ETV Bharat / international

Russia Ukraine Conflict : ইউক্রেনে রুশ হামলায় নিহত নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক - US Jurno shot dead by Russians

ইউক্রেনের উপর হামলা ক্রমে বাড়াচ্ছে রাশিয়া (Russia Ukraine Conflict )

journalist in ukraine
ইউক্রেনে রুশ হামলায় নিহত নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক
author img

By

Published : Mar 13, 2022, 7:34 PM IST

Updated : Mar 13, 2022, 8:19 PM IST

কিভ, 13 মার্চ : ইউক্রেনে রাশিয়ার সেনার হামলার হাত থেকে রেহাই পেলেন না সাংবাদিকও (US Jurno shot dead by Russians) ৷ রাশিয়ার হামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ব্রেন্ট রেনৌডের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সংবাদপত্র কিভ পোস্ট ৷ রুশ হামলায় ব্রেন্টের সঙ্গে থাকা আরও এক সাংবাদিক আহত হয়েছেন বলেও খবর ৷ ইউক্রেনের ইরপিনে রবিবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷

নিজের কাজের জন্য এর আগে সম্মানিত হয়েছেন 51 বছর বয়সি এই চিত্র সাংবাদিক ৷ নিউ ইয়র্ক টাইমসের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োতে ওয়াইন নামে আহত এক ব্যক্তি নিজেকে ব্রেন্টের সহকর্মী হিসেবে দাবি করেছেন ৷ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি বলেছেন, "আমরা ইরপিনের একটি ব্রিজ পেরিয়ে, উদ্বাস্তুদের ছবি তুলতে যাচ্ছিলাম ৷ আমরা একটি গাড়িতে উঠেছিলেম অন্য আরও একটি ব্রিজে যাওয়ার জন্য ৷ আমরা চেক পয়েন্ট পেরতেই আমাদের দিকে তাক করে গুলি চালাতে শুরু করে ওরা ৷ গাড়ির চালক গাড়ি ঘুরিয়ে নিলেও গুলি চালাতে থাকা ওরা ৷ আমার বন্ধু ব্রেন্ট রেনৌডের গলায় গুলি লাগে ৷ আরপর আমরা আলাদা হয়ে যাই ৷"

  • US journalist shot dead in Ukraine, reports AFP quoting a medic and witnesses

    — ANI (@ANI) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : যুদ্ধ পরিস্থিতির অবনতি, ইউক্রেন থেকে দূতাবাস সরাচ্ছে ভারত

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আগেই উঠেছিল ৷ এবার পেশাদার সাংবাদিকরাও রুশ সেনার আক্রমণের লক্ষ্য কি না তা নিয়ে প্রশ্ন উঠে গেল এই ঘটনায় ৷

  • 🔴🔴 Two American journalist shot by Russian at Irpin bridge. One is under surgery at the main hospital in Kyiv and the other was shot at the neck. pic.twitter.com/9lihX1JJ58

    — annalisa camilli (@annalisacamilli) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিভ, 13 মার্চ : ইউক্রেনে রাশিয়ার সেনার হামলার হাত থেকে রেহাই পেলেন না সাংবাদিকও (US Jurno shot dead by Russians) ৷ রাশিয়ার হামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ব্রেন্ট রেনৌডের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সংবাদপত্র কিভ পোস্ট ৷ রুশ হামলায় ব্রেন্টের সঙ্গে থাকা আরও এক সাংবাদিক আহত হয়েছেন বলেও খবর ৷ ইউক্রেনের ইরপিনে রবিবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷

নিজের কাজের জন্য এর আগে সম্মানিত হয়েছেন 51 বছর বয়সি এই চিত্র সাংবাদিক ৷ নিউ ইয়র্ক টাইমসের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োতে ওয়াইন নামে আহত এক ব্যক্তি নিজেকে ব্রেন্টের সহকর্মী হিসেবে দাবি করেছেন ৷ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি বলেছেন, "আমরা ইরপিনের একটি ব্রিজ পেরিয়ে, উদ্বাস্তুদের ছবি তুলতে যাচ্ছিলাম ৷ আমরা একটি গাড়িতে উঠেছিলেম অন্য আরও একটি ব্রিজে যাওয়ার জন্য ৷ আমরা চেক পয়েন্ট পেরতেই আমাদের দিকে তাক করে গুলি চালাতে শুরু করে ওরা ৷ গাড়ির চালক গাড়ি ঘুরিয়ে নিলেও গুলি চালাতে থাকা ওরা ৷ আমার বন্ধু ব্রেন্ট রেনৌডের গলায় গুলি লাগে ৷ আরপর আমরা আলাদা হয়ে যাই ৷"

  • US journalist shot dead in Ukraine, reports AFP quoting a medic and witnesses

    — ANI (@ANI) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : যুদ্ধ পরিস্থিতির অবনতি, ইউক্রেন থেকে দূতাবাস সরাচ্ছে ভারত

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আগেই উঠেছিল ৷ এবার পেশাদার সাংবাদিকরাও রুশ সেনার আক্রমণের লক্ষ্য কি না তা নিয়ে প্রশ্ন উঠে গেল এই ঘটনায় ৷

  • 🔴🔴 Two American journalist shot by Russian at Irpin bridge. One is under surgery at the main hospital in Kyiv and the other was shot at the neck. pic.twitter.com/9lihX1JJ58

    — annalisa camilli (@annalisacamilli) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Mar 13, 2022, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.