ETV Bharat / international

Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অষ্টম দিনে পরস্পরকে হুঁশিয়ারি পুতিন-জেলেনস্কির - Ukrainian President Volodymyr Zelenskyy

এদিনই বেলারুশ সীমান্তে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে (Russia-Ukraine Conflict) ৷

Russia Ukraine crisis
রাশিয়া-ইউক্রেন সংঘাতের অষ্টম দিনে পরস্পরকে হুঁশিয়ারি পুতিন-জেলেনস্কির
author img

By

Published : Mar 3, 2022, 9:44 PM IST

Updated : Mar 3, 2022, 11:04 PM IST

কিভ, 3 মার্চ : উত্তেজনা কমার বদলে তা আরও বেড়ে চলেছে ৷ বৃহস্পতিবার অষ্টম দিনে পড়েছে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ (Russia-Ukraine Conflict) ৷ এদিন কিভ-সহ ইউক্রেনের অন্যান্য শহরে আক্রমণের মাত্রা বহুগুণে বাড়িয়েছে রুশবাহিনি ৷ সাধ্য মতো পালটা জবাব দিচ্ছে ইউক্রেনও ৷ কিন্তু এদিন দুই দেশের প্রেসিডেন্ট যে ভাষায় পরস্পরকে হুমকি দিয়েছেন তাতে আশঙ্কা তৈরি হয়েছে, দুই দেশের এই যুদ্ধ আরও রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী হতে চলেছে ৷

  • Russian President Vladimir Putin on Thursday told his French counterpart Emmanuel Macron that the goals of Russia's operation in Ukraine - its demilitarization and neutral status - will be achieved in any case, the Kremlin said: Reuters #RussianUkrainianCrisis

    (File pics) pic.twitter.com/J6PETkU4fi

    — ANI (@ANI) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Ukrainian President Volodymyr Zelenskyy) বলেন, "আমরা প্রতিটি বাড়ি, রাস্তা, শহরকে সাজিয়ে তুলব ৷ রাশিয়াকে বলছি, আপনারা ইউক্রেনবাসীর বিরুদ্ধে যা করছেন তার মূল্য গুণে গুণে আপনাদের চোকাতে হবে ৷ রুশ সানা আমাদের জমি ছেড়ে চলে যাক ৷ আমি সামনেই আছি, পুতিন কথা বলতে পারেন আমার সঙ্গে ৷" এর পালটা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)৷ এদিন ফোনে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন পুতিন ৷ ক্রেমলিনের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে পুতিন ম্যাক্রোঁকে বলেছেন, "নিজেদের লক্ষ্য পূরণ করে ছাড়বে রাশিয়া ৷ ইউক্রেনের সশস্ত্র জঙ্গি বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার লড়াই চলবে ৷ ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও নিরপেক্ষ অবস্থান আমাদের লক্ষ্য" ৷

  • Russian President Vladimir Putin on Thursday told his French counterpart Emmanuel Macron that the goals of Russia's operation in Ukraine - its demilitarization and neutral status - will be achieved in any case, the Kremlin said: Reuters #RussianUkrainianCrisis

    (File pics) pic.twitter.com/J6PETkU4fi

    — ANI (@ANI) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রুশ সেনার উপর বড় আঘাত হানার দাবি ইউক্রেনের, ফের পরমাণু যুদ্ধের কথা রাশিয়ার মুখে

অন্যদিকে পূর্ব ঘোষণা মতো বৃহস্পতির সন্ধ্যায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে ৷ বেলারুশ সীমান্তে চলছে এই বৈঠক ৷ কিন্তু দুই রাষ্ট্রনেতা এদিন পরস্পরকে যে ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, তারপরে এই বৈঠক থেকে আদৌ এই সংঘাত থামানোর কোনও রফাসূত্র মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরে রাশিয়ার আক্রমণে 9 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন ৷

কিভ, 3 মার্চ : উত্তেজনা কমার বদলে তা আরও বেড়ে চলেছে ৷ বৃহস্পতিবার অষ্টম দিনে পড়েছে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ (Russia-Ukraine Conflict) ৷ এদিন কিভ-সহ ইউক্রেনের অন্যান্য শহরে আক্রমণের মাত্রা বহুগুণে বাড়িয়েছে রুশবাহিনি ৷ সাধ্য মতো পালটা জবাব দিচ্ছে ইউক্রেনও ৷ কিন্তু এদিন দুই দেশের প্রেসিডেন্ট যে ভাষায় পরস্পরকে হুমকি দিয়েছেন তাতে আশঙ্কা তৈরি হয়েছে, দুই দেশের এই যুদ্ধ আরও রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী হতে চলেছে ৷

  • Russian President Vladimir Putin on Thursday told his French counterpart Emmanuel Macron that the goals of Russia's operation in Ukraine - its demilitarization and neutral status - will be achieved in any case, the Kremlin said: Reuters #RussianUkrainianCrisis

    (File pics) pic.twitter.com/J6PETkU4fi

    — ANI (@ANI) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Ukrainian President Volodymyr Zelenskyy) বলেন, "আমরা প্রতিটি বাড়ি, রাস্তা, শহরকে সাজিয়ে তুলব ৷ রাশিয়াকে বলছি, আপনারা ইউক্রেনবাসীর বিরুদ্ধে যা করছেন তার মূল্য গুণে গুণে আপনাদের চোকাতে হবে ৷ রুশ সানা আমাদের জমি ছেড়ে চলে যাক ৷ আমি সামনেই আছি, পুতিন কথা বলতে পারেন আমার সঙ্গে ৷" এর পালটা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)৷ এদিন ফোনে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন পুতিন ৷ ক্রেমলিনের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে পুতিন ম্যাক্রোঁকে বলেছেন, "নিজেদের লক্ষ্য পূরণ করে ছাড়বে রাশিয়া ৷ ইউক্রেনের সশস্ত্র জঙ্গি বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার লড়াই চলবে ৷ ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও নিরপেক্ষ অবস্থান আমাদের লক্ষ্য" ৷

  • Russian President Vladimir Putin on Thursday told his French counterpart Emmanuel Macron that the goals of Russia's operation in Ukraine - its demilitarization and neutral status - will be achieved in any case, the Kremlin said: Reuters #RussianUkrainianCrisis

    (File pics) pic.twitter.com/J6PETkU4fi

    — ANI (@ANI) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রুশ সেনার উপর বড় আঘাত হানার দাবি ইউক্রেনের, ফের পরমাণু যুদ্ধের কথা রাশিয়ার মুখে

অন্যদিকে পূর্ব ঘোষণা মতো বৃহস্পতির সন্ধ্যায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে ৷ বেলারুশ সীমান্তে চলছে এই বৈঠক ৷ কিন্তু দুই রাষ্ট্রনেতা এদিন পরস্পরকে যে ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, তারপরে এই বৈঠক থেকে আদৌ এই সংঘাত থামানোর কোনও রফাসূত্র মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরে রাশিয়ার আক্রমণে 9 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন ৷

Last Updated : Mar 3, 2022, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.