ETV Bharat / international

Russia-Ukraine Conflict : পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিভল, রুশ সেনার দখলে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট - রাশিয়া দখল নিল জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট

বৃহস্পতিবার গভীর রাতে মানবিক করিডর সংক্রান্ত আলোচনা চলছিল রাশিয়া আর ইউক্রেনের মধ্যে ৷ সেই সময় রুশ সেনা আক্রমণ করে জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে (Russia Ukraine Conflict) ৷

Russia captures  seizes Zaporizhzhia Nuclear Power Plant in Ukraine
জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা রাশিয়ার
author img

By

Published : Mar 4, 2022, 2:26 PM IST

কিভ, 4 মার্চ : আগুন নিভল, কিন্তু শেষ রক্ষা হল না ৷ রাশিয়া দখল নিল ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (Russian Troop seizes Zaporizhzhia Nuclear Power Plant in Ukraine) ৷ বৃহস্পতিবার গভীর রাতে ইউক্রেনের এনেরহোডারে অবস্থিত জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী ৷

ভোরে রাশিয়ার নিরাপত্তা সংস্থা স্ট্রার্টকম সেন্টার (Stratcom Centre UA) সেই আক্রমণের ভিডিয়ো পোস্ট করে ৷ তারা জানায়, রাশিয়ান সেনাবাহিনীর অবিরাম গোলাগুলিতে দমকল বাহিনী নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আগুন নেভাতে পারছে না ৷ উদ্বেগ প্রকাশ করে টুইট করেন বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা ৷ তিনি জানান, যদি এখানে কোনও বিস্ফোরণ হয়, তাহলে তার মাত্রা চেরনোবিলের থেকে 10 গুণ বেশি হবে ৷ রাশিয়ার এখুনি এটা বন্ধ করুক ৷ প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনক্সি একে 'নিউক্লিয়ার হামলা' (Neuclear Terror) বলে উল্লেখ করেছেন ৷

দুশ্চিন্তা প্রকাশ করে টুইট করে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি বা আইএইএ (International Atomic Energy Agency, IAEA) ৷ সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি (Rafael Grossi) ইউক্রেনের প্রধানমন্ত্রী, নিউক্লিয়ার রেগুলেটর এবং অপারেটরের সঙ্গে কথা বলেন ৷ আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে অবিলম্বে এই আক্রমণ থামানোর অনুরোধ জানান ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ রুশ সেনার ! উদ্বিগ্ন বিশ্ব

এরপর আগুন নেভে ৷ আইএইএ জানায়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে (Zaporizhzhia Nuclear Power Plant) রেডিয়েশনের মাত্রার কোনও পরিবর্তন হয়নি ৷ সেখানে থাকা কোনও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, মানুষ, কারও ক্ষতি হয়নি ৷

এই ভয়াবহ ঘটনার পর ইউক্রেনের সংসদ ভারকোভনা রাদার (Verkhovna Rada of Ukraine) তরফে একটি টুইট করে জানানো হয়, "সংসদ, সরকার, এনজিও, মিডিয়া, আপনাদের সকলের সাহায্য চাই ! দুনিয়া জানুক ইউক্রেনে ঠিক কী হচ্ছে ৷"

একটি পোস্টে দুনিয়ার কাছে কাতর আবেদন জানিয়ে লেখা হয়, "এই যুদ্ধ প্রত্যেকের বিরুদ্ধে ৷ ইউক্রেনের 4টি নিউক্লিয়ার প্ল্যান্টে মোট 15টি রিঅ্যাক্টর আছে ৷ পুতিন আকাশপথে সেখানে বোমা বর্ষণ করছে ৷ চেরনোবিলের কথা মনে করুন !" ন্যাটোকে উদ্দেশ্য করে জানানো হয়, "ইউক্রেনের উপর ন্যাটো নো-ফ্লাইজ়োন জারি করুক ৷"

জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আগুন লাগা নিয়ে আইএইএ-র ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি একটি সাংবাদিক বৈঠক করবেন ৷ সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, শনিবার স্থানীয় সময় 10.30 সিইটি-তে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ডিরেক্টর জেনারেল ৷

জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ?

ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণ-পূর্ব ইউক্রেনে নাইপার নদীর ধারে অবস্থিত ৷ রাজধানী কিভ থেকে এর দূরত্ব 550 কিলোমিটার এবং দক্ষিণে চেরনোবিল থেকে 525 কিলোমিটার ৷ 1986-র চেরনোবিল বিপর্যয় আজও মানুষের কাছে ভয়াবহ স্মৃতি ৷ ইতিমধ্যে সেটিও দখল করেছে রাশিয়া ৷

এনেরহোডারে (Enerhodar) এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 6টি রিঅ্যাক্টর আছে ৷ এখান থেকে ইউক্রেনের এক চতুর্থাংশ বিদ্যুৎ সরবরাহ হয় ৷ এর মোট উৎপাদন ক্ষমতা 6 হাজার মেগাওয়াট ৷ 40 লক্ষ পরিবারে বিদ্যুতের জোগান দেওয়ার জন্য যা যথেষ্ট ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রফাসূত্র না-বেরোলেও 'মানবিক করিডর' ইস্যুতে সম্মত রাশিয়া-ইউক্রেন

