ETV Bharat / international

Vladimir Putin on Russian forces : দেশাত্মবোধক ভাষণ, রুশবাহিনীর প্রশংসায় বিশাল সমাবেশ পুতিনের - Vladimir Putin Praise Russian Forces for Their Fight in Battel Ground

রাশিয়ান বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin Praise Russian Forces for Their Fight in Battel Ground) ৷ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর সেনারা লড়াই করছেন বলে জানান তিনি ৷ সেই সঙ্গে বহুদিন পর রাশিয়ায় এমন ঐক্য দেখা গিয়েছে বলেও দাবি করেন পুতিন ৷ তবে, পুতিনের এই সমাবেশ এবং সেনার প্রশংসা কেবলই তাঁর ঘরের ভিতরে তৈরি হওয়া অশান্তিকে দেশাত্ববোধের মোড়কে চাপা দেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে ৷

Vladimir Putin Praise Russian Forces for Their Fight in Battel Ground
Vladimir Putin Praise Russian Forces for Their Fight in Battel Ground
author img

By

Published : Mar 19, 2022, 12:14 PM IST

Updated : Mar 19, 2022, 1:23 PM IST

লভিভ, 19 মার্চ : একদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক গোলাবর্ষণ করে চলেছে রাশিয়ান সেনা ৷ অন্যদিকে, ভ্লাদিমির পুতিন তাঁর রাশিয়ান বাহিনীর প্রশংসায় একটি বিশাল সমাবেশ করলেন ৷ আর এই পরিস্থিতিতে ক্রেমলিনের বিরুদ্ধে ইচ্ছাকৃত মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরির অভিযোগ আনলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷

প্রসঙ্গত, শুক্রবার দর্শক ভর্তি মস্কো স্টেডিয়ামে ভাষণ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ সেখানে তিনি বলেন, ক্রেমলিনের বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে এবং সেই সঙ্গে একে অপরের সাহায্যও করছেন (Vladimir Putin Praise Russian Forces for Their Fight in Battel Ground) ৷ আর পুতিনের মতে, রাশিয়ায় এমন ঐক্য তিনি বহুদিন দেখেননি ৷ তবে, ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার ভিতরেও যুদ্ধবিরোধী প্রতিবাদের স্বর গর্জে উঠেছে ৷ তবে, এদিন পুতিনের এই সমাবেশ খানিকটা সন্দেহজনক ছিল ৷ মনে করা হচ্ছে, ক্রেমলিন দেশাত্ববোধের ছবি তুলে ধরতে এই সমাবেশের আয়োজন করেছিল ৷ আর এটা করা হয়েছে এমন সময়, যখন ক্রেমলিনের ভাবনার থেকে অনেক বেশি সৈন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাচ্ছেন ৷

আরও পড়ুন : Dhaka ISKCON Temple Vandalised : দোল উৎসবে ঢাকার ইসকন মন্দিরে ভাঙচুর

তবে, এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, তাঁদের বড় শহরগুলিকে বন্ধ করে রেখেছে রাশিয়া ৷ যাতে এমন পরিস্থিতি তৈরি হয়, যাতে ইউক্রেনিয়ানরা তাদের সঙ্গে সহযোগিতা করে ৷ তিনি আরও অভিযোগ করেছেন, রাশিয়ান সেনা মধ্য ও দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের শহরগুলিতে সাহায্য পৌঁছে দিতে বাধা দিচ্ছে ৷ এটিকে ইচ্ছাকৃত নেওয়া একটি কৌশল হিসেবে উল্লেখ করেছেন জেলেনস্কি ৷ এ নিয়ে ইউক্রেনিয়ানদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন সেদেশের রাষ্ট্রপতি ৷ আর এই ভিডিয়োটি শ্যুট করা হয়েছে কিভে প্রেসিডেন্ট হাউসের বাইরে ৷ এটা বোঝাতে যে, তিনি কিভ ছেড়ে পালিয়ে যাননি ৷

আরও পড়ুন : China-US Peace Talk : বিশ্বে শান্তি বজায় রাখতে বাইডেনকে বার্তা দিলেন জিনপিং

