ETV Bharat / international

Ukraine-Russia Crisis Update : কিভের দিকে এগোচ্ছে রাশিয়ার বিশাল সেনাবাহিনী - দ্য ব্যাটম্যান মুক্তি পাচ্ছে না

ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণে নিন্দার ঝড় বইছে দুনিয়াজুড়ে ৷ পুতিনের বিরুদ্ধে একের পর এক কঠিন পদক্ষেপ করছে বিভিন্ন দেশ (Ukraine Russia Crisis Update) ৷

Ukraine Soldiers died in Conflict
মারা গিয়েছেন ইউক্রেন সেনা
author img

By

Published : Mar 1, 2022, 12:28 PM IST

কিভ, 1 মার্চ : উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ইউক্রেনের রাজধানী কিভের দিকে এগোচ্ছে বিশাল রুশ বাহিনী ৷ লম্বায় প্রায় 65 কিমি এই বাহিনী কিভে ঢুকলে ইউক্রেনের পতন অনিবার্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এদিকে কিভ আর খারকিভ, এই দুই শহরের মধ্যে অবস্থিত ওখতিরকার সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে রাশিয়া ৷ তাতে প্রাণ হারিয়েছেন 70 জন ইউক্রেন সেনা, জানিয়েছেন অঞ্চলপ্রধান ৷ ইউক্রেনের মন্ত্রী দিমিত্রো ঝিভিতস্কি (Dmytro Zhyvytskyy) চারতলা একটি বাড়িতে রাশিয়ান বোমা ফেলার ছবি পোস্ট করেছেন ৷ উদ্ধারকারীরা ধ্বংস্তূপে প্রাণের সন্ধান খুঁজে বেড়াচ্ছেন ৷ পরে তিনি ফেসবুক পোস্টে দাবি করেন, বহু রাশিয়ান সৈন্য মারা গিয়েছেন ৷ রবিবার এই যুদ্ধে স্থানীয়দেরও মৃত্যু হয়েছে (Russia Ukraine Conflict Global Reaction Update) ৷

রাশিয়ান সৈন্যবাহিনী (Russian troop towards Kiev)

এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, রাশিয়ার বিশাল সেনাবাহিনী ইউক্রেনের উত্তর দিক দিয়ে রাজধানী কিভের দিকে এগিয়ে আসছে ৷ রয়েছে সামরিক অস্ত্র বোঝাই বাহন, ট্যাঙ্ক, কামান ৷ বেলারুশের দক্ষিণ দিক দিয়ে হেলিকপ্টারের মাধ্যমে ইউক্রেনে আক্রমণ চলছে ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট দেশের আকাশকে 'নো-ফ্লাই জ়োন' হিসেবে ঘোষণা করেছেন ৷ রাশিয়ার আক্রমণ রুখতে তাঁর এই সিদ্ধান্ত ৷ কিন্তু হোয়াইট হাউজ়ের পক্ষে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে ৷

হলিউড প্রতিক্রিয়া (Hollywood Reaction)

এ সপ্তাহে মুক্তি পাচ্ছে 'দ্য ব্যাটম্যান' (The Batman) ৷ কিন্তু রাশিয়ার কোনও সিনেমাহলে তা দেখানো হবে না ৷ এছাড়া ওয়ার্নার ব্রস, ওয়াল্ট ডিজ়নি কোম্পানি এবং সোনি পিকচার্স সোমবার জানিয়েছে, তাদের আসন্ন সিনেমাগুলি রাশিয়ায় মুক্তি পাবে না ৷ ওয়ার্নার ব্রস রাশিয়ায় তাদের পিক্সার ফিল্ম 'টার্নিং রেড' দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল ৷ সোনি পিকচার্স-এরও 'মরবিয়াস' আসার কথা ৷ সবই বাতিল ৷ হলিউডের বাজারে রাশিয়ার তেমন কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলেও, বক্স অফিসে প্রথম 12টি দেশের মধ্যে থাকে ৷ কিন্তু এবার কেউই বক্স অফিসের তোয়াক্কা করছে না ৷

অস্ট্রেলিয়ার সামরিক সাহায্য (Australia military help)

অস্ট্রেলিয়া ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে ৷ দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন (Australian Prime Minister Scott Morrison) ন্যাটোর মাধ্যমে জানিয়েছেন, প্রাণঘাতী (lethal) এবং প্রাণঘাতী নয় (non-lethal), দু'ধরনের অস্ত্র সরবরাহ করা হবে ইউক্রেনকে ৷ যার আর্থিক মূল্য 5 কোটি ডলার ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউক্রেনে আটকে বহু দেশের নাগরিক, এবার তাঁদের পাশে মোদি

ফেসবুক, টুইটার

ফেসবুক-এর সংস্থা মেটা ও টুইটার ইউক্রেন-বিরোধী ভুল তথ্য ছড়ানোয় বিশেষ পদক্ষেপ করেছে ৷ এই সঙ্কটে ফেক নিউজ় ছড়ানোর সংস্থার টুইটার হ্যান্ডেলগুলি বন্ধ করে দিয়েছে ৷

বাইডেন প্রশাসন (Biden administration expells)

