ETV Bharat / international

লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা, আহত একাধিক

লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি ৷ আক্রমণকারীকে আটক করেছে লন্ডন পুলিশ ৷

ফোটো সৌজন্যে- @ANItwitter
ফোটো সৌজন্যে- @ANItwitter
author img

By

Published : Nov 29, 2019, 9:19 PM IST

Updated : Nov 30, 2019, 9:14 AM IST

লন্ডন, 29 নভেম্বর : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি ৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ ঘটনাস্থানেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী ৷

পুলিশ সূত্রে খবর, 2017 সালেও ব্রিজের কাছে এই চত্বরে জঙ্গিরা আক্রমণ করেছিল ৷ ওই ঘটনায় আটজন নিহত হয়েছিলেন ৷ আজ দুপুর 2টো নাগাদ একই জায়গায় ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি ৷ হামলায় কয়েকজন আহত হয়েছেন ৷

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, "লন্ডন ব্রিজের এই ঘটনায় আমি আপডেট রাখছি ৷ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও সমস্ত জরুরি পরিষেবাকে ধন্যবাদ ৷" ব্রিটেনের অভ্যন্তরীণ মন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, ঘটনাটি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন ৷

ঘটনার প্রতক্ষ্যদর্শী একজন সাংবাদিক জানান, কয়েকজনের মধ্যে মারপিট চলছিল ৷ হঠাৎ দু'টো গুলির শব্দ শুনতে পান ৷ তারপরই একজন মাটিতে লুটিয়ে পড়েন ৷

লন্ডন ব্রিজে এই আক্রমণের সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে বলে মনে করছে লন্ডন পুলিশ ৷

লন্ডন, 29 নভেম্বর : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি ৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ ঘটনাস্থানেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী ৷

পুলিশ সূত্রে খবর, 2017 সালেও ব্রিজের কাছে এই চত্বরে জঙ্গিরা আক্রমণ করেছিল ৷ ওই ঘটনায় আটজন নিহত হয়েছিলেন ৷ আজ দুপুর 2টো নাগাদ একই জায়গায় ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি ৷ হামলায় কয়েকজন আহত হয়েছেন ৷

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, "লন্ডন ব্রিজের এই ঘটনায় আমি আপডেট রাখছি ৷ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও সমস্ত জরুরি পরিষেবাকে ধন্যবাদ ৷" ব্রিটেনের অভ্যন্তরীণ মন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, ঘটনাটি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন ৷

ঘটনার প্রতক্ষ্যদর্শী একজন সাংবাদিক জানান, কয়েকজনের মধ্যে মারপিট চলছিল ৷ হঠাৎ দু'টো গুলির শব্দ শুনতে পান ৷ তারপরই একজন মাটিতে লুটিয়ে পড়েন ৷

লন্ডন ব্রিজে এই আক্রমণের সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে বলে মনে করছে লন্ডন পুলিশ ৷

Bengaluru (Karnataka), Nov 29 (ANI): Bengaluru Police busted an international drug mafia. While brifing the media about it, Police Commissioner Bhaskar Rao said, "City Crime Branch has busted an international drug mafia. On basis of information given by a parent of a drug addict, we apprehended a person from Kolkata-Atif Salim. Recovered chocolate, cola and strawberry laced amphetamine (meth) from his apartment". He further added, "These drugs are amphetamine (meth). The drugs were shipped by Amazon courier from Canada. Examining how it slipped through customs".
Last Updated : Nov 30, 2019, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.