ওয়াশিংটন ডিসি, 25 ফেব্রুয়ারি : ইউক্রেনের সঙ্গে সরাসরি যুদ্ধের পথ এড়িয়ে গেল আমেরিকা ৷ জো বাইডেন জানিয়েছেন, ন্যাটোর সহযোগী দেশ, বিশেষত ইউরোপের পূর্বদিকে থাকা দেশগুলোর পাশে থাকতে আমেরিকা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠানো হয়েছে ৷ তবে তারা ইউক্রেনে গিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে না (US forces are not going to Europe to fight in Ukraine, Says Joe Biden) ৷
বৃহস্পতিবার হোয়াইট হাউজ়ে তিনি বলেন, "আমরা ন্যাটোকে সাহায্য করতে এই পদক্ষেপ করছি ৷ আগামিকাল ন্যাটোর 30টি দেশের নেতাদের সঙ্গে একটি বৈঠক হবে ৷ সেখানে এর পরে কী করা যায়, সেই পরিকল্পনা নেওয়া হবে ৷" গত বছর ইউক্রেনকে 65 কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য় করেছে আমেরিকা ৷
তিনি (President Joe Biden) আরও জানান, আমেরিকা তার সমস্ত বাহিনীর শক্তি দিয়ে ন্যাটোর অধিকৃত প্রত্যেক ইঞ্চি জমি রক্ষা করতে দায়বদ্ধ (United States has deployed additional troops to defend NATO allies) ৷ ন্যাটো এখন আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ, দাবি বাইডেনের ৷ তিনি বলেন, "কোনও সন্দেহ নেই যে, আমেরিকা এবং ন্যাটোর সহযোগী প্রতিটি দেশ আমাদের 5 নম্বর ধারার প্রতিশ্রুতি মেনে চলবে ৷ যেখানে বলা হয়েছে, একটি রাষ্ট্রে আক্রমণ মানে সবার উপর আক্রমণ ৷" তিনি জানান, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই ন্যাটো জোটবদ্ধ হয়ে সাড়া দিয়েছে ৷ এবার তার প্রত্যুত্তরে বাইডেন সেনাবাহিনী পাঠিয়েছেন ৷
বিগত কয়েক সপ্তাহে আমেরিকা থেকে হাজারে হাজারে সেনা জার্মানি আর পোল্যান্ডে গিয়েছে ৷ প্রেসিডেন্ট জানান, বেলারুস এবং ব্ল্যাক সি-তে রাশিয়ার সেনাবাহিনী রয়েছে ৷ তাই ন্যাটোর পূর্ব দিকের সহযোগী এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড এবং রোমানিয়ায় আমেরিকার স্থল এবং বায়ু সেনা মোতায়েন করেছেন তিনি ৷
পুতিনের এই আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়াকে অর্থনৈতিক এবং কৌশলী দিক দিয়ে চাপে রাখতে চান বাইডেন ৷ তিনি হুঁশিয়ারি দেন, "আন্তর্জাতিক মঞ্চে পুতিনকে একঘরে করে দেব ৷" আমেরিকার প্রেসিডেন্টের দাবি, ভ্লাদিমির পুতিনের এই আক্রমণের ফলে রাশিয়া আরও দুর্বল হয়েছে এবং বাকি পৃথিবীর আরও শক্তিশালী হয়েছে ৷
আরও পড়ুন : Indian Students Trapped in Ukraine : ইউক্রেন-রাশিয়া সীমান্তে বেসমেন্টে লুকিয়ে 400 ভারতীয় পড়ুয়া