল ।

আফ্রিকার সাহারা সংলগ্ন এলাকাগুলিতে ম্যালেরিয়ার প্রকোপ বিশেষ চিন্তার কারণ ৷ প্রতি বছর 2 লক্ষ 60 হাজার শিশু ম্যালেরিয়ার মারা যায় ৷ সম্প্রতি এই মৃত্যুহার ঠেকাতে বেগ পেতে হচ্ছিল হু এবং তার সহযোগী সংগঠনগুলিকে ৷

হু প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) জানান, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ৷ বহু প্রতিক্ষিত শিশুদের এই ম্যালেরিয়া ভ্যাকসিন বিজ্ঞান, শিশু স্বাস্থ্য এবং ম্যালেরিয়া দমনে নতুন দিগন্ত খুলে দেবে ৷ অন্যান্য সমস্ত কিছুর সঙ্গে এই ভ্যাকসিনের ব্যবহারে প্রচুর অল্প বয়সীকে বাঁচানো সম্ভব হবে ৷

হু-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরটিএস,এস/এএস01 ভ্যাকসিনটির মোট চারটি ডোজ দেওয়া হবে শিশুদের ৷ পাঁচ মাস বয়স থেকে শিশুদের এই টিকা দেওয়া যাবে ৷

আরও পড়ুন : World Heart Day : হৃদরোগে মৃত্যুতে শীর্ষে ভারত

জেনেভা, 7 অক্টোবর : ম্যালেরিয়া টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization- WHO) ৷ ম্যালেরিয়ায় প্রতি বছর চার লক্ষ মানুষের মৃত্যু হয় ৷ তার মধ্যে বেশিরভাগটাই আফ্রিকার শিশু ৷ তা ঠেকাতেই এবার হু আরটিএস,এস/এএস01 (RTS,S/AS01) টিকার অনুমোদন দিল ৷

ইতিমধ্যেই ঘানা, কেনিয়া এবং মালাউয়িতে 2019 সাল থেকে একটি পাইলট কর্মসূচি হিসাবে এই টিকা দেওয়া শুরু করা হয় ৷ সেই থেকে এখনও অবধি 8 লক্ষ শিশুর টিকাকরণ হয়েছে ৷ তার ভিত্তিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ম্যালেরিয়ার এই টিকার অমুমোদন দিল ৷ ভ্যাকসিনটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা জিএসকে (GSK) 1987 সালে তৈরি করেছিল ।

আফ্রিকার সাহারা সংলগ্ন এলাকাগুলিতে ম্যালেরিয়ার প্রকোপ বিশেষ চিন্তার কারণ ৷ প্রতি বছর 2 লক্ষ 60 হাজার শিশু ম্যালেরিয়ার মারা যায় ৷ সম্প্রতি এই মৃত্যুহার ঠেকাতে বেগ পেতে হচ্ছিল হু এবং তার সহযোগী সংগঠনগুলিকে ৷

হু প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) জানান, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ৷ বহু প্রতিক্ষিত শিশুদের এই ম্যালেরিয়া ভ্যাকসিন বিজ্ঞান, শিশু স্বাস্থ্য এবং ম্যালেরিয়া দমনে নতুন দিগন্ত খুলে দেবে ৷ অন্যান্য সমস্ত কিছুর সঙ্গে এই ভ্যাকসিনের ব্যবহারে প্রচুর অল্প বয়সীকে বাঁচানো সম্ভব হবে ৷

হু-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরটিএস,এস/এএস01 ভ্যাকসিনটির মোট চারটি ডোজ দেওয়া হবে শিশুদের ৷ পাঁচ মাস বয়স থেকে শিশুদের এই টিকা দেওয়া যাবে ৷

আরও পড়ুন : World Heart Day : হৃদরোগে মৃত্যুতে শীর্ষে ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.