ETV Bharat / international

Zelenskyy speaks with Modi : রাষ্ট্রসঙ্ঘে ভারতের রাজনৈতিক সমর্থন চেয়ে মোদিকে ফোন জেলেনস্কির

author img

By

Published : Feb 26, 2022, 7:35 PM IST

Updated : Feb 26, 2022, 8:09 PM IST

ইউক্রেনে রুশ আক্রমণ চলছে ৷ পরিস্থিতি সামলাতে শনিবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ নিন্দাপ্রস্তাব আনে ৷ প্রস্তাবে ভোট না দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যায়নি মোদি সরকার ৷ তারপরেই নরেন্দ্র মোদির সঙ্গে কথা বললেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ৷

Volodymyr Zelenskyy
মোদিকে ফোন জেলেনস্কির

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার হানার আবহে, শনিবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ নিন্দাপ্রস্তাব আনে ৷ প্রস্তাবে ভোট না দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যায়নি মোদি সরকার ৷ তারপরেই নরেন্দ্র মোদির সঙ্গে কথা বললেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ৷ রাশিয়ার সামরিক আক্রমণ বন্ধ করতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের রাজনৈতিক সমর্থন চেয়েছেন তিনি ৷

তারপরেই টুইটারে ইউক্রেনের রাষ্ট্রপতি লেখেন, ‘‘আমাদের মাটিতে এই মুহূর্তে লক্ষাধিক বহিরাগত রয়েছে । তারা ক্রমাগত গোলাবর্ষণ করছে । রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে আমাদের রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করলাম । একসঙ্গে রাশিয়াকে রুখতে হবে ৷’’

  • Spoke with 🇮🇳 Prime Minister @narendramodi. Informed of the course of 🇺🇦 repulsing 🇷🇺 aggression. More than 100,000 invaders are on our land. They insidiously fire on residential buildings. Urged 🇮🇳 to give us political support in🇺🇳 Security Council. Stop the aggressor together!

    — Володимир Зеленський (@ZelenskyyUa) February 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিনের ভোটাভুটিতে সবার নজর ছিল ভারতের দিকে ৷ কারণ নিউদিল্লি আর মস্কোর মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক যথেষ্ট পোক্ত ৷ তাই নরেন্দ্র মোদি কোন পক্ষে যাবেন, তা নিয়ে কৌতূহল ছিল বাকি রাষ্ট্রগুলির ৷ যদিও রাশিয়া ভেটো প্রয়োগে প্রস্তাব খারিজ হয়ে যায় ৷ পরিষদে মোট 15টি সদস্য রাষ্ট্র রয়েছে ৷ অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে ৷ ভারত, চিন আর আরব আমিরশাহী ভোট দেয়নি ৷ বাকি 11টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৷

আরও পড়ুন : রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, দূরে রইলেন মোদি

কাউন্সিলে ভারতের ভোট না দেওয়া প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় প্রতিনিধি টিএস ত্রিমূর্তি বলেন, ‘‘ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত গভীর দুশ্চিন্তার মধ্যে রয়েছে ৷ আমরা আর্জি জানাচ্ছি, এখনই হিংসা এবং শত্রুতা বন্ধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হোক ৷ এই মুহূর্তে আলোচনায় বসার মতো অবস্থা না থাকলেও, সেটাই একমাত্র সমাধান ৷ কূটনৈতিক পথে ফেরা উচিত ৷ এই সবদিক ভেবে ভারত এই নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে দূরে রইল ৷’’

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার হানার আবহে, শনিবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ নিন্দাপ্রস্তাব আনে ৷ প্রস্তাবে ভোট না দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যায়নি মোদি সরকার ৷ তারপরেই নরেন্দ্র মোদির সঙ্গে কথা বললেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ৷ রাশিয়ার সামরিক আক্রমণ বন্ধ করতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের রাজনৈতিক সমর্থন চেয়েছেন তিনি ৷

তারপরেই টুইটারে ইউক্রেনের রাষ্ট্রপতি লেখেন, ‘‘আমাদের মাটিতে এই মুহূর্তে লক্ষাধিক বহিরাগত রয়েছে । তারা ক্রমাগত গোলাবর্ষণ করছে । রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে আমাদের রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করলাম । একসঙ্গে রাশিয়াকে রুখতে হবে ৷’’

  • Spoke with 🇮🇳 Prime Minister @narendramodi. Informed of the course of 🇺🇦 repulsing 🇷🇺 aggression. More than 100,000 invaders are on our land. They insidiously fire on residential buildings. Urged 🇮🇳 to give us political support in🇺🇳 Security Council. Stop the aggressor together!

    — Володимир Зеленський (@ZelenskyyUa) February 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিনের ভোটাভুটিতে সবার নজর ছিল ভারতের দিকে ৷ কারণ নিউদিল্লি আর মস্কোর মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক যথেষ্ট পোক্ত ৷ তাই নরেন্দ্র মোদি কোন পক্ষে যাবেন, তা নিয়ে কৌতূহল ছিল বাকি রাষ্ট্রগুলির ৷ যদিও রাশিয়া ভেটো প্রয়োগে প্রস্তাব খারিজ হয়ে যায় ৷ পরিষদে মোট 15টি সদস্য রাষ্ট্র রয়েছে ৷ অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে ৷ ভারত, চিন আর আরব আমিরশাহী ভোট দেয়নি ৷ বাকি 11টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৷

আরও পড়ুন : রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, দূরে রইলেন মোদি

কাউন্সিলে ভারতের ভোট না দেওয়া প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় প্রতিনিধি টিএস ত্রিমূর্তি বলেন, ‘‘ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত গভীর দুশ্চিন্তার মধ্যে রয়েছে ৷ আমরা আর্জি জানাচ্ছি, এখনই হিংসা এবং শত্রুতা বন্ধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হোক ৷ এই মুহূর্তে আলোচনায় বসার মতো অবস্থা না থাকলেও, সেটাই একমাত্র সমাধান ৷ কূটনৈতিক পথে ফেরা উচিত ৷ এই সবদিক ভেবে ভারত এই নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে দূরে রইল ৷’’

Last Updated : Feb 26, 2022, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.