ETV Bharat / international

Ukraine Ready talks with Russia : রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট - জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে (Russia-Ukraine Crisis) ৷ সেই পরিস্থিতিতে দু’পক্ষ এবার আলোচনা টেবিলে আসতে চলেছে ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি (Ukraine President Volodymyr Zelenskyy) আলোচনায় রাজি হননি ৷

ukraine agrees to peace talks with russia on belarus ukraine border
Ukraine Ready talks with Russia : রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট
author img

By

Published : Feb 27, 2022, 8:31 PM IST

Updated : Feb 27, 2022, 9:03 PM IST

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি : অবশেষে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় রাজি হল ইউক্রেন (Ukraine agrees to peace talks with Russia on Belarus-Ukraine border) ৷ রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির (Ukraine President Volodymyr Zelenskyy) সঙ্গে বেলরুশের প্রেসিডেন্টের কথা হয় ৷ সেখানেই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে সম্মত হন তিনি ৷

এর আগে রাশিয়ার তরফে বেলারুশে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু জেলেনেস্কি সেই প্রস্তাব খারিজ করে দেন ৷ কারণ, বেলারুশের দিক থেকে রাশিয়ার সেনার একটা অংশ ইউক্রেনে আক্রমণ করেছিল ৷

শেষ পর্যন্ত ঠিক হয়েছে আলোচনা হবে ইউক্রেন ও বেলারুশ সীমান্তে ৷ প্রিপ্যাট নদীর পাশে হবে দু'দেশের শান্তি আলোচনা ৷ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন যে ওই জায়গায় তাঁর দেশের প্রতিনিধিরা যাবেন ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই আলোচনার কোনও পূর্বশর্ত থাকবে না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ইউক্রেন এখন যুদ্ধবিধ্বস্ত দেশ ৷ তারা রাশিয়ার আক্রমণের মুখে পড়েছে ৷ ইউক্রেনের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ যুদ্ধ থামাতে তৎপর ওই দেশের প্রেসিডেন্ট জেলেনেস্কি ৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এই নিয়ে সরব হয়েছে ইউক্রেন ৷ সেদেশের প্রেসিডেন্ট কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ৷

তাই এই পরিস্থিতিতে দুই দেশ আলোচনার টেবিলে আসতে চাইছে, এটাই স্বস্তির বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ সেই কারণেই কবে আলোচনা হয় এবং তার থেকে কী ফল বের হয়, সেদিকেই আপাতত তাকিয়ে গোটা বিশ্ব ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ভারি বুটের শব্দ ও বারুদের গন্ধে ক্ষতবিক্ষত ছবির মতো সুন্দর দেশ

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি : অবশেষে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় রাজি হল ইউক্রেন (Ukraine agrees to peace talks with Russia on Belarus-Ukraine border) ৷ রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির (Ukraine President Volodymyr Zelenskyy) সঙ্গে বেলরুশের প্রেসিডেন্টের কথা হয় ৷ সেখানেই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে সম্মত হন তিনি ৷

এর আগে রাশিয়ার তরফে বেলারুশে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু জেলেনেস্কি সেই প্রস্তাব খারিজ করে দেন ৷ কারণ, বেলারুশের দিক থেকে রাশিয়ার সেনার একটা অংশ ইউক্রেনে আক্রমণ করেছিল ৷

শেষ পর্যন্ত ঠিক হয়েছে আলোচনা হবে ইউক্রেন ও বেলারুশ সীমান্তে ৷ প্রিপ্যাট নদীর পাশে হবে দু'দেশের শান্তি আলোচনা ৷ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন যে ওই জায়গায় তাঁর দেশের প্রতিনিধিরা যাবেন ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই আলোচনার কোনও পূর্বশর্ত থাকবে না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ইউক্রেন এখন যুদ্ধবিধ্বস্ত দেশ ৷ তারা রাশিয়ার আক্রমণের মুখে পড়েছে ৷ ইউক্রেনের পরিস্থিতি ভয়ঙ্কর ৷ যুদ্ধ থামাতে তৎপর ওই দেশের প্রেসিডেন্ট জেলেনেস্কি ৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এই নিয়ে সরব হয়েছে ইউক্রেন ৷ সেদেশের প্রেসিডেন্ট কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ৷

তাই এই পরিস্থিতিতে দুই দেশ আলোচনার টেবিলে আসতে চাইছে, এটাই স্বস্তির বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ সেই কারণেই কবে আলোচনা হয় এবং তার থেকে কী ফল বের হয়, সেদিকেই আপাতত তাকিয়ে গোটা বিশ্ব ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ভারি বুটের শব্দ ও বারুদের গন্ধে ক্ষতবিক্ষত ছবির মতো সুন্দর দেশ

Last Updated : Feb 27, 2022, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.