ETV Bharat / international

Indo-Pacific Quad Summit : চিনের আধিপত্য রুখতে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ সরবরাহ করবে কোয়াড দেশগুলি - জো বাইডেন

আগামী দিনে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ সরবরাহ করবে কোয়াড দেশগুলি ৷ চিনের আধিপত্য রুখতেই এই সিদ্ধান্ত ৷ আগামী সপ্তাহে ইন্দো-প্যাসিফিক কোয়াড সম্মেলনে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হবে ৷

US, India, Japan, Australia to sign pact for stepping up chip production, move to cut China to size
Indo-Pacific Quad Summit : চিনের আধিপত্য রুখতে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ সরবরাহ করবে কোয়াড দেশগুলি
author img

By

Published : Sep 20, 2021, 6:22 PM IST

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর : সিকিওর সেমিকন্ডাক্টর চিপ (secure semiconductor chip) উৎপাদন এবং তার বণ্টনে চিনের একচেটিয়া আধিপত্য বন্ধ করতে উদ্যোগী হল কোয়াড রাষ্ট্রগুলি (Quad countries) ৷ স্থির হয়েছে, আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত যৌথভাবে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ সরবরাহের কাজ শুরু করবে ৷ জাপানের একটি সংবাদপত্রে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয় ৷ তাতে দাবি করা হয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা ইন্দো-প্যাসিফিক কোয়াড সম্মেলনেই (Indo-Pacific Quad Summit) সংশ্লিষ্ট চারটি দেশ এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করবে ৷

আরও পড়ুন : Afghanistan : তালিবানের সঙ্গে সমস্যা মিটিয়ে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন

প্রসঙ্গত, ইদানীংকালে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে বিশ্বব্যাপী চিনের উপর নির্ভরতা ক্রমশ বাড়ছে ৷ সেই পরিস্থিতিতে বদল আনতেই নয়া চুক্তি সম্পাদনের সিদ্ধান্ত নিয়েছে কোয়াড রাষ্ট্রগুলি ৷ ওয়াশিংটনে ইন্দো-প্যাসিফিক কোয়াড সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ৷ ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi) সম্মেলনে যোগ দেবেন ৷

সংশ্লিষ্ট জাপানি সংবাদপত্রের তরফে কোয়াড রাষ্ট্রগুলির তরফে পেশ করা একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, কোয়াড রাষ্ট্রগুলি সিকিওর সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন এবং তা সরবরাহের উপর জোর দেবে ৷ পাশাপাশি, উন্নত প্রযুক্তির ভিত্তি যে মানবাধিকার, সেকথাও জোর দিয়ে বলা হয়েছে ওই বিবৃতিতে ৷

আরও পড়ুন : Boat Capsized in China : দক্ষিণ-পশ্চিম চিনে নৌকাডুবিতে মৃত অন্তত 10

সূত্রের খবর, সিকিওর সেমিকন্ডাক্টর চিপের অভাবের জেরে বিশ্বের সর্বত্রই সমস্যা তৈরি হচ্ছে ৷ এমনকী, ভারতেও এর ফল ভোগ করতে হচ্ছে গাড়ি এবং স্মার্টফোন উৎপাদনকারী সংস্থাগুলিকে ৷ এক্ষেত্রে চিনের উপর নির্ভরতা কমাতে ইতিমধ্যেই তৎপর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ চিনের বদলে আমেরিকাই যাতে পর্যাপ্ত পরিমাণে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ তৈরি ও সরবরাহ করতে পারে, তার জন্য বরাদ্দ করা হয়েছে 190 বিলিয়ন মার্কিন ডলার ৷

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর : সিকিওর সেমিকন্ডাক্টর চিপ (secure semiconductor chip) উৎপাদন এবং তার বণ্টনে চিনের একচেটিয়া আধিপত্য বন্ধ করতে উদ্যোগী হল কোয়াড রাষ্ট্রগুলি (Quad countries) ৷ স্থির হয়েছে, আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত যৌথভাবে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ সরবরাহের কাজ শুরু করবে ৷ জাপানের একটি সংবাদপত্রে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয় ৷ তাতে দাবি করা হয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা ইন্দো-প্যাসিফিক কোয়াড সম্মেলনেই (Indo-Pacific Quad Summit) সংশ্লিষ্ট চারটি দেশ এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করবে ৷

আরও পড়ুন : Afghanistan : তালিবানের সঙ্গে সমস্যা মিটিয়ে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন

প্রসঙ্গত, ইদানীংকালে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে বিশ্বব্যাপী চিনের উপর নির্ভরতা ক্রমশ বাড়ছে ৷ সেই পরিস্থিতিতে বদল আনতেই নয়া চুক্তি সম্পাদনের সিদ্ধান্ত নিয়েছে কোয়াড রাষ্ট্রগুলি ৷ ওয়াশিংটনে ইন্দো-প্যাসিফিক কোয়াড সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ৷ ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi) সম্মেলনে যোগ দেবেন ৷

সংশ্লিষ্ট জাপানি সংবাদপত্রের তরফে কোয়াড রাষ্ট্রগুলির তরফে পেশ করা একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, কোয়াড রাষ্ট্রগুলি সিকিওর সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন এবং তা সরবরাহের উপর জোর দেবে ৷ পাশাপাশি, উন্নত প্রযুক্তির ভিত্তি যে মানবাধিকার, সেকথাও জোর দিয়ে বলা হয়েছে ওই বিবৃতিতে ৷

আরও পড়ুন : Boat Capsized in China : দক্ষিণ-পশ্চিম চিনে নৌকাডুবিতে মৃত অন্তত 10

সূত্রের খবর, সিকিওর সেমিকন্ডাক্টর চিপের অভাবের জেরে বিশ্বের সর্বত্রই সমস্যা তৈরি হচ্ছে ৷ এমনকী, ভারতেও এর ফল ভোগ করতে হচ্ছে গাড়ি এবং স্মার্টফোন উৎপাদনকারী সংস্থাগুলিকে ৷ এক্ষেত্রে চিনের উপর নির্ভরতা কমাতে ইতিমধ্যেই তৎপর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ চিনের বদলে আমেরিকাই যাতে পর্যাপ্ত পরিমাণে সিকিওর সেমিকন্ডাক্টর চিপ তৈরি ও সরবরাহ করতে পারে, তার জন্য বরাদ্দ করা হয়েছে 190 বিলিয়ন মার্কিন ডলার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.