আমেরিকায় বাইডেন সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে 12 জন রাশিয়ান কূটনীতিককে রাষ্ট্রসঙ্ঘের মিশন থেকে বহিষ্কার করেছে, তথ্যটি নিশ্চিত করেছে রাশিয়া ও আমেরিকা ৷

কিভ, 1 মার্চ : উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ইউক্রেনের রাজধানী কিভের দিকে এগোচ্ছে বিশাল রুশ বাহিনী ৷ লম্বায় প্রায় 65 কিমি এই বাহিনী কিভে ঢুকলে ইউক্রেনের পতন অনিবার্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এদিকে কিভ আর খারকিভ, এই দুই শহরের মধ্যে অবস্থিত ওখতিরকার সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে রাশিয়া ৷ তাতে প্রাণ হারিয়েছেন 70 জন ইউক্রেন সেনা, জানিয়েছেন অঞ্চলপ্রধান ৷ ইউক্রেনের মন্ত্রী দিমিত্রো ঝিভিতস্কি (Dmytro Zhyvytskyy) চারতলা একটি বাড়িতে রাশিয়ান বোমা ফেলার ছবি পোস্ট করেছেন ৷ উদ্ধারকারীরা ধ্বংস্তূপে প্রাণের সন্ধান খুঁজে বেড়াচ্ছেন ৷ পরে তিনি ফেসবুক পোস্টে দাবি করেন, বহু রাশিয়ান সৈন্য মারা গিয়েছেন ৷ রবিবার এই যুদ্ধে স্থানীয়দেরও মৃত্যু হয়েছে (Russia Ukraine Conflict Global Reaction Update) ৷

রাশিয়ান সৈন্যবাহিনী (Russian troop towards Kiev)

এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, রাশিয়ার বিশাল সেনাবাহিনী ইউক্রেনের উত্তর দিক দিয়ে রাজধানী কিভের দিকে এগিয়ে আসছে ৷ রয়েছে সামরিক অস্ত্র বোঝাই বাহন, ট্যাঙ্ক, কামান ৷ বেলারুশের দক্ষিণ দিক দিয়ে হেলিকপ্টারের মাধ্যমে ইউক্রেনে আক্রমণ চলছে ৷ ইউক্রেনের প্রেসিডেন্ট দেশের আকাশকে 'নো-ফ্লাই জ়োন' হিসেবে ঘোষণা করেছেন ৷ রাশিয়ার আক্রমণ রুখতে তাঁর এই সিদ্ধান্ত ৷ কিন্তু হোয়াইট হাউজ়ের পক্ষে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে ৷

হলিউড প্রতিক্রিয়া (Hollywood Reaction)

এ সপ্তাহে মুক্তি পাচ্ছে 'দ্য ব্যাটম্যান' (The Batman) ৷ কিন্তু রাশিয়ার কোনও সিনেমাহলে তা দেখানো হবে না ৷ এছাড়া ওয়ার্নার ব্রস, ওয়াল্ট ডিজ়নি কোম্পানি এবং সোনি পিকচার্স সোমবার জানিয়েছে, তাদের আসন্ন সিনেমাগুলি রাশিয়ায় মুক্তি পাবে না ৷ ওয়ার্নার ব্রস রাশিয়ায় তাদের পিক্সার ফিল্ম 'টার্নিং রেড' দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল ৷ সোনি পিকচার্স-এরও 'মরবিয়াস' আসার কথা ৷ সবই বাতিল ৷ হলিউডের বাজারে রাশিয়ার তেমন কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলেও, বক্স অফিসে প্রথম 12টি দেশের মধ্যে থাকে ৷ কিন্তু এবার কেউই বক্স অফিসের তোয়াক্কা করছে না ৷

অস্ট্রেলিয়ার সামরিক সাহায্য (Australia military help)

অস্ট্রেলিয়া ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে ৷ দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন (Australian Prime Minister Scott Morrison) ন্যাটোর মাধ্যমে জানিয়েছেন, প্রাণঘাতী (lethal) এবং প্রাণঘাতী নয় (non-lethal), দু'ধরনের অস্ত্র সরবরাহ করা হবে ইউক্রেনকে ৷ যার আর্থিক মূল্য 5 কোটি ডলার ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউক্রেনে আটকে বহু দেশের নাগরিক, এবার তাঁদের পাশে মোদি

ফেসবুক, টুইটার

ফেসবুক-এর সংস্থা মেটা ও টুইটার ইউক্রেন-বিরোধী ভুল তথ্য ছড়ানোয় বিশেষ পদক্ষেপ করেছে ৷ এই সঙ্কটে ফেক নিউজ় ছড়ানোর সংস্থার টুইটার হ্যান্ডেলগুলি বন্ধ করে দিয়েছে ৷

বাইডেন প্রশাসন (Biden administration expells)

আমেরিকায় বাইডেন সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে 12 জন রাশিয়ান কূটনীতিককে রাষ্ট্রসঙ্ঘের মিশন থেকে বহিষ্কার করেছে, তথ্যটি নিশ্চিত করেছে রাশিয়া ও আমেরিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.