ETV Bharat / international

বিশাখাপটনম গ্যাস দুর্ঘটনায় সম্পূর্ণ তদন্ত প্রয়োজন : রাষ্ট্রসংঘ - রাষ্ট্রসংঘের এক মুখপাত্র স্টিফেন দুজারিক

দৈনিক সাংবাদিক বৈঠকে রাষ্ট্রসংঘের এক মুখপাত্র স্টিফেন দুজারিক বিশাখাপটনম গ্যাস দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন । তিনি বলেন, “এই দুর্ঘটনায় জখম ব্যক্তিদের জন্য সমবেদনা জানাচ্ছি । তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুক । কিন্তু এই গ্যাস দুর্ঘটনায় সম্পূর্ণ তদন্তের প্রয়োজন রয়েছে । স্থানীয় প্রশাসনকেই এই কাজ করতে হবে । উপযুক্ত পদক্ষেপ করতে হবে ।”

UN
UN
author img

By

Published : May 8, 2020, 9:43 AM IST

রাষ্ট্রসংঘ, 8মে : বিশাখাপটনম গ্যাস দুর্ঘটনায় সম্পূর্ণ তদন্ত জরুরি । কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে হবে স্থানীয় প্রশাসনকেই । সেই অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ করতে হবে বলে জানান রাষ্ট্র সংঘের মুখ্যসচিব আন্তোনিও গিতেরেসের এক মুখপাত্র । গতকাল তিনি একটি সাংবাদিক বৈঠকে এই গ্যাস দুর্ঘটনা নিয়ে কথা বলেন ।

গতকাল বিশখাপটনমে রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক হয় । এই দুর্ঘটনায় এক শিশু-সহ 11 জনের মৃত্যু হয় । প্রায় 200 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । অসুস্থ 5000 মানুষ ।

দৈনিক সাংবাদিক বৈঠকে রাষ্ট্র সংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক গ্যাস দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন । তিনি বলেন, “এই দুর্ঘটনায় জখম ব্যক্তিদের জন্য সমবেদনা জানাচ্ছি । তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুক । কিন্তু এই গ্যাস দুর্ঘটনায় সম্পূর্ণ তদন্তের প্রয়োজন রয়েছে । স্থানীয় প্রশাসনকেই এই কাজ করতে হবে । উপযুক্ত পদক্ষেপ করতে হবে ।”

স্টিফেন দুজারিককে সাংবাদিক বৈঠকে গ্যাস দু্র্ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল । রাষ্ট্রসংঘ কোনওভাবে সাহায্য করছে কি না সেই নিয়েও প্রশ্ন করা হয় । তিনি জানান, এই বিষয়ে তিনি জানেন না যে রাষ্ট্রসংঘ উদ্ধারকার্যে জড়িত কি না ।

আর আর ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার রাসায়নিক কারখানায় গতকাল গ্যাস লিক হয়ে যায় । গ্যাসের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়তেই রাস্তায় কিছু লোক অজ্ঞান হয়ে পড়েন । অনেকের চোখে জ্বালা করতে থাকে । কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যা হয়। প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি ঘটনার খোঁজখবর নিয়েছেন । পাশাপাশি অসুস্থদের জন্য চিকিৎসা নিশ্চিত করতে বিশাখাপটনমের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন ।

রাষ্ট্রসংঘ, 8মে : বিশাখাপটনম গ্যাস দুর্ঘটনায় সম্পূর্ণ তদন্ত জরুরি । কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে হবে স্থানীয় প্রশাসনকেই । সেই অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ করতে হবে বলে জানান রাষ্ট্র সংঘের মুখ্যসচিব আন্তোনিও গিতেরেসের এক মুখপাত্র । গতকাল তিনি একটি সাংবাদিক বৈঠকে এই গ্যাস দুর্ঘটনা নিয়ে কথা বলেন ।

গতকাল বিশখাপটনমে রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক হয় । এই দুর্ঘটনায় এক শিশু-সহ 11 জনের মৃত্যু হয় । প্রায় 200 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । অসুস্থ 5000 মানুষ ।

দৈনিক সাংবাদিক বৈঠকে রাষ্ট্র সংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক গ্যাস দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন । তিনি বলেন, “এই দুর্ঘটনায় জখম ব্যক্তিদের জন্য সমবেদনা জানাচ্ছি । তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুক । কিন্তু এই গ্যাস দুর্ঘটনায় সম্পূর্ণ তদন্তের প্রয়োজন রয়েছে । স্থানীয় প্রশাসনকেই এই কাজ করতে হবে । উপযুক্ত পদক্ষেপ করতে হবে ।”

স্টিফেন দুজারিককে সাংবাদিক বৈঠকে গ্যাস দু্র্ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল । রাষ্ট্রসংঘ কোনওভাবে সাহায্য করছে কি না সেই নিয়েও প্রশ্ন করা হয় । তিনি জানান, এই বিষয়ে তিনি জানেন না যে রাষ্ট্রসংঘ উদ্ধারকার্যে জড়িত কি না ।

আর আর ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার রাসায়নিক কারখানায় গতকাল গ্যাস লিক হয়ে যায় । গ্যাসের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়তেই রাস্তায় কিছু লোক অজ্ঞান হয়ে পড়েন । অনেকের চোখে জ্বালা করতে থাকে । কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যা হয়। প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি ঘটনার খোঁজখবর নিয়েছেন । পাশাপাশি অসুস্থদের জন্য চিকিৎসা নিশ্চিত করতে বিশাখাপটনমের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.