ETV Bharat / international

Coronavirus in Russia: বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু, রাশিয়ায় 8 দিনের কর্মবিরতি ঘোষণা পুতিনের - COVID Cases

দ্রুতগতিতে টিকাকরণ কর্মসূচি এগোলেও সম্প্রতি রাশিয়ায় বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় সেখানে ১ হাজার ১৫৯ জন করোনা রোগী মারা গিয়েছেন । সবমিলিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ২ লক্ষ ৩৫ হাজার ৫৭-তে, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ ।

To control COVID cases Russia announces 8 day nonworking period
করোনা সামলাতে রাশিয়ায় 8 দিনের কর্মবিরতি ঘোষণা পুটিনের
author img

By

Published : Oct 28, 2021, 8:05 PM IST

মস্কো, 28 অক্টোবর: হু হু করে বাড়ছে সংক্রমণ । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও । করোনাকে বাগে আনতে এবার তাই 8 দিনের কর্মবিরতি ঘোষণা করল রাশিয়া সরকার । ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সেখানকার অধিকাংশ সরকারি এবং বেসরকারি সংস্থার কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন ।

দ্রুতগতিতে টিকাকরণ কর্মসূচি এগোলেও সম্প্রতি রাশিয়ায় বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় সেখানে ১ হাজার ১৫৯ জন করোনা রোগী মারা গিয়েছেন । সবমিলিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ২ লক্ষ ৩৫ হাজার ৫৭-তে, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ ।

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ায় দৈনিক সংক্রমণো ৪০ হাজার ৯৬-তে গিয়ে ঠেকেছে । তাতেই নড়েচড়ে বসেছে মস্কো । সংক্রমণের প্রকোপ যেখানে বেশি, সেখানে বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি । আপাতত বন্ধ রাখা হচ্ছে দোকান-বাজার, কিন্ডারগার্টেন, স্কুল, শরীরচর্চাকেন্দ্র, বিনোদনক্ষেত্র । শুধুমাত্র খাবার সরবরাহ এবং সংগ্রহের জন্য খোলা থাকবে রেস্তরাঁ, ক্যাফেটেরিয়া । খাবার, ওষুধের দোকান এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংস্থাগুলিও খোলা থাকছে ।

সিনেমা হল পুরোপুরি বন্ধ না থাকলেও, স্মার্টফোনে ডিজিটাল কোড যাচাই করিয়ে, সম্পূর্ণ টিকাকরণের নথি দেখিয়ে তবেই ঢোকা যাবে সিনেমা হল, জাদুঘর, কনসার্টে, কর্মবিরতির সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও, যা চালু থাকবে । নাইটক্লাব বন্ধ রাখা হচ্ছে । যাঁদের টিকাকরণ হয়নি এবং ষাটোর্ধ্ব নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন পুতিন । এতে সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছে রুশ সরকার ।

মস্কো, 28 অক্টোবর: হু হু করে বাড়ছে সংক্রমণ । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও । করোনাকে বাগে আনতে এবার তাই 8 দিনের কর্মবিরতি ঘোষণা করল রাশিয়া সরকার । ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সেখানকার অধিকাংশ সরকারি এবং বেসরকারি সংস্থার কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন ।

দ্রুতগতিতে টিকাকরণ কর্মসূচি এগোলেও সম্প্রতি রাশিয়ায় বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় সেখানে ১ হাজার ১৫৯ জন করোনা রোগী মারা গিয়েছেন । সবমিলিয়ে সেখানে করোনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ২ লক্ষ ৩৫ হাজার ৫৭-তে, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ ।

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ায় দৈনিক সংক্রমণো ৪০ হাজার ৯৬-তে গিয়ে ঠেকেছে । তাতেই নড়েচড়ে বসেছে মস্কো । সংক্রমণের প্রকোপ যেখানে বেশি, সেখানে বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি । আপাতত বন্ধ রাখা হচ্ছে দোকান-বাজার, কিন্ডারগার্টেন, স্কুল, শরীরচর্চাকেন্দ্র, বিনোদনক্ষেত্র । শুধুমাত্র খাবার সরবরাহ এবং সংগ্রহের জন্য খোলা থাকবে রেস্তরাঁ, ক্যাফেটেরিয়া । খাবার, ওষুধের দোকান এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংস্থাগুলিও খোলা থাকছে ।

সিনেমা হল পুরোপুরি বন্ধ না থাকলেও, স্মার্টফোনে ডিজিটাল কোড যাচাই করিয়ে, সম্পূর্ণ টিকাকরণের নথি দেখিয়ে তবেই ঢোকা যাবে সিনেমা হল, জাদুঘর, কনসার্টে, কর্মবিরতির সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও, যা চালু থাকবে । নাইটক্লাব বন্ধ রাখা হচ্ছে । যাঁদের টিকাকরণ হয়নি এবং ষাটোর্ধ্ব নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন পুতিন । এতে সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছে রুশ সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.