ETV Bharat / international

জি7-র ভার্চুয়াল সম্মেলনে সভাপতিত্ব করবেন বরিস জনসন - ইংল্যান্ডের প্রধানমন্ত্রী

কোরোনার ভ্যাকসিন বণ্টন ও ভবিষ্যতে এধরনের মহামারির বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করতে আগামী শুক্রবার জি7-র সদস্য দেশগুলির সঙ্গে ভার্চুয়াল সভা করবেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ যে সভায় প্রথমবার কোনও বহু দেশীয় সম্মেলনে যোগ দেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

uk-pm-to-host-virtual-meeting-of-g7-leaders
জি7-র ভার্চুয়াল সম্মেলনে সভাপতিত্ব করবেন বরিস জনসন
author img

By

Published : Feb 14, 2021, 8:55 PM IST

লন্ডন, 14 ফেব্রুয়ারি : কোরোনার প্রতিষেধকের সমান বণ্টন এবং ভবিষ্যতের মহামারির সঙ্গে যৌথভাবে লড়াই করতে জি7-র সদস্য় দেশগুলির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী রবিস জনসন ৷ আগামী শুক্রবারের এই বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি ৷

ডাউনিং স্ট্রিটের তরফে শনিবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, বরিস জনসন মহামারি নিয়ে বিশ্বের কী মনোভাব ? কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক স্তরের প্রতিক্রিয়া থেকে কী শিক্ষা নেওয়া যায়? এ নিয়ে আলোচনা করা হবে ৷ ‘‘কোরোনা মহামারির এই চ্যালেঞ্জের সমাধান খুঁজতে আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে ৷ প্রতিটি দেশ ভ্যাকসিন পেতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে ৷ আমাদের পরিবেশের যে ক্ষতি হয়েছে, এই সব ঠিক করতে আমাদের লড়াই করতে হবে,’’ বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : G7 সম্প্রসারণে অ্যামেরিকার সঙ্গে কাজ করে ভারত খুশি হবে, মন্তব্য ভারতীয় রাষ্ট্রদূতের

সেখানে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘‘আমি আশা করি 2021 সালকে আমরা মনে রাখব, মানবিক কাজের জন্য ৷ যেখানে আগে কখনও কেউ একসঙ্গে একটি বিপদের বিরুদ্ধে লড়াই করেনি ৷’’ 2021 সালে জি7 এর সভাপতি হিসেবে এই ভার্চুয়াল সভায় প্রথম বক্তব্য রাখবেন বরিস জনসন ৷ এই জি7 সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম কোনও বহু দেশীয় সম্মেলন হতে চলেছে ৷ যা কোরোনা পরবর্তী পরিস্থিতিতে বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷

লন্ডন, 14 ফেব্রুয়ারি : কোরোনার প্রতিষেধকের সমান বণ্টন এবং ভবিষ্যতের মহামারির সঙ্গে যৌথভাবে লড়াই করতে জি7-র সদস্য় দেশগুলির নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী রবিস জনসন ৷ আগামী শুক্রবারের এই বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি ৷

ডাউনিং স্ট্রিটের তরফে শনিবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, বরিস জনসন মহামারি নিয়ে বিশ্বের কী মনোভাব ? কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক স্তরের প্রতিক্রিয়া থেকে কী শিক্ষা নেওয়া যায়? এ নিয়ে আলোচনা করা হবে ৷ ‘‘কোরোনা মহামারির এই চ্যালেঞ্জের সমাধান খুঁজতে আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে ৷ প্রতিটি দেশ ভ্যাকসিন পেতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে ৷ আমাদের পরিবেশের যে ক্ষতি হয়েছে, এই সব ঠিক করতে আমাদের লড়াই করতে হবে,’’ বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : G7 সম্প্রসারণে অ্যামেরিকার সঙ্গে কাজ করে ভারত খুশি হবে, মন্তব্য ভারতীয় রাষ্ট্রদূতের

সেখানে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘‘আমি আশা করি 2021 সালকে আমরা মনে রাখব, মানবিক কাজের জন্য ৷ যেখানে আগে কখনও কেউ একসঙ্গে একটি বিপদের বিরুদ্ধে লড়াই করেনি ৷’’ 2021 সালে জি7 এর সভাপতি হিসেবে এই ভার্চুয়াল সভায় প্রথম বক্তব্য রাখবেন বরিস জনসন ৷ এই জি7 সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম কোনও বহু দেশীয় সম্মেলন হতে চলেছে ৷ যা কোরোনা পরবর্তী পরিস্থিতিতে বিশ্বের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.