পাশাপাশি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের একবার সরাসরি সাক্ষাতের অনুরোধ করেছেন জেলেনস্কি ৷ তিনি ওই ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘‘এটা দেখা করার সময়, কথা বলার সময় ৷ আমি সবার কথা শুনতে চাই, বিশেষ করে মস্কোর ৷’’ অন্যদিকে, শুক্রবার রুশ সামরিক বিমান লাগাতার কিভে গোলাবর্ষণ করেছে ৷ এমনকি লভিভে পোলিশ সীমান্তের কাছে একটি বিমান মেরামতি কেন্দ্রকে ধ্বংস করেছে রুশবাহিনী ৷

লভিভ, 19 মার্চ : একদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক গোলাবর্ষণ করে চলেছে রাশিয়ান সেনা ৷ অন্যদিকে, ভ্লাদিমির পুতিন তাঁর রাশিয়ান বাহিনীর প্রশংসায় একটি বিশাল সমাবেশ করলেন ৷ আর এই পরিস্থিতিতে ক্রেমলিনের বিরুদ্ধে ইচ্ছাকৃত মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরির অভিযোগ আনলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷

প্রসঙ্গত, শুক্রবার দর্শক ভর্তি মস্কো স্টেডিয়ামে ভাষণ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ সেখানে তিনি বলেন, ক্রেমলিনের বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে এবং সেই সঙ্গে একে অপরের সাহায্যও করছেন (Vladimir Putin Praise Russian Forces for Their Fight in Battel Ground) ৷ আর পুতিনের মতে, রাশিয়ায় এমন ঐক্য তিনি বহুদিন দেখেননি ৷ তবে, ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার ভিতরেও যুদ্ধবিরোধী প্রতিবাদের স্বর গর্জে উঠেছে ৷ তবে, এদিন পুতিনের এই সমাবেশ খানিকটা সন্দেহজনক ছিল ৷ মনে করা হচ্ছে, ক্রেমলিন দেশাত্ববোধের ছবি তুলে ধরতে এই সমাবেশের আয়োজন করেছিল ৷ আর এটা করা হয়েছে এমন সময়, যখন ক্রেমলিনের ভাবনার থেকে অনেক বেশি সৈন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাচ্ছেন ৷

আরও পড়ুন : Dhaka ISKCON Temple Vandalised : দোল উৎসবে ঢাকার ইসকন মন্দিরে ভাঙচুর

তবে, এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, তাঁদের বড় শহরগুলিকে বন্ধ করে রেখেছে রাশিয়া ৷ যাতে এমন পরিস্থিতি তৈরি হয়, যাতে ইউক্রেনিয়ানরা তাদের সঙ্গে সহযোগিতা করে ৷ তিনি আরও অভিযোগ করেছেন, রাশিয়ান সেনা মধ্য ও দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের শহরগুলিতে সাহায্য পৌঁছে দিতে বাধা দিচ্ছে ৷ এটিকে ইচ্ছাকৃত নেওয়া একটি কৌশল হিসেবে উল্লেখ করেছেন জেলেনস্কি ৷ এ নিয়ে ইউক্রেনিয়ানদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন সেদেশের রাষ্ট্রপতি ৷ আর এই ভিডিয়োটি শ্যুট করা হয়েছে কিভে প্রেসিডেন্ট হাউসের বাইরে ৷ এটা বোঝাতে যে, তিনি কিভ ছেড়ে পালিয়ে যাননি ৷

আরও পড়ুন : China-US Peace Talk : বিশ্বে শান্তি বজায় রাখতে বাইডেনকে বার্তা দিলেন জিনপিং

পাশাপাশি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফের একবার সরাসরি সাক্ষাতের অনুরোধ করেছেন জেলেনস্কি ৷ তিনি ওই ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘‘এটা দেখা করার সময়, কথা বলার সময় ৷ আমি সবার কথা শুনতে চাই, বিশেষ করে মস্কোর ৷’’ অন্যদিকে, শুক্রবার রুশ সামরিক বিমান লাগাতার কিভে গোলাবর্ষণ করেছে ৷ এমনকি লভিভে পোলিশ সীমান্তের কাছে একটি বিমান মেরামতি কেন্দ্রকে ধ্বংস করেছে রুশবাহিনী ৷

Last Updated : Mar 19, 2022, 1:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.