ETV Bharat / international

জীবাণুনাশক দিয়ে কোরোনা ভাইরাস মারা যায় না, বলছে WHO - কোরোনভাইরাস খবর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, রাস্তায় ও বাজার এলাকায় জীবাণুনাশকের ব্যবহার করছে কয়েকটি দেশ । কোরোনা ভাইরাসকে মারার জন্য এই পথ বেছে নিয়েছে তারা । কিন্তু এই পদ্ধতি কতটা কার্যকরী হবে তার কোনও নিশ্চয়তা নেই ।

WHO
WHO
author img

By

Published : May 17, 2020, 9:30 AM IST

জেনেভা, 17 মে : কোরোনা সংক্রমণ এড়াতে এলাকা এলাকায় রাসায়নিক স্প্রে করা হচ্ছে । জীবাণুমুক্ত করা হচ্ছে এলাধিক এলাকা । কিন্তু, তা নিয়ে এবার সতর্ক করল WHO । এতে কোরোনা ভাইরাসকে নিশ্চিহ্ন করা তো যায়-ই না উলটে স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে বলে তাদের বক্তব্য ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, রাস্তায় ও বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে করছে কয়েকটি দেশ । কোরোনা ভাইরাসকে মারার জন্য এই পথ বেছে নিয়েছে তারা । কিন্তু এই পদ্ধতি কতটা কার্যকরী হবে তার কোনও নিশ্চয়তা নেই । তারা জীবাণুনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে না ।

বাড়ির বাইরে বা লোকালয়ে জীবাণুনাশক স্প্রে করলে তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে জানিয়েছে তারা । এমনকী কোনওভাবেই মানুষের উপর এই জীবাণুনাশক স্প্রে করা উচিত নয় ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত এক নথিতে উল্লেখ করা হয়, “এটি শারীরিক ও মানসিকভাবে একজন মানুষের ক্ষতি করতে পারে । ড্রপলেট থেকে বা একে অপরের সংস্পর্শ থেকে ভাইরাসের সংক্রমণ আটকাতে পারে না । ক্লোরিন বা অন্যান্য বিষাক্ত রাসয়নিক দ্রব্যের প্রয়োগ করা উচিত না । এর জেরে মানুষের চোখ বা ত্বকে জ্বালা করতে পারে । শ্বাসনালিতে সমস্যা তৈরি করতে পারে । গ্যাসট্রোইনটেসটিনাল সমস্যাও হতে পারে ।”

ঘরে বা বাইরে কোথাও জীবাণুনাশকের স্প্রে-র ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছে WHO । যদি একান্তই এই জীবাণুনাশকের ব্যবহার করতে হয় সেক্ষেত্রে একটি কাপড়ের সাহায্যে করা উচিত বলে জানিয়েছে তারা । কাপড়ে জীবাণুনাশক নিয়ে তা দিয়ে মুছে নেওয়া যেতে পারে তাদের বক্তব্য ।

জেনেভা, 17 মে : কোরোনা সংক্রমণ এড়াতে এলাকা এলাকায় রাসায়নিক স্প্রে করা হচ্ছে । জীবাণুমুক্ত করা হচ্ছে এলাধিক এলাকা । কিন্তু, তা নিয়ে এবার সতর্ক করল WHO । এতে কোরোনা ভাইরাসকে নিশ্চিহ্ন করা তো যায়-ই না উলটে স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে বলে তাদের বক্তব্য ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, রাস্তায় ও বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে করছে কয়েকটি দেশ । কোরোনা ভাইরাসকে মারার জন্য এই পথ বেছে নিয়েছে তারা । কিন্তু এই পদ্ধতি কতটা কার্যকরী হবে তার কোনও নিশ্চয়তা নেই । তারা জীবাণুনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে না ।

বাড়ির বাইরে বা লোকালয়ে জীবাণুনাশক স্প্রে করলে তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে জানিয়েছে তারা । এমনকী কোনওভাবেই মানুষের উপর এই জীবাণুনাশক স্প্রে করা উচিত নয় ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রকাশিত এক নথিতে উল্লেখ করা হয়, “এটি শারীরিক ও মানসিকভাবে একজন মানুষের ক্ষতি করতে পারে । ড্রপলেট থেকে বা একে অপরের সংস্পর্শ থেকে ভাইরাসের সংক্রমণ আটকাতে পারে না । ক্লোরিন বা অন্যান্য বিষাক্ত রাসয়নিক দ্রব্যের প্রয়োগ করা উচিত না । এর জেরে মানুষের চোখ বা ত্বকে জ্বালা করতে পারে । শ্বাসনালিতে সমস্যা তৈরি করতে পারে । গ্যাসট্রোইনটেসটিনাল সমস্যাও হতে পারে ।”

ঘরে বা বাইরে কোথাও জীবাণুনাশকের স্প্রে-র ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছে WHO । যদি একান্তই এই জীবাণুনাশকের ব্যবহার করতে হয় সেক্ষেত্রে একটি কাপড়ের সাহায্যে করা উচিত বলে জানিয়েছে তারা । কাপড়ে জীবাণুনাশক নিয়ে তা দিয়ে মুছে নেওয়া যেতে পারে তাদের বক্তব্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.