কিভ, 4 মার্চ : আগুন নিভল, কিন্তু শেষ রক্ষা হল না ৷ রাশিয়া দখল নিল ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (Russian Troop seizes Zaporizhzhia Nuclear Power Plant in Ukraine) ৷ বৃহস্পতিবার গভীর রাতে ইউক্রেনের এনেরহোডারে অবস্থিত জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী ৷

ভোরে রাশিয়ার নিরাপত্তা সংস্থা স্ট্রার্টকম সেন্টার (Stratcom Centre UA) সেই আক্রমণের ভিডিয়ো পোস্ট করে ৷ তারা জানায়, রাশিয়ান সেনাবাহিনীর অবিরাম গোলাগুলিতে দমকল বাহিনী নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আগুন নেভাতে পারছে না ৷ উদ্বেগ প্রকাশ করে টুইট করেন বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা ৷ তিনি জানান, যদি এখানে কোনও বিস্ফোরণ হয়, তাহলে তার মাত্রা চেরনোবিলের থেকে 10 গুণ বেশি হবে ৷ রাশিয়ার এখুনি এটা বন্ধ করুক ৷ প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনক্সি একে 'নিউক্লিয়ার হামলা' (Neuclear Terror) বলে উল্লেখ করেছেন ৷

দুশ্চিন্তা প্রকাশ করে টুইট করে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি বা আইএইএ (International Atomic Energy Agency, IAEA) ৷ সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি (Rafael Grossi) ইউক্রেনের প্রধানমন্ত্রী, নিউক্লিয়ার রেগুলেটর এবং অপারেটরের সঙ্গে কথা বলেন ৷ আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে অবিলম্বে এই আক্রমণ থামানোর অনুরোধ জানান ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ রুশ সেনার ! উদ্বিগ্ন বিশ্ব

এরপর আগুন নেভে ৷ আইএইএ জানায়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে (Zaporizhzhia Nuclear Power Plant) রেডিয়েশনের মাত্রার কোনও পরিবর্তন হয়নি ৷ সেখানে থাকা কোনও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, মানুষ, কারও ক্ষতি হয়নি ৷

এই ভয়াবহ ঘটনার পর ইউক্রেনের সংসদ ভারকোভনা রাদার (Verkhovna Rada of Ukraine) তরফে একটি টুইট করে জানানো হয়, "সংসদ, সরকার, এনজিও, মিডিয়া, আপনাদের সকলের সাহায্য চাই ! দুনিয়া জানুক ইউক্রেনে ঠিক কী হচ্ছে ৷"

একটি পোস্টে দুনিয়ার কাছে কাতর আবেদন জানিয়ে লেখা হয়, "এই যুদ্ধ প্রত্যেকের বিরুদ্ধে ৷ ইউক্রেনের 4টি নিউক্লিয়ার প্ল্যান্টে মোট 15টি রিঅ্যাক্টর আছে ৷ পুতিন আকাশপথে সেখানে বোমা বর্ষণ করছে ৷ চেরনোবিলের কথা মনে করুন !" ন্যাটোকে উদ্দেশ্য করে জানানো হয়, "ইউক্রেনের উপর ন্যাটো নো-ফ্লাইজ়োন জারি করুক ৷"

জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আগুন লাগা নিয়ে আইএইএ-র ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি একটি সাংবাদিক বৈঠক করবেন ৷ সংস্থার তরফে টুইট করে জানানো হয়েছে, শনিবার স্থানীয় সময় 10.30 সিইটি-তে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ডিরেক্টর জেনারেল ৷

জ়াপোরিঝঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ?

ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণ-পূর্ব ইউক্রেনে নাইপার নদীর ধারে অবস্থিত ৷ রাজধানী কিভ থেকে এর দূরত্ব 550 কিলোমিটার এবং দক্ষিণে চেরনোবিল থেকে 525 কিলোমিটার ৷ 1986-র চেরনোবিল বিপর্যয় আজও মানুষের কাছে ভয়াবহ স্মৃতি ৷ ইতিমধ্যে সেটিও দখল করেছে রাশিয়া ৷

এনেরহোডারে (Enerhodar) এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 6টি রিঅ্যাক্টর আছে ৷ এখান থেকে ইউক্রেনের এক চতুর্থাংশ বিদ্যুৎ সরবরাহ হয় ৷ এর মোট উৎপাদন ক্ষমতা 6 হাজার মেগাওয়াট ৷ 40 লক্ষ পরিবারে বিদ্যুতের জোগান দেওয়ার জন্য যা যথেষ্ট ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রফাসূত্র না-বেরোলেও 'মানবিক করিডর' ইস্যুতে সম্মত রাশিয়া-ইউক্রেন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.