ETV Bharat / international

Zelenskyy seeks Israel's Help : মেলিটোপোলের মেয়রকে মুক্ত করতে ইজরায়েলের শরণে জেলেনস্কি - ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি

মেলিটোপোলের মেয়র (Zelenskyy seeks Israel's help) ইভান ফেডোরোভকে মুক্ত করতে ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের থেকে সাহায্য চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Zelenskyy discussed the war situation with Israel Prime Minister) ৷

War in Ukrain
মেলিটোপোলের মেয়রকে মুক্ত করতে ইজরায়েলের শরণে জেলেনস্কি
author img

By

Published : Mar 13, 2022, 9:42 AM IST

Updated : Mar 13, 2022, 11:28 AM IST

কিভ, 13 মার্চ : ইউক্রেনের শহর মেলিটোপোলের মেয়র (Melitopol mayor) ইভান ফেডোরোভকে রাশিয়ার বাহিনীর হাত থেকে মুক্ত করতে ইজরায়েলের সাহায্য চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Zelenskyy seeks Israel's help for release of Melitopol mayor) ৷ তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা করলেন (Zelenskyy discussed the war situation with Israel Prime Minister) ৷

টুইটারে একথা জানিয়ে জেলেনস্কি (Zelenskyy seeks Israel's help) লেখেন, "ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে আলোচনা চলছে ৷ রাশিয়ার আগ্রাসন ও সম্ভাব্য শান্তি বৈঠক নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে ৷ সাধারণ মানুষের বিরুদ্ধে হামলাকে বন্ধ করা দরকার ৷ মেলিটোপোলের বন্দি মেয়র ও স্থানীয় জননেতাদের মুক্তির বিষয়ে সাহায্যও চাওয়া হয়েছে তাঁর কাছে ৷"

আরও পড়ুন: US on Russia-Ukraine Crisis : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ন্যাটো গোষ্ঠী, স্পষ্ট করলেন বাইডেন

এর আগে, মেলিটোপোলের মেয়রকে মুক্ত করতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাহায্য চেয়েছেন জেলেনস্কি ৷ টুইটে সে কথা জানিয়ে তিনি লিখেছিলেন, "ওলাফ স্কোলজ ও ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আমি কথা বলেছি ৷ সাধারণ মানুষের উপর রাশিয়ার বাহিনীর আগ্রাসন ও অপরাধের বিষয়ে আমরা কথা বলেছি ৷ মেলিটোপোলের বন্দি মেয়রের মুক্তির জন্য আমার সঙ্গীদের সাহায্য চেয়েছি ৷ শান্তি আলোচনার বিষয়েও আলোচনা হয় ৷ আমাদের একজোট হয়ে আগ্রাসীদের রুখতে হবে ৷"

আরও পড়ুন : Ukraine Crisis : রুশ হামলাকারীদের বিরুদ্ধে হেট স্পিচে সম্মতি ফেসবুক, ইনস্টাগ্রামের

শনিবার জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের মোট তেরোশো সেনার মৃত্যু হয়েছে ৷ এই প্রথমবার যুদ্ধে তাঁদের সেনার ক্ষতির বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ তাঁদের দাবি, রাশিয়ারও বারোশোও বেশি জওয়ানের মৃত্যু হয়েছে ৷ আন্তর্জাতিক মহল যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আর্জি জানালেও নিজেদের অবস্থানে অনড় মস্কো ৷ তাই তাদের বিরুদ্ধে নানা আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা-সহ বিভিন্ন দেশ ৷

কিভ, 13 মার্চ : ইউক্রেনের শহর মেলিটোপোলের মেয়র (Melitopol mayor) ইভান ফেডোরোভকে রাশিয়ার বাহিনীর হাত থেকে মুক্ত করতে ইজরায়েলের সাহায্য চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Zelenskyy seeks Israel's help for release of Melitopol mayor) ৷ তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা করলেন (Zelenskyy discussed the war situation with Israel Prime Minister) ৷

টুইটারে একথা জানিয়ে জেলেনস্কি (Zelenskyy seeks Israel's help) লেখেন, "ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে আলোচনা চলছে ৷ রাশিয়ার আগ্রাসন ও সম্ভাব্য শান্তি বৈঠক নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে ৷ সাধারণ মানুষের বিরুদ্ধে হামলাকে বন্ধ করা দরকার ৷ মেলিটোপোলের বন্দি মেয়র ও স্থানীয় জননেতাদের মুক্তির বিষয়ে সাহায্যও চাওয়া হয়েছে তাঁর কাছে ৷"

আরও পড়ুন: US on Russia-Ukraine Crisis : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ন্যাটো গোষ্ঠী, স্পষ্ট করলেন বাইডেন

এর আগে, মেলিটোপোলের মেয়রকে মুক্ত করতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাহায্য চেয়েছেন জেলেনস্কি ৷ টুইটে সে কথা জানিয়ে তিনি লিখেছিলেন, "ওলাফ স্কোলজ ও ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আমি কথা বলেছি ৷ সাধারণ মানুষের উপর রাশিয়ার বাহিনীর আগ্রাসন ও অপরাধের বিষয়ে আমরা কথা বলেছি ৷ মেলিটোপোলের বন্দি মেয়রের মুক্তির জন্য আমার সঙ্গীদের সাহায্য চেয়েছি ৷ শান্তি আলোচনার বিষয়েও আলোচনা হয় ৷ আমাদের একজোট হয়ে আগ্রাসীদের রুখতে হবে ৷"

আরও পড়ুন : Ukraine Crisis : রুশ হামলাকারীদের বিরুদ্ধে হেট স্পিচে সম্মতি ফেসবুক, ইনস্টাগ্রামের

শনিবার জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের মোট তেরোশো সেনার মৃত্যু হয়েছে ৷ এই প্রথমবার যুদ্ধে তাঁদের সেনার ক্ষতির বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ তাঁদের দাবি, রাশিয়ারও বারোশোও বেশি জওয়ানের মৃত্যু হয়েছে ৷ আন্তর্জাতিক মহল যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আর্জি জানালেও নিজেদের অবস্থানে অনড় মস্কো ৷ তাই তাদের বিরুদ্ধে নানা আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা-সহ বিভিন্ন দেশ ৷

Last Updated : Mar 13, 2022, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.