ETV Bharat / international

Migrants Drowned in Libya : লিবিয়ায় ভূমধ্যসাগরে 75 জন শরণার্থী-সহ ডুবে গেল নৌকা - রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী এজেন্সি

উত্তর লিবিয়ায় ভূমধ্যসাগরে 75 জন শরণার্থী-সহ ডুবে গেল বোট ৷ তাঁরা লিবিয়া থেকে জলপথে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন ৷ তবে, তাঁদের মধ্যে 15 জনকে মৎস্যজীবীদের একটি বোট উদ্ধার করেছে ৷ অন্যদিকে, শনিবার ইতালির সিসিলিয়া দ্বীপে 420 জনেরও বেশি শরণার্থীকে উদ্ধার করেছে সেদেশের জল সীমান্ত রক্ষীবাহিনী ৷

un-migration-agency-report-75-migrants-drowned-in-mediterranean-sea-of-north-libya
লিবিয়ায় ভূমধ্যসাগরে 75 জন শরণার্থী সহ ডুবে গেল নৌকা
author img

By

Published : Nov 21, 2021, 1:21 PM IST

রোম, 21 নভেম্বর: উত্তর লিবিয়ায় ভূমধ্যসাগরের (Mediterranean Sea) জলে ডুবে গেলেন 75 জন শরণার্থী (Migrants) ৷ রাষ্ট্রসঙ্ঘ (United Nation)-র শরণার্থী এজেন্সি (UN Migration Agency) একথা জানিয়েছে ৷ এ সপ্তাহের শুরুর দিকে এই ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, শরণার্থীরা নৌকায় করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল ৷ শনিবার আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তরফে একটি টুইট করে এ সংক্রান্ত তথ্য জানানো হয় ৷ ওই সংস্থার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মৎস্যজীবীরা 15 জনকে জীবিত উদ্ধার করে, তাঁদের উত্তর-পূর্ব লিবিয়ার পোর্ট অফ জুয়ারায় নিয়ে যায় ৷ এনিয়ে পরবর্তী আর কোনও তথ্য দেওয়া হয়নি ৷

রাষ্ট্রসঙ্ঘের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ইতালিয়ান জল সীমান্ত রক্ষীবাহিনী 420 জনের বেশি শরণার্থীকে উদ্ধার করেছে ৷ যাদের মধ্যে 12 জনেরও বেশি অপ্রাপ্তবয়স্ক রয়েছে ৷ তাঁরা ভূমধ্যসাগর হয়ে বিপজ্জনকভাবে একাধিক নৌকায় করে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিলেন ৷ এক সীমান্ত রক্ষীবাহিনী জানিয়েছেন, তাঁরা একটি মোটর চালিত নৌকা থেকে 70 জনকে উদ্ধার করেছেন ৷ দক্ষিণ সিসিলির কাছে ইতালির একটি ছোট্ট দ্বীপ লাম্পেদুসার কাছে তাঁদের উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন : Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত

অন্যদিকে, আরও একটি জল সীমান্ত রক্ষীবাহিনীর বোট পোর্তো এলাকার একটি বন্দরের কাছে শনিবার সন্ধ্যায় 350 জন শরণার্থীকে উদ্ধার করেছে ৷ তাঁরা জলপথে প্রায় 70 মাইল মাছ ধরার নৌকায় করে সিসিলিয়ান উপকূলে হাজির হয়েছিল বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে ৷ আর তাঁদের মধ্যে 40 জনের বেশি অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলে জানা গিয়েছে ৷ সিসিলিয়া প্রশাসনের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, শরণার্থীদের ওই বোটটি মাঝসমুদ্রে বিপজ্জনক অবস্থায় ছিল ৷ কারণ, সেই সময় ভূমধ্যসাগরে আবহাওয়া খুবই খারাপ ছিল এবং তার উপরে ওই বোটে সওয়ারির সংখ্যাও মাত্রাতিরিক্ত ছিল বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Afghanistan : আফগানিস্তানে পাক হস্তক্ষেপ বন্ধ হোক, সরব ভারতে থাকা আফগান শরণার্থীরা

