ETV Bharat / international

করোনার ডেল্টা স্ট্রেন প্রতিরোধে 90 শতাংশ কার্যকরী স্পুটনিক ভি, দাবি বিজ্ঞানীর

author img

By

Published : Jul 11, 2021, 3:10 PM IST

করোনা ভাইরাসের (Coronavirus) ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta strain) প্রতিরোধে 90 শতাংশ কার্যকরী রাশিয়ার টিকা স্পুটনিক ভি (Sputnik V) ৷ নোভোসিবার্স্ক স্টেট ইউনিভার্সিটির গবেষণাগারের প্রধান সের্গেই নেকেসভ এমনই দাবি করলেন ৷

sputnik-v-gives-90-pc-protection-against-delta-strain-of-covid-19-scientist
করোনার ডেল্টা স্ট্রেইন প্রতিরোধে 90 শতাংশ কার্যকরী স্পুটনিক ভি, দাবি বিজ্ঞানীর

মস্কো, 11 জুলাই : করোনা ভাইরাসের (Coronavirus) নয়া ডেল্টা স্ট্রেন (Delta strain) থেকে যথাযথ সুরক্ষা দেওয়ার ক্ষমতা রয়েছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি-এর (Sputnik V) ৷ এমনই দাবি নোভোসিবার্স্ক স্টেট ইউনিভার্সিটির গবেষণাগারের প্রধান তথা রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সের সদস্য সের্গেই নেকেসভের ৷

তিনি জনিয়েছেন, "ব্রিটেন, আমেরিকা ও অন্য দেশগুলি থেকে পাওয়া তথ্য বলছে, এমআরএনএ, ভেক্টর টিকা ও আমাদের স্পুটনিক ভি করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে সক্ষম ৷ প্রাথমিক স্ট্রেনের থেকে 95 শতাংশ সুরক্ষা দিতে পারে এই টিকাগুলি ৷ আর এ বার ডেল্টা ভ্যারেয়েন্টের থেকে এগুলি 90 শতাংশেরও অনেক বেশি সুরক্ষা দিচ্ছে ৷" ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে খুবই কার্যকরী এই টিকাগুলি আরও বেশি করে ব্যবহার করা উচিত বলে দাবি করেছেন তিনি ৷

স্পুটনিক ভি টিকা যেখানে তৈরি হয়েছিল সেই গ্যামেলিয়া রিসার্চ সেন্টারের প্রধান ভ্লাদিমির গুশচিন জুনের শেষদিকে দাবি করেছিলেন, ডেল্টা স্ট্রেনের কারণে করোনা ভাইরাসের প্রবল ও মারাত্মক আক্রমণের থেকে 100 শতাংশ সুরক্ষা দিতে কার্যকরী রাশিয়ার এই টিকা ৷ 2020 সালের অগস্টে বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক টিকা স্পুটনিক ভি আবিষ্কার করে রাশিয়া ৷

আরও পড়ুন: স্বস্তি ! ফের হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

ল্যানসেট মেডিক্যাল পত্রিকায় প্রকাশিত ট্রায়ালের পর্যালোচনার পর জানানো হয়েছে যে স্পুটনিক ভি-এর 91.6 শতাংশ কার্যকারিতা রয়েছে ৷ তবে গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডারমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে দাবি করা হয়েছে যে স্পুটনিক ভি-এর কার্যকারিতা 97.6 শতাংশ ৷ এখনও পর্যন্ত স্পুটনিক ভি টিকাকরণের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার সমস্যা ধরা পড়েনি ৷ বর্তমানে 60টিরও বেশি দেশে চলছে স্পুটনিক ভি-এর টিকাকরণ ৷

আরও পড়ুন: রথের দড়ি টানতে করোনা টিকার দু'টি ডোজ় বাধ্যতামূলক, লাগবে আরটিপিসিআর রিপোর্টও

