ETV Bharat / international

Russia-Ukraine Conflict : খারকিভে নিহত রাশিয়ান মেজর জেনারেল, দাবি ইউক্রেন প্রেসিডেন্টের - খারকিভে নিহত রাশিয়ান মেজর জেনারেল

24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী ৷ এই সংঘাতে মারা গিয়েছেন রুশ সেনাবাহিনীর মেজর জেনারেল, দাবি ইউক্রেনের (Russia-Ukraine Conflict) ৷

Russian Major General Vitaly Gerasimov death
মৃত রাশিয়ার মেজর জেনারেল
author img

By

Published : Mar 8, 2022, 2:46 PM IST

কিভ, 8 মার্চ : দ্বিতীয় মেজর জেনারেল যুদ্ধে মারা গিয়েছেন, তেমনটাই দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা দফতর ৷ এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দু'জন রাশিয়ান মেজর জেনারেলকে নিকেশ করেছে ইউক্রেন সেনাবাহিনী ৷ (Russian Major General Vitaly Gerasimov death claims Ukrain)

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রুশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ (Maj Gen Vitaly Gerasimov) খারকিভের বাইরে (Eastern Ukrainian city of Kharkiv) মারা গিয়েছেন ৷ তাঁর সঙ্গে অন্য উচ্চপদস্থ সেনা আধিকারিকেরাও রাশিয়া-ইউক্রেন সংঘাতে প্রাণ হারিয়েছেন ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব চিনের

এর প্রমাণস্বরূপ ইউক্রেন কর্তৃপক্ষ দু'জন রাশিয়ান এফএসবি আধিকারিকের মধ্যে কথোপকথনের ভিডিয়ো পোস্ট করেছে ৷ এখানে রাশিয়ার দুই আধিকারিক নিজেদের মধ্যে মেজর জেনারেলের মৃত্যু নিয়ে আলোচনা করছেন ৷ তাঁদের মধ্যে গোপন যোগাযোগ ব্যবস্থা ইউক্রেনের ভিতরে কাজ করছে না ৷ তবে একটি সংবাদসংস্থা গেরাসিমভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ৷

মেজর জেনারেল গেরাসিমভ এর আগের চেচেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ৷ মার্চের প্রথম সপ্তাহে ডেপুটি কম্যান্ডর মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেতক্সি মারা গিয়েছেন ৷ মঙ্গলবার এ বিষয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনক্সি বলেন, "রাশিয়ার কাছে এই যুদ্ধ দুঃস্বপ্নের মতো ৷ ইউক্রেনের প্রতিরোধ বাহিনীর কাছে হার মানছে ৷"

কিভ, 8 মার্চ : দ্বিতীয় মেজর জেনারেল যুদ্ধে মারা গিয়েছেন, তেমনটাই দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা দফতর ৷ এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দু'জন রাশিয়ান মেজর জেনারেলকে নিকেশ করেছে ইউক্রেন সেনাবাহিনী ৷ (Russian Major General Vitaly Gerasimov death claims Ukrain)

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রুশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ (Maj Gen Vitaly Gerasimov) খারকিভের বাইরে (Eastern Ukrainian city of Kharkiv) মারা গিয়েছেন ৷ তাঁর সঙ্গে অন্য উচ্চপদস্থ সেনা আধিকারিকেরাও রাশিয়া-ইউক্রেন সংঘাতে প্রাণ হারিয়েছেন ৷

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রাশিয়া-ইউক্রেন সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব চিনের

এর প্রমাণস্বরূপ ইউক্রেন কর্তৃপক্ষ দু'জন রাশিয়ান এফএসবি আধিকারিকের মধ্যে কথোপকথনের ভিডিয়ো পোস্ট করেছে ৷ এখানে রাশিয়ার দুই আধিকারিক নিজেদের মধ্যে মেজর জেনারেলের মৃত্যু নিয়ে আলোচনা করছেন ৷ তাঁদের মধ্যে গোপন যোগাযোগ ব্যবস্থা ইউক্রেনের ভিতরে কাজ করছে না ৷ তবে একটি সংবাদসংস্থা গেরাসিমভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ৷

মেজর জেনারেল গেরাসিমভ এর আগের চেচেন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ৷ মার্চের প্রথম সপ্তাহে ডেপুটি কম্যান্ডর মেজর জেনারেল আন্দ্রেই সুখোভেতক্সি মারা গিয়েছেন ৷ মঙ্গলবার এ বিষয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনক্সি বলেন, "রাশিয়ার কাছে এই যুদ্ধ দুঃস্বপ্নের মতো ৷ ইউক্রেনের প্রতিরোধ বাহিনীর কাছে হার মানছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.