ETV Bharat / international

2 মাসেই দ্বিগুণ ! বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 6 লাখ - কোরোনা সংক্রমণ

মাত্র দু'মাসেই বিশ্বজুড়ে কোরোনায় মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে । মে মাসে বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছিল তিন লাখ ৷ দু'মাসেই তা বেড়ে ছ'লাখের গণ্ডি পেরিয়েছে ৷

COVID-19
COVID-19
author img

By

Published : Jul 19, 2020, 10:17 AM IST

জেনেভা, 19 জুলাই: কোরোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে । মাত্র দু'মাসেই কোরোনায় মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে । তিন লাখ থেকে তা বেড়ে ছ'লাখের গণ্ডি পার করেছে ৷

বর্তমানে বিশ্বে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 1 কোটি 44 লাখ 25 হাজার 865 ৷ সুস্থ হয়ে উঠেছে 8 কোটি 61 হাজার 21 হাজার 94 জন ৷ মৃত্যু হয়েছে 6 লাখ 4 হাজার 917 জনের ৷ এরমধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি অ্যামেরিকাতেই ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 38 লাখ 33 হাজার 271 ৷ মৃত্যু হয়েছে 1 লাখ 40 হাজার 103 জনের ৷

তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ব্রাজ়িল । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 20 লাখ 75 হাজার 246 ৷ মৃত্যু হয়েছে 78 হাজার 817 জনের ৷ তৃতীয় স্থানে রয়েছে ভারত ৷ মোট আক্রান্তের সংখ্যা 10 লাখ 77 হাজার 864 ৷ তবে ভারতে মৃতের সংখ্যা বাকি দেশগুলির তুলনায় কিছুটা কম । মোট মৃত্যু হয়েছে 26 হাজার 828 জনের ৷

ব্রিটেনে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 45 হাজার 273 জনের । আক্রান্ত হয়েছে 2 লাখ 94 হাজার 66 জন ৷ মেক্সিকোতে কোরোনায় সংক্রমিত হয়েছে 3 লাখ 38 হাজার 913 জন । মৃত্যু হয়েছে 38 হাজার 888 জনের ৷

একসময় সংক্রমণের তালিকায় প্রথম স্থানে ছিল ইট্যালি । বর্তমানে সেদেশে আক্রান্তের সংখ্যা 2 লাখ 44 হাজার 216 । মৃত্যু হয়েছে 35 হাজার 42 জনের ৷

জেনেভা, 19 জুলাই: কোরোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে । মাত্র দু'মাসেই কোরোনায় মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে । তিন লাখ থেকে তা বেড়ে ছ'লাখের গণ্ডি পার করেছে ৷

বর্তমানে বিশ্বে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 1 কোটি 44 লাখ 25 হাজার 865 ৷ সুস্থ হয়ে উঠেছে 8 কোটি 61 হাজার 21 হাজার 94 জন ৷ মৃত্যু হয়েছে 6 লাখ 4 হাজার 917 জনের ৷ এরমধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি অ্যামেরিকাতেই ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 38 লাখ 33 হাজার 271 ৷ মৃত্যু হয়েছে 1 লাখ 40 হাজার 103 জনের ৷

তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ব্রাজ়িল । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 20 লাখ 75 হাজার 246 ৷ মৃত্যু হয়েছে 78 হাজার 817 জনের ৷ তৃতীয় স্থানে রয়েছে ভারত ৷ মোট আক্রান্তের সংখ্যা 10 লাখ 77 হাজার 864 ৷ তবে ভারতে মৃতের সংখ্যা বাকি দেশগুলির তুলনায় কিছুটা কম । মোট মৃত্যু হয়েছে 26 হাজার 828 জনের ৷

ব্রিটেনে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 45 হাজার 273 জনের । আক্রান্ত হয়েছে 2 লাখ 94 হাজার 66 জন ৷ মেক্সিকোতে কোরোনায় সংক্রমিত হয়েছে 3 লাখ 38 হাজার 913 জন । মৃত্যু হয়েছে 38 হাজার 888 জনের ৷

একসময় সংক্রমণের তালিকায় প্রথম স্থানে ছিল ইট্যালি । বর্তমানে সেদেশে আক্রান্তের সংখ্যা 2 লাখ 44 হাজার 216 । মৃত্যু হয়েছে 35 হাজার 42 জনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.