এদিকে, ভারতে আজ আরও কিছুটা কমেছে করোনা ভাইরাসের (Coronavirus India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হন 41 হাজার 506 জন ৷ গতকাল দৈনিক মৃত্যু হাজারের উপরে উঠে গেলেও আজ ফের তা কমে হয়েছে 895 জন । গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 41 হাজার 526 জন । করোনার তৃতীয় ঢেউ দেশে আছড়ে পড়তে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ আর ডেল্টা ভ্যারিয়েন্টই এই ঢেউকে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে ৷ এই অবস্থায় ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে স্পুটনিক ভি টিকা কার্যকরী হবে বলে দাবি করলেন বিজ্ঞানীরা ৷

মস্কো, 11 জুলাই : করোনা ভাইরাসের (Coronavirus) নয়া ডেল্টা স্ট্রেন (Delta strain) থেকে যথাযথ সুরক্ষা দেওয়ার ক্ষমতা রয়েছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি-এর (Sputnik V) ৷ এমনই দাবি নোভোসিবার্স্ক স্টেট ইউনিভার্সিটির গবেষণাগারের প্রধান তথা রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সের সদস্য সের্গেই নেকেসভের ৷

তিনি জনিয়েছেন, "ব্রিটেন, আমেরিকা ও অন্য দেশগুলি থেকে পাওয়া তথ্য বলছে, এমআরএনএ, ভেক্টর টিকা ও আমাদের স্পুটনিক ভি করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে সক্ষম ৷ প্রাথমিক স্ট্রেনের থেকে 95 শতাংশ সুরক্ষা দিতে পারে এই টিকাগুলি ৷ আর এ বার ডেল্টা ভ্যারেয়েন্টের থেকে এগুলি 90 শতাংশেরও অনেক বেশি সুরক্ষা দিচ্ছে ৷" ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে খুবই কার্যকরী এই টিকাগুলি আরও বেশি করে ব্যবহার করা উচিত বলে দাবি করেছেন তিনি ৷

স্পুটনিক ভি টিকা যেখানে তৈরি হয়েছিল সেই গ্যামেলিয়া রিসার্চ সেন্টারের প্রধান ভ্লাদিমির গুশচিন জুনের শেষদিকে দাবি করেছিলেন, ডেল্টা স্ট্রেনের কারণে করোনা ভাইরাসের প্রবল ও মারাত্মক আক্রমণের থেকে 100 শতাংশ সুরক্ষা দিতে কার্যকরী রাশিয়ার এই টিকা ৷ 2020 সালের অগস্টে বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক টিকা স্পুটনিক ভি আবিষ্কার করে রাশিয়া ৷

আরও পড়ুন: স্বস্তি ! ফের হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

ল্যানসেট মেডিক্যাল পত্রিকায় প্রকাশিত ট্রায়ালের পর্যালোচনার পর জানানো হয়েছে যে স্পুটনিক ভি-এর 91.6 শতাংশ কার্যকারিতা রয়েছে ৷ তবে গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডারমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে দাবি করা হয়েছে যে স্পুটনিক ভি-এর কার্যকারিতা 97.6 শতাংশ ৷ এখনও পর্যন্ত স্পুটনিক ভি টিকাকরণের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার সমস্যা ধরা পড়েনি ৷ বর্তমানে 60টিরও বেশি দেশে চলছে স্পুটনিক ভি-এর টিকাকরণ ৷

আরও পড়ুন: রথের দড়ি টানতে করোনা টিকার দু'টি ডোজ় বাধ্যতামূলক, লাগবে আরটিপিসিআর রিপোর্টও

এদিকে, ভারতে আজ আরও কিছুটা কমেছে করোনা ভাইরাসের (Coronavirus India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হন 41 হাজার 506 জন ৷ গতকাল দৈনিক মৃত্যু হাজারের উপরে উঠে গেলেও আজ ফের তা কমে হয়েছে 895 জন । গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 41 হাজার 526 জন । করোনার তৃতীয় ঢেউ দেশে আছড়ে পড়তে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ আর ডেল্টা ভ্যারিয়েন্টই এই ঢেউকে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে ৷ এই অবস্থায় ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে স্পুটনিক ভি টিকা কার্যকরী হবে বলে দাবি করলেন বিজ্ঞানীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.