ওই বিবৃতিতে এই বিশাল সংখ্যক শরণার্থীকে উদ্ধারের বিষয়টিকে জটিল বলে বর্ণনা করা হয়েছে ৷ ওই এলাকায় মোট 4টি কার্গো জাহাজ মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যায় ওই শরণার্থীদের সাহায্য করার জন্য এবং কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৷ বিবৃতিতে এও জানানো হয়েছে, শরণার্থীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে ৷

রোম, 21 নভেম্বর: উত্তর লিবিয়ায় ভূমধ্যসাগরের (Mediterranean Sea) জলে ডুবে গেলেন 75 জন শরণার্থী (Migrants) ৷ রাষ্ট্রসঙ্ঘ (United Nation)-র শরণার্থী এজেন্সি (UN Migration Agency) একথা জানিয়েছে ৷ এ সপ্তাহের শুরুর দিকে এই ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, শরণার্থীরা নৌকায় করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল ৷ শনিবার আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তরফে একটি টুইট করে এ সংক্রান্ত তথ্য জানানো হয় ৷ ওই সংস্থার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মৎস্যজীবীরা 15 জনকে জীবিত উদ্ধার করে, তাঁদের উত্তর-পূর্ব লিবিয়ার পোর্ট অফ জুয়ারায় নিয়ে যায় ৷ এনিয়ে পরবর্তী আর কোনও তথ্য দেওয়া হয়নি ৷

রাষ্ট্রসঙ্ঘের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ইতালিয়ান জল সীমান্ত রক্ষীবাহিনী 420 জনের বেশি শরণার্থীকে উদ্ধার করেছে ৷ যাদের মধ্যে 12 জনেরও বেশি অপ্রাপ্তবয়স্ক রয়েছে ৷ তাঁরা ভূমধ্যসাগর হয়ে বিপজ্জনকভাবে একাধিক নৌকায় করে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিলেন ৷ এক সীমান্ত রক্ষীবাহিনী জানিয়েছেন, তাঁরা একটি মোটর চালিত নৌকা থেকে 70 জনকে উদ্ধার করেছেন ৷ দক্ষিণ সিসিলির কাছে ইতালির একটি ছোট্ট দ্বীপ লাম্পেদুসার কাছে তাঁদের উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন : Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত

অন্যদিকে, আরও একটি জল সীমান্ত রক্ষীবাহিনীর বোট পোর্তো এলাকার একটি বন্দরের কাছে শনিবার সন্ধ্যায় 350 জন শরণার্থীকে উদ্ধার করেছে ৷ তাঁরা জলপথে প্রায় 70 মাইল মাছ ধরার নৌকায় করে সিসিলিয়ান উপকূলে হাজির হয়েছিল বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে ৷ আর তাঁদের মধ্যে 40 জনের বেশি অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলে জানা গিয়েছে ৷ সিসিলিয়া প্রশাসনের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, শরণার্থীদের ওই বোটটি মাঝসমুদ্রে বিপজ্জনক অবস্থায় ছিল ৷ কারণ, সেই সময় ভূমধ্যসাগরে আবহাওয়া খুবই খারাপ ছিল এবং তার উপরে ওই বোটে সওয়ারির সংখ্যাও মাত্রাতিরিক্ত ছিল বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Afghanistan : আফগানিস্তানে পাক হস্তক্ষেপ বন্ধ হোক, সরব ভারতে থাকা আফগান শরণার্থীরা

ওই বিবৃতিতে এই বিশাল সংখ্যক শরণার্থীকে উদ্ধারের বিষয়টিকে জটিল বলে বর্ণনা করা হয়েছে ৷ ওই এলাকায় মোট 4টি কার্গো জাহাজ মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যায় ওই শরণার্থীদের সাহায্য করার জন্য এবং কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৷ বিবৃতিতে এও জানানো হয়েছে, শরণার্থীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.