ETV Bharat / international

Boris Johnson drops covid rules : কমছে ওমিক্রন সংক্রমণ ! ব্রিটেনে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়, থাকছে না ওয়ার্ক ফ্রম হোম

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা কমায় ব্রিটেনে কোভিড বিধি প্রত্যাহার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson rolling back COVID 19 measures)৷ তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে আর ফেস মাস্ক পরা বাধ্যতামূলক নয় ব্রিটেনে ৷

author img

By

Published : Jan 20, 2022, 11:30 AM IST

লন্ডন, 20 জানুয়ারি: ব্রিটেনে মাস্ক পরাটা আর বাধ্যতামূলক নয় (mandatory face masks)৷ থাকছে না ওয়ার্ক ফ্রম হোমও ৷ ওমিক্রনের সংক্রমণ ক্রমে হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson rolling back COVID 19 measures)৷ আগামী সপ্তাহ থেকেই কোভিড সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধও প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

বরিস জনসন জানিয়েছেন, "আমাদের বিজ্ঞানীরা মনে করেন যে, দেশজুড়ে ওমিক্রনের সংক্রমণ শীর্ষে পৌঁছে গিয়েছে ৷ তাই এখন থেকে সরকার আর মানুষকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলবে না ৷" বিশ্বের মধ্যে ব্রিটেনই প্রথম টিকা তৈরি করে এবং ইউরোপে সবার আগে টিকা চালু করা দেশগুলির মধ্যে ব্রিটেন অন্যতম বলে দাবি করেন জনসন ৷ তাঁর কথায়, "আমরা নিজেরাই টিকা তৈরিতে সবচেয়ে বেশি সরব হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে ৷ আমরা গত গ্রীষ্মে সবকিছু খোলা রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছি, যখন অন্য সবাই বলেছিল এটা উচিত হবে না ৷ এই শীতে যখন অন্যরা লকডাউন করে রেখেছে, তখনও আমাদের সব খোলা ছিল ৷ সেই কারণে ইউরোপে আমাদেরই অর্থনীতি এবং সমাজ সবচেয়ে উন্মুক্ত এবং জি-7-এর মধ্যে আমরা সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতির দেশ ৷"

আরও পড়ুন: First Omicron death in UK : ব্রিটেনে ওমিক্রনে প্রথম মৃত্যু নিশ্চিত করলেন জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, দুর্দান্ত বুস্টার প্রচারের কারণে এবং প্ল্যান বি নির্দেশিকায় মানুষ খুব ভালো সাড়া দেওয়ায়, তাঁরা প্ল্যান এ-তে ফিরে যাচ্ছেন এবং প্ল্যান বি-র নির্দেশিকা প্রত্যাহার করছেন ৷ প্ল্যান বি নির্দেশিকা বলতে বাধ্যতামূলক ফেস মাস্ক, বাধ্যতামূলক কোভিড পাস ও ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শের কথা বলা হয়েছে ৷

18 জানুয়ারি ব্রিটেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 94,432 জন ৷ মৃত্যু হয়েছে 438 জন করোনা রোগীর ৷ ব্রিটেনে এখনও পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন 52,133,611 জন ৷ ব্রিটেনই প্রথম দেশ যারা কোভিড 19-এর রূপ বদল মিয়ে সতর্ক করেছিল, ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে আন্তর্জাতিক উড়ানে সফর নিয়ন্ত্রণ করেছিল এবং ডিসেম্বরে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করেছিল ৷ আর বেশিরভাগেরই মাস্ক পরাটা নিশ্চিত করতে পেরেছিল ৷

আরও পড়ুন: Covaxin : কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটিশ সরকার

লন্ডন, 20 জানুয়ারি: ব্রিটেনে মাস্ক পরাটা আর বাধ্যতামূলক নয় (mandatory face masks)৷ থাকছে না ওয়ার্ক ফ্রম হোমও ৷ ওমিক্রনের সংক্রমণ ক্রমে হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson rolling back COVID 19 measures)৷ আগামী সপ্তাহ থেকেই কোভিড সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধও প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

বরিস জনসন জানিয়েছেন, "আমাদের বিজ্ঞানীরা মনে করেন যে, দেশজুড়ে ওমিক্রনের সংক্রমণ শীর্ষে পৌঁছে গিয়েছে ৷ তাই এখন থেকে সরকার আর মানুষকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলবে না ৷" বিশ্বের মধ্যে ব্রিটেনই প্রথম টিকা তৈরি করে এবং ইউরোপে সবার আগে টিকা চালু করা দেশগুলির মধ্যে ব্রিটেন অন্যতম বলে দাবি করেন জনসন ৷ তাঁর কথায়, "আমরা নিজেরাই টিকা তৈরিতে সবচেয়ে বেশি সরব হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে ৷ আমরা গত গ্রীষ্মে সবকিছু খোলা রাখার কঠোর সিদ্ধান্ত নিয়েছি, যখন অন্য সবাই বলেছিল এটা উচিত হবে না ৷ এই শীতে যখন অন্যরা লকডাউন করে রেখেছে, তখনও আমাদের সব খোলা ছিল ৷ সেই কারণে ইউরোপে আমাদেরই অর্থনীতি এবং সমাজ সবচেয়ে উন্মুক্ত এবং জি-7-এর মধ্যে আমরা সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতির দেশ ৷"

আরও পড়ুন: First Omicron death in UK : ব্রিটেনে ওমিক্রনে প্রথম মৃত্যু নিশ্চিত করলেন জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, দুর্দান্ত বুস্টার প্রচারের কারণে এবং প্ল্যান বি নির্দেশিকায় মানুষ খুব ভালো সাড়া দেওয়ায়, তাঁরা প্ল্যান এ-তে ফিরে যাচ্ছেন এবং প্ল্যান বি-র নির্দেশিকা প্রত্যাহার করছেন ৷ প্ল্যান বি নির্দেশিকা বলতে বাধ্যতামূলক ফেস মাস্ক, বাধ্যতামূলক কোভিড পাস ও ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শের কথা বলা হয়েছে ৷

18 জানুয়ারি ব্রিটেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 94,432 জন ৷ মৃত্যু হয়েছে 438 জন করোনা রোগীর ৷ ব্রিটেনে এখনও পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন 52,133,611 জন ৷ ব্রিটেনই প্রথম দেশ যারা কোভিড 19-এর রূপ বদল মিয়ে সতর্ক করেছিল, ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে আন্তর্জাতিক উড়ানে সফর নিয়ন্ত্রণ করেছিল এবং ডিসেম্বরে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করেছিল ৷ আর বেশিরভাগেরই মাস্ক পরাটা নিশ্চিত করতে পেরেছিল ৷

আরও পড়ুন: Covaxin : কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটিশ সরকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.