কিভ, 4 মার্চ : প্রথম দফার আলোচনা কার্যত বিফলে যাওয়ার পর যুদ্ধের অষ্টমদিন অর্থাৎ, বৃহস্পতিবার দ্বিতীয় দফার শান্তি বৈঠকে বসেছিল রাশিয়া এবং ইউক্রেন ৷ খেরসন দখল হয়েছে ইতিমধ্যেই, রাশিয়ার আক্রমণে খারকিভও পতনের মুখে, এমতাবস্থায় যুদ্ধরত দু'দেশের আলোচনায় কোনও রফাসূত্র বেরোয় কি না, সে দিকেই তাকিয়েছিল তামাম দুনিয়া ৷ তবে দ্বিতীয় শান্তি বৈঠকেও যুদ্ধ ইস্যুতে কোনও সমাধানসূত্র বা রফাসূত্রে পৌঁছতে পারল না রাশিয়া এবং ইউক্রেন ৷ তবে 'মানবিক করিডর' তৈরি করে বিধ্বস্ত সাধারণ মানুষদের উদ্ধারে সম্মত হয়েছে দু'পক্ষ (Russia-Ukraine agree to organize humanitarian corridors) ৷
ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধান উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মানবিক করিডরের বিষয়টি উল্লেখ করেন ৷ পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পোডোলিয়াকের বিবৃতিতে সিলমোহর প্রদান করেন রুশ প্রেসিডেন্টের সহকারী ভলোদিমির মেদিনস্কি ৷ আর এই করিডর তৈরিতে প্রয়োজনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করতেও প্রস্তুত দু'পক্ষ (Two sides agree to announce temporary ceasefire in areas where evacuation is happening) ৷ জানান তিনি ৷
মেদিনস্কি বৈঠক শেষে সংবাদমাধ্যমে বলেন, "সেনা ইস্যু, আন্তর্জাতিক ইস্যু এবং মানবিক ইস্যু নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হয়েছে ৷ এর মধ্যে তৃতীয় ইস্যুটি ভীষণ উল্লেখযোগ্য, কারণ সেটি আগামিদিনে দু'পক্ষের মধ্যে এই সংঘাতে রাশ টানতে কাজে আসতে পারে ৷ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে এবং জায়গায় জায়গায় মানবিক করিডর বানিয়ে সাধারণ মানুষকে উদ্ধারের বিষয়টিতে দু'দেশের প্রতিরক্ষামন্ত্রক তাদের স্বচ্ছ ধারণা পোষণ করেছে ৷"
আরও পড়ুন : "আরও খারাপ সময় আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান", দাবি ফরাসি প্রেসিডেন্টের
অন্যদিকে মিখাইলো পোডোলিয়াক দ্বিতীয় দফার শান্তি বৈঠক সেরে বেরিয়ে টুইটারে লেখেন, "কেবল মানবিক করিডর সংগঠনের ক্ষেত্রে দু'পক্ষ সমাধানের রাস্তা পেয়েছে ৷" পাশাপাশি ইউক্রেন শত্রু দেশের সঙ্গে যে শীঘ্রই তৃতীয় দফার শান্তি বৈঠকে বসবে, জানিয়েছেন জেলেনস্কির দফতরের প্রধান উপদেষ্টা ৷