প্যারিস, 16 এপ্রিল : প্যারিসের নতর দাম গির্জায় আগুন। গতকাল বিকেলে গির্জা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরফলে ঐতিহ্যশালী গির্জায় অনেক স্থাপত্য নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
বর্তমানে 850 বছর বয়সি গির্জাটির সংস্কারের কাজ চলছে। সেখান থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে প্যারিসের ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রেগরি জানান, গির্জার সংস্কারে যেসব শ্রমিকরা কাজ করছিলেন তাঁরা যতটা পেরেছেন স্থাপত্যগুলি বাঁচানোর চেষ্টা করেছেন। যদিও গির্জার এক মুখপাত্র সংবাদসংস্থা AFP-কে জানান, কাঠের কাজ করা কিছু স্থাপত্য আগুনে পুড়ে গেছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁকর, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জোলো মের্কেল ঘটনায় শোক প্রকাশ করেন।