ETV Bharat / international

Ukrainian Actress Killed : আবাসনে পড়ল রুশ মিসাইল, মৃত্যু ইউক্রেনে সর্বোচ্চ শৈল্পিক সম্মানে ভূষিত অভিনেত্রীর - Ukrainian Actress Killed

রাশিয়ার রকেট হামলায় নিহত হলেন ইউক্রেনের বিখ্য়াত অভিনেত্রী ওকসানা শভেটস(Killed Ukrainian Actress Oksana Shvets)৷ ওকসানার বয়স হয়েছিল 67 ৷

Ukrainian Actress Oksana Shvets
অভিনেত্রী ওকসানা শভেটস
author img

By

Published : Mar 18, 2022, 9:43 AM IST

কিভ, 18 মার্চ : যুদ্ধের মাশুল দিচ্ছেন সাধারণ মানুষ ৷ গতকালই ইউক্রেনের একটি থিয়েটার তছনছ হয়ে গিয়েছে রাশিয়ান মিসাইলে ৷ যেখানে আশ্রয় নিয়েছিল বহু ছোট ছোট ছেলেমেয়ে ৷ হামলার হাত থেকে রেহাই পায়নি হাসপাতাল, রেসিডেন্সিয়াল এলাকাগুলিও ৷ তেমনই এক হামলায় প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস (Ukrainian Actress Oksana Shvets Killed) ৷ 67 বছরের ওকসানা শিল্পে ইউক্রেনের সর্বোচ্চ নাগরিক পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ৷

রাজধানী কিভের একটি অভিজাত আবাসনে থাকতেন ওকসানা ৷ শুক্রবার রাতে সেই আবাসনেই হামলা চালায় রুশ সেনারা ৷ আবাসনে আছড়ে পড়ে রকেট ৷ আর তাতেই মৃত্যু হয়েছে ইউক্রেনের বিখ্য়াত অভিনেত্রী ওকসানার ৷ ওকসানার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর থিয়েটার গ্রুপ 'ইয়ং থিয়েটার' ৷ বিবৃতিতে লেখা ছিল, "কিভের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে রকেট শেলিংয়ের কারণে ইউক্রেনের শিল্পী ওকসানা শভেটস নিহত হয়েছেন ।" ওকসানা ইউক্রেনের সর্বোচ্চ শৈল্পিক সম্মান 'অনার আর্টিস্ট অফ ইউক্রেন' পুরস্কারে ভূষিত হন ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : কিভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, দূতাবাসের তরফে খোঁজ না নেওয়ার অভিযোগ

প্রসঙ্গত, 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ৷ ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে লড়তে রাশিয়ার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে রিপাবলিক অফ ডোনেটস্ক এবং লুহানস্ক ৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় 600 সাধারণ নাগরিক নিহত এবং 1000-এরও বেশি মানুষ আহত হয়েছেন ।

কিভ, 18 মার্চ : যুদ্ধের মাশুল দিচ্ছেন সাধারণ মানুষ ৷ গতকালই ইউক্রেনের একটি থিয়েটার তছনছ হয়ে গিয়েছে রাশিয়ান মিসাইলে ৷ যেখানে আশ্রয় নিয়েছিল বহু ছোট ছোট ছেলেমেয়ে ৷ হামলার হাত থেকে রেহাই পায়নি হাসপাতাল, রেসিডেন্সিয়াল এলাকাগুলিও ৷ তেমনই এক হামলায় প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস (Ukrainian Actress Oksana Shvets Killed) ৷ 67 বছরের ওকসানা শিল্পে ইউক্রেনের সর্বোচ্চ নাগরিক পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ৷

রাজধানী কিভের একটি অভিজাত আবাসনে থাকতেন ওকসানা ৷ শুক্রবার রাতে সেই আবাসনেই হামলা চালায় রুশ সেনারা ৷ আবাসনে আছড়ে পড়ে রকেট ৷ আর তাতেই মৃত্যু হয়েছে ইউক্রেনের বিখ্য়াত অভিনেত্রী ওকসানার ৷ ওকসানার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর থিয়েটার গ্রুপ 'ইয়ং থিয়েটার' ৷ বিবৃতিতে লেখা ছিল, "কিভের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে রকেট শেলিংয়ের কারণে ইউক্রেনের শিল্পী ওকসানা শভেটস নিহত হয়েছেন ।" ওকসানা ইউক্রেনের সর্বোচ্চ শৈল্পিক সম্মান 'অনার আর্টিস্ট অফ ইউক্রেন' পুরস্কারে ভূষিত হন ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : কিভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, দূতাবাসের তরফে খোঁজ না নেওয়ার অভিযোগ

প্রসঙ্গত, 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ৷ ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে লড়তে রাশিয়ার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে রিপাবলিক অফ ডোনেটস্ক এবং লুহানস্ক ৷ রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় 600 সাধারণ নাগরিক নিহত এবং 1000-এরও বেশি মানুষ আহত হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.