ETV Bharat / international

Booker Prize: বর্ণবিদ্বেষের গল্প শুনিয়ে বুকার পুরস্কার জয় দক্ষিণ আফ্রিকার লেখকের - দক্ষিণ আফ্রিকার লেখক

বর্ণবিদ্বেষের গল্প শুনিয়ে বুকার পুরস্কার (Booker Prize) জিতলেন দক্ষিণ আফ্রিকার লেখক (South African Writer) ডেমন গালগাট (Damon Galgut) ৷ দ্য প্রমিস (The Promise) উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি ৷

south-african-writer damon-galgut-wins-booker-prize-for-the-promise
বর্ণবিদ্বেষের গল্প শুনিয়ে বুকার পুরস্কার জয় দক্ষিণ আফ্রিকার লেখকের
author img

By

Published : Nov 4, 2021, 2:21 PM IST

লন্ডন, 9 নভেম্বর: সম্মানীয় বুকার পুরস্কার (Booker Prize) জিতলেন দক্ষিণ আফ্রিকার লেখক (South African Writer) ডেমন গালগাট (Damon Galgut) ৷ তাঁর লেখা উপন্যাস ‘দ্য প্রমিস’-এর (The Promise) জন্য তিনি পেয়েছেন এই বিরল সম্মান ৷ দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষের ইতিহাসের হিসেব দিচ্ছে এক শ্বেতাঙ্গ পরিবার - এই নিয়েই লেখা তাঁর কল্পকাহিনী ৷

লন্ডনে 50,000 পাউন্ডের (69 হাজার মার্কিন ডলার) সম্মানীয় ব্রিটিশ পুরস্কার গ্রহণ করে 57 বছরের ডেমন বলেছেন, "এজন্য আমি প্রকৃতই গভীর ও বিনীত ভাবে কৃতজ্ঞ ৷" কাটানো সময় কীভাবে একটি পরিবার, একটি দেশ, তার রাজনীতি ও বিচারব্যবস্থার উপর প্রভাব ফেলে, তা একটি উপন্যাসের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন বলে জানিয়েছেন শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান লেখক ৷

বুকার পুরস্কার জেতার পরই তিনি নিজের দেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, "আফ্রিকার লেখকদের জন্য এটা একটা দারুণ বছর ৷ যে বৈশিষ্ট্যপূর্ণ উপমহাদেশের আমি অংশ, সেখানকার সব চেনা ও অচেনা লেখকদের বলা ও না-বলা গল্পগুলোর তরফে আমি এই পুরস্কার গ্রহণ করছি ৷" তাঁর বিনীত অনুরোধ, "দয়া করে আমাদের কথা শুনতে থাকুন, আরও অনেক কিছু বলার আছে ৷"

আরও পড়ুন: Narendra Modi : ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টার যোগ্য জবাব দেয় সেনাবাহিনী : মোদি

এবছর সাহিত্যে নোবেল পুরস্কারও আফ্রিকার এক লেখকই (আবদুলরাজাক গুরনাহ) পেয়েছেন, তাও মনে করিয়ে দেন তিনি ৷ গালগাটের বুকার পুরস্কার জেতার কয়েক ঘণ্টা আগেই ঘোষণা হয়েছে যে, ফ্রান্সের শীর্ষ সাহিত্য পুরস্কার পাচ্ছেন সেনেগালের 31 বছরের লেখক মহম্মদ এমবুগার ৷

আরও পড়ুন: Ghoramara Island : ঘোড়ামারা দ্বীপের চরে ডুবল বাংলাদেশি জাহাজ, উদ্ধার 13 কর্মী

তিনবার ফাইনালে উঠে অবশেষে বুকার পুরস্কার জিতলেন ডেমন গালগাট ৷ এর আগে 2003 সালে দ্য গুড ডক্টর ও 2010 সালে ইন আ স্ট্রেঞ্জ রুমের জন্য শর্টলিস্টেড হয়েছিল তাঁর নাম ৷ তবে কোনওটাতেই তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি ৷ ডেমন হলেন তৃতীয় দক্ষিণ আফ্রিকান লেখক, যিনি বুকার পুরস্কার জিতলেন ৷ 1974 সালে নাদিন গর্ডিমার বুকার পুরস্কার পেয়েছেন ৷ এ ছাড়াও 1983 সালে ও 1999 সালে দু বার এই পুরস্কার জেতেন জেএম কোয়েটজি ৷

