ETV Bharat / international

ঢাকা ও ফিলিপিন্সে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হচ্ছে দেশে - Dhaka and phillipines

বন্দে ভারত মিশনের আওতায় আজ ঢাকা ও ফিলিপিন্স থেকে ফিরছে আটকে পড়া ভারতীয়রা ৷

Vande Bharat Mission Phase 3
ঢাকা ও ফিলিপিনস থেকে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হচ্ছে দেশে
author img

By

Published : Jun 17, 2020, 7:34 AM IST

দিল্লি, 16 জুন : ঢাকা থেকে স্পেশাল বিমানে দেশে ফিরছে সেদেশে আটকে পড়া ভারতীয়রা ৷ বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর এটি তৃতীয় পর্যায় ৷ আজ ঢাকা থেকে দিল্লি ও আমেদাবাদে ভারতীয়দের নিয়ে ফিরবে এই স্পেশাল বিমান ৷ অন্যদিকে, ফিলিপিন্সের মানিলা থেকে স্পেশাল বিমান ফিরবে চেন্নাইতে ও বিশাখাপটনমে ৷

বাংলাদেশের হাই কমিশন আজ টুইট করে জানায়, " ঢাকা থেকে বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে ৷ আজ এই মিশনের আওতায় এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকায় আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবে দিল্লি ও আমেদাবাদে ৷ "

ফিলিপিন্সের হাই কমিশন টুইট করে জানায়, " ফিলিপিন থেকে বন্দে ভারত মিশনের আওতায় ভারতে ফিরতে পেরে খুশি যাত্রীরা ৷ এয়ারপোর্টে তাদের চেক-ইন শুরু হয়ে গেছে ৷ "

বিশ্বব্যাপী কোরোনা সংক্রমণের জেরে বন্ধ ভ্রমণ ৷ চালু হয়েছে লকডাউন ৷ ফলে বিদেশে আটকে পড়েছে ভারতীয়রা ৷ বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ভারত সরকার শুরু করেছে বন্দে ভারত মিশন ৷

গত 11 জুন একটি বিবৃতি প্রকাশ করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, এখন পর্যন্ত বন্দে ভারত মিশনের আওতায় মোট 1 লাখ 65 হাজার 375 জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে ৷ তাদের মধ্যে পরিযায়ী শ্রমিক ছিল 29 হাজার 34 জন ৷

বিদেশমন্ত্রক সূত্রে খবর, বন্দে ভারত মিশনের প্রথম পর্যায় শুরু হয় 7 মে ৷ এরপর দ্বিতীয় পর্যায় শুরু হয় 16 মে ৷ গত 11 জুন শুরু হয় তৃতীয় পর্যায় ৷ আগামী 30 জুন পর্যন্ত চলবে এই মিশন ৷

দিল্লি, 16 জুন : ঢাকা থেকে স্পেশাল বিমানে দেশে ফিরছে সেদেশে আটকে পড়া ভারতীয়রা ৷ বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর এটি তৃতীয় পর্যায় ৷ আজ ঢাকা থেকে দিল্লি ও আমেদাবাদে ভারতীয়দের নিয়ে ফিরবে এই স্পেশাল বিমান ৷ অন্যদিকে, ফিলিপিন্সের মানিলা থেকে স্পেশাল বিমান ফিরবে চেন্নাইতে ও বিশাখাপটনমে ৷

বাংলাদেশের হাই কমিশন আজ টুইট করে জানায়, " ঢাকা থেকে বন্দে ভারত মিশনের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে ৷ আজ এই মিশনের আওতায় এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকায় আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবে দিল্লি ও আমেদাবাদে ৷ "

ফিলিপিন্সের হাই কমিশন টুইট করে জানায়, " ফিলিপিন থেকে বন্দে ভারত মিশনের আওতায় ভারতে ফিরতে পেরে খুশি যাত্রীরা ৷ এয়ারপোর্টে তাদের চেক-ইন শুরু হয়ে গেছে ৷ "

বিশ্বব্যাপী কোরোনা সংক্রমণের জেরে বন্ধ ভ্রমণ ৷ চালু হয়েছে লকডাউন ৷ ফলে বিদেশে আটকে পড়েছে ভারতীয়রা ৷ বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ভারত সরকার শুরু করেছে বন্দে ভারত মিশন ৷

গত 11 জুন একটি বিবৃতি প্রকাশ করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, এখন পর্যন্ত বন্দে ভারত মিশনের আওতায় মোট 1 লাখ 65 হাজার 375 জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে ৷ তাদের মধ্যে পরিযায়ী শ্রমিক ছিল 29 হাজার 34 জন ৷

বিদেশমন্ত্রক সূত্রে খবর, বন্দে ভারত মিশনের প্রথম পর্যায় শুরু হয় 7 মে ৷ এরপর দ্বিতীয় পর্যায় শুরু হয় 16 মে ৷ গত 11 জুন শুরু হয় তৃতীয় পর্যায় ৷ আগামী 30 জুন পর্যন্ত চলবে এই মিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.