কিভ, 3 ফেব্রুয়ারি : অষ্টম দিনেও অব্যাহত ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন (Russia-Ukraine Conflict) ৷ রাজধানী কিভ দখলে মরিয়া রুশ সেনা বাহিনী একের পর এক আক্রমণ শানিয়ে চলেছে সেখানে ৷ ইতিমধ্যেই, ইউক্রেনের দুই গুরুত্বপূর্ণ শহর খেরসন ও খারকিভ তাদের দখলে চলে এসেছে বলে দাবি করেছে রুশ সেনা ৷ মারিওপোল শহরও ঘিরে ফেলা হয়েছে বলে দাবি পুতিন বাহিনীর ৷
তবে বৃহস্পতিবার ইউক্রেন দাবি করেছে, ভ্লাদিমির পুতিনের সেনা বাহিনীর উপর এদিন দেশের নানা প্রান্তে বড় আঘাত হেনেছে সে দেশের সেনা ৷ ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, "সাজা না পেয়ে শত্রুরা ফিরবে না ৷ রাশিয়ার দখলদার বাহিনীর উপর বড় হামলা চালিয়েছে ইউক্রেন সেনা ৷ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে ৷" তবে এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভেরভের মুখে ফের শোনা গিয়েছে পরমাণু যুদ্ধের কথা ৷ আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, রুশ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলে বলেছেন, "পশ্চিমের দেশের রাষ্ট্র নেতাদের মাথায় পরমাণু যুদ্ধের বিষয়টি ঘোরাফেরা করছে, রাশিয়ার মাথায় নয় ৷ তাঁরা পরমাণু যুদ্ধের উস্কানি দিচ্ছেন ৷"
-
Russian Foreign Minister Sergey Lavrov accuses Western politicians of considering 'nuclear war', which is 'not in the heads of Russians': AFP News Agency#RussiaUkraineConflict
— ANI (@ANI) March 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
(File photo) pic.twitter.com/H1v2fUadYz
">Russian Foreign Minister Sergey Lavrov accuses Western politicians of considering 'nuclear war', which is 'not in the heads of Russians': AFP News Agency#RussiaUkraineConflict
— ANI (@ANI) March 3, 2022
(File photo) pic.twitter.com/H1v2fUadYzRussian Foreign Minister Sergey Lavrov accuses Western politicians of considering 'nuclear war', which is 'not in the heads of Russians': AFP News Agency#RussiaUkraineConflict
— ANI (@ANI) March 3, 2022
(File photo) pic.twitter.com/H1v2fUadYz
আরও পড়ুন : কিভের মেট্রো স্টেশনের কাছে জোড়া বিস্ফোরণ, সতর্কতা জারি আকাশপথে
ইউক্রেন দাবি করেছে রুশ হানায় তাঁদেক দেশে 2 হাজারেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে ৷ কিভের উপর রাশিয়ার আক্রমণের তেজ বাড়ায় কিভে হাই এলার্ট জারি করেছে প্রশাসন ৷ ঘন ঘন বেজে চলেছে 'এয়ার রেড অ্যালার্ট'৷ মনে করা হচ্ছে রাশিয়ার বিমান বাহিনী ওডেসা, জাপোরিজিয়া, চিরনিহিভ, লিভিভ শহরেও বড় হামলা চালাতে পারে ৷ সেই মর্মেও জারি হয়েছে সতর্কবার্তা ৷ এদিন সকাল থেকেই ইউক্রেনের আরেক শহর সুমির উপরেও বিমান ও ক্ষেপণাস্ত্র হানা শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী ৷ কিভ থেকে রাশিয়ার পদাতিক বাহিনী বর্তমানে প্রায় 30 কিলোমিটার দূরে রয়েছে বলে জানা গিয়েছে ৷