আরও পড়ুন: Narendra Modi : ভারতে 500 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন তৈরির প্রস্তুতি চলছে, জি-20 বৈঠকে জানালেন মোদি

লন্ডন, 9 নভেম্বর: সম্মানীয় বুকার পুরস্কার (Booker Prize) জিতলেন দক্ষিণ আফ্রিকার লেখক (South African Writer) ডেমন গালগাট (Damon Galgut) ৷ তাঁর লেখা উপন্যাস ‘দ্য প্রমিস’-এর (The Promise) জন্য তিনি পেয়েছেন এই বিরল সম্মান ৷ দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষের ইতিহাসের হিসেব দিচ্ছে এক শ্বেতাঙ্গ পরিবার - এই নিয়েই লেখা তাঁর কল্পকাহিনী ৷

লন্ডনে 50,000 পাউন্ডের (69 হাজার মার্কিন ডলার) সম্মানীয় ব্রিটিশ পুরস্কার গ্রহণ করে 57 বছরের ডেমন বলেছেন, "এজন্য আমি প্রকৃতই গভীর ও বিনীত ভাবে কৃতজ্ঞ ৷" কাটানো সময় কীভাবে একটি পরিবার, একটি দেশ, তার রাজনীতি ও বিচারব্যবস্থার উপর প্রভাব ফেলে, তা একটি উপন্যাসের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন বলে জানিয়েছেন শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান লেখক ৷

বুকার পুরস্কার জেতার পরই তিনি নিজের দেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, "আফ্রিকার লেখকদের জন্য এটা একটা দারুণ বছর ৷ যে বৈশিষ্ট্যপূর্ণ উপমহাদেশের আমি অংশ, সেখানকার সব চেনা ও অচেনা লেখকদের বলা ও না-বলা গল্পগুলোর তরফে আমি এই পুরস্কার গ্রহণ করছি ৷" তাঁর বিনীত অনুরোধ, "দয়া করে আমাদের কথা শুনতে থাকুন, আরও অনেক কিছু বলার আছে ৷"

আরও পড়ুন: Narendra Modi : ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টার যোগ্য জবাব দেয় সেনাবাহিনী : মোদি

এবছর সাহিত্যে নোবেল পুরস্কারও আফ্রিকার এক লেখকই (আবদুলরাজাক গুরনাহ) পেয়েছেন, তাও মনে করিয়ে দেন তিনি ৷ গালগাটের বুকার পুরস্কার জেতার কয়েক ঘণ্টা আগেই ঘোষণা হয়েছে যে, ফ্রান্সের শীর্ষ সাহিত্য পুরস্কার পাচ্ছেন সেনেগালের 31 বছরের লেখক মহম্মদ এমবুগার ৷

আরও পড়ুন: Ghoramara Island : ঘোড়ামারা দ্বীপের চরে ডুবল বাংলাদেশি জাহাজ, উদ্ধার 13 কর্মী

তিনবার ফাইনালে উঠে অবশেষে বুকার পুরস্কার জিতলেন ডেমন গালগাট ৷ এর আগে 2003 সালে দ্য গুড ডক্টর ও 2010 সালে ইন আ স্ট্রেঞ্জ রুমের জন্য শর্টলিস্টেড হয়েছিল তাঁর নাম ৷ তবে কোনওটাতেই তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি ৷ ডেমন হলেন তৃতীয় দক্ষিণ আফ্রিকান লেখক, যিনি বুকার পুরস্কার জিতলেন ৷ 1974 সালে নাদিন গর্ডিমার বুকার পুরস্কার পেয়েছেন ৷ এ ছাড়াও 1983 সালে ও 1999 সালে দু বার এই পুরস্কার জেতেন জেএম কোয়েটজি ৷

আরও পড়ুন: Narendra Modi : ভারতে 500 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন তৈরির প্রস্তুতি চলছে, জি-20 বৈঠকে জানালেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.