কিভ, 7 মার্চ: যুদ্ধক্ষেত্রে ফুটল বিয়ের ফুল ৷ রাশিয়ার (Ukraine Russia war) সঙ্গে ধুন্ধুমার যুদ্ধের মাঝেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ইউক্রেনের দুই সৈনিক ৷ বিয়ের আসরে বরপক্ষ, কনেপক্ষ-সহ যাবতীয় দায়িত্ব পালন করল সেনাবাহিনীই ৷ রাশিয়ার সামরিক অভিযানে ধ্বংস ও মৃত্যুর উপত্যকায় পরিণত হওয়া ইউক্রেনে এই শুভ পরিণয় যেন নতুন করে গাইল জীবনের জয়গান ৷
11 দিন ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার হামলা (Ukraine Russia conflict)৷ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে কিভও ৷ দু‘পক্ষের যুদ্ধের তীব্রতায় আতঙ্কে প্রাণ হাতে করে পালাচ্ছেন মানুষজন ৷ কেউ আবার আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থলে ৷ তবে এত সবকিছুর মাঝেও রবিবার বিয়ে করলেন ইউক্রেনের দুই সেনা ৷ কিভপোস্ট তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছে, 112 ব্রিগেড অফ দ্য টেরিটোরিয়াল ডিফেন্সের সৈনিক লেইসা ও ভ্যালেরি যুদ্ধক্ষেত্রেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৷
আরও পড়ুন: Modi to speak with Zelenskyy : আজ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলবেন মোদি
সেই পোস্টে লেখা হয়েছে, "আজ ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝেই 112 ব্রিগেড অফ দ্য টেরিটোরিয়াল ডিফেন্সের দু‘জন ফাইটার বিয়ে করেছেন ৷"
-
Today, in the field conditions of #UkraineRussiaWar, two fighters of the 112 brigade of the territorial defense, Lesya and Valeriy got married. The military chaplain married them. pic.twitter.com/5g7MNDQ5zZ
— KyivPost (@KyivPost) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today, in the field conditions of #UkraineRussiaWar, two fighters of the 112 brigade of the territorial defense, Lesya and Valeriy got married. The military chaplain married them. pic.twitter.com/5g7MNDQ5zZ
— KyivPost (@KyivPost) March 6, 2022Today, in the field conditions of #UkraineRussiaWar, two fighters of the 112 brigade of the territorial defense, Lesya and Valeriy got married. The military chaplain married them. pic.twitter.com/5g7MNDQ5zZ
— KyivPost (@KyivPost) March 6, 2022
দিনকয়েক আগে একই রকম ভাবে বিয়ে হয়েছে ইউক্রেনের আরও এক দম্পতির ৷ যুদ্ধের আবহে ওডেসার বম্ব শেল্টারে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্লেভেটস ও নাতালিয়া ভ্লাদিসলেভ ৷ বেলারুশের একটি সংবাদমাধ্যম বম্ব শেল্টারে সেই দম্পতির বিয়ের ছবি পোস্ট করেছিল ৷ বরের পরনে ছিল ইউফর্ম আর কনের হাতে ছিল একটি ফুলের তোড়া ৷
আরও পড়ুন: Indian Students in Ukraine : সুমিতে আটকে 700-র বেশি ভারতীয় পড়ুয়া, উদ্ধারের জন্য রওনা দিল বাস
এ দিকে, কয়েক ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি হলেও আপাতত যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই ইউক্রেনে ৷ সেখানকার ভিন্নিৎসিয়া বিমানবন্দর ধ্বংস করে দিয়েছে রাশিয়ার বাহিনী ৷ ইউক্রেনকে নো-ফ্লাই জোন করার জন্য বিভিন্ন দেশের কাছে ফের আর্জি জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি ৷