ETV Bharat / international

Russia-Ukraine Conflict : রাশিয়ার মিসাইল হানায় ধ্বংস ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর, সাহায্য চাইলেন জেলেনস্কি - russian forces destroy vinnytsia airport in ukraine

ইউক্রেনের বর্তমান অবস্থা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস (Pope Francis on Russia-Ukraine Conflict) ৷ আন্তর্জাতিক মহলের সাহায্য চেয়েছেন ভোলোদিমির জেলেনস্কি ৷

Russia Ukraine Crisis
রাশিয়ার মিসাইল হানায় ধ্বংস ইউক্রেনের ভিনিত্সিয়া বিমানবন্দর
author img

By

Published : Mar 6, 2022, 8:53 PM IST

কিভ, 6 মার্চ : যুদ্ধের একাদশতম দিনে (Russia Ukraine Conflict) রাশিয়ার বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মধ্য-পশ্চিম ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর ৷ রবিবার এমনটাই দাবি করেছেন সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷ ইউক্রেন পার্লামেন্টের টুইটার একাউন্ট থেকে ওই বিমানবন্দরের একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছে টুইটারে ৷

  • ‼️ Urgent appeal by President @ZelenskyyUa: a missile strike on #Vinnytsia consisted of eight missiles; the airport is completely destroyed.
    The President called on the world to close the skies over #Ukraine and provide Ukraine with aircraft. pic.twitter.com/0s8nUneRZP

    — Verkhovna Rada of Ukraine (@ua_parliament) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা সূত্রে খবর, এই ঘটনার পর ফের একবার আন্তর্জাতিক মহলের কাছে ইউক্রেনের আকাশসীমাকে নো ফ্লাইং জোন ঘোষণার আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, যাতে রুশ যুদ্ধবিমান তাঁদের দেশে প্রবেশ করতে না পারে ৷ ইউক্রেনের জন্য আরও সামরিক বিমান পাঠানোর আবেদনও জানিয়েছেন তিনি ৷ যদিও এর আগে ইউক্রেনের আকাশে বিমান নিষিদ্ধ করা নিয়ে ভোলোদিমির জেলেনস্কির আবেদন খারিজ করে দিয়েছে ন্যাটো ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি তৃতীয় কোনও পক্ষ ইউক্রেনের আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ করে, তাহলে রাশিয়া ধরে নেবে সেই দেশটিও যুদ্ধে যোগ দিয়েছে ৷

আরও পড়ুন : আজ রাতে হাঙ্গেরি থেকে রওনা দেবে ‘অপারেশন গঙ্গা’র শেষ বিমান

একইসঙ্গে এদিন রাশিয়ার বিরুদ্ধে তোপ দেগে জেলেনস্কি দাবি করেছেন, রুশ সেনা কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত ইউক্রেনের বন্দর শহর ওডেসাতেও হামলা চালানোর পরিকল্পনা করেছে ৷ এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন পোপ ফ্রান্সিস ৷ ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি ৷ সংবাদ সংস্থা রয়টার্স পোপ ফ্রান্সিসকে উদ্ধৃত করে বলেছে, "ইউক্রেনে রক্তের নদী ও অশ্রুজলের ধারা বইছে ৷ এটা শুধু মাত্র সেনা অভিযান নয়, এটা যুদ্ধ যা মৃত্যু, ধ্বংস ও দুর্দশার ছবি দেখাচ্ছে ৷"

কিভ, 6 মার্চ : যুদ্ধের একাদশতম দিনে (Russia Ukraine Conflict) রাশিয়ার বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মধ্য-পশ্চিম ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর ৷ রবিবার এমনটাই দাবি করেছেন সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷ ইউক্রেন পার্লামেন্টের টুইটার একাউন্ট থেকে ওই বিমানবন্দরের একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছে টুইটারে ৷

  • ‼️ Urgent appeal by President @ZelenskyyUa: a missile strike on #Vinnytsia consisted of eight missiles; the airport is completely destroyed.
    The President called on the world to close the skies over #Ukraine and provide Ukraine with aircraft. pic.twitter.com/0s8nUneRZP

    — Verkhovna Rada of Ukraine (@ua_parliament) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা সূত্রে খবর, এই ঘটনার পর ফের একবার আন্তর্জাতিক মহলের কাছে ইউক্রেনের আকাশসীমাকে নো ফ্লাইং জোন ঘোষণার আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, যাতে রুশ যুদ্ধবিমান তাঁদের দেশে প্রবেশ করতে না পারে ৷ ইউক্রেনের জন্য আরও সামরিক বিমান পাঠানোর আবেদনও জানিয়েছেন তিনি ৷ যদিও এর আগে ইউক্রেনের আকাশে বিমান নিষিদ্ধ করা নিয়ে ভোলোদিমির জেলেনস্কির আবেদন খারিজ করে দিয়েছে ন্যাটো ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি তৃতীয় কোনও পক্ষ ইউক্রেনের আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ করে, তাহলে রাশিয়া ধরে নেবে সেই দেশটিও যুদ্ধে যোগ দিয়েছে ৷

আরও পড়ুন : আজ রাতে হাঙ্গেরি থেকে রওনা দেবে ‘অপারেশন গঙ্গা’র শেষ বিমান

একইসঙ্গে এদিন রাশিয়ার বিরুদ্ধে তোপ দেগে জেলেনস্কি দাবি করেছেন, রুশ সেনা কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত ইউক্রেনের বন্দর শহর ওডেসাতেও হামলা চালানোর পরিকল্পনা করেছে ৷ এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন পোপ ফ্রান্সিস ৷ ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি ৷ সংবাদ সংস্থা রয়টার্স পোপ ফ্রান্সিসকে উদ্ধৃত করে বলেছে, "ইউক্রেনে রক্তের নদী ও অশ্রুজলের ধারা বইছে ৷ এটা শুধু মাত্র সেনা অভিযান নয়, এটা যুদ্ধ যা মৃত্যু, ধ্বংস ও দুর্দশার ছবি দেখাচ্ছে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.