লেভিভ (ইউক্রেন), 7 মার্চ : আরও একবার যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া (Russia Announces Cease Fire for Safe Evacuation of Civilians) ৷ ইউক্রেনে আটকে পড়াদের সরানোর জন্য ‘মানবিক করিডর’ও খুলে দেওয়া হল আরেকবার ৷ এর আগে দু’বার একই সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া ৷ কিন্তু দু’বারই ইউক্রেনের মারিউপুল শহর থেকে নাগরিকদের বের করে আনার উদ্যোগ সফল হয়নি ৷
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের দ্বাদশ দিন সোমবার (Russia-Ukraine War) ৷ এদিন সকাল থেকেই যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া ৷ রুশ টাস্কফোর্সের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ এই যুদ্ধবিরতি মারিউপুল, খারকিভ ও সুমির নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ৷ ওই এলাকাগুলিতে সংঘর্ষ থেমে গেল কিনা, সেই বিষয়টি স্পষ্ট হচ্ছে না ওই ঘোষণায় ৷ তাছাড়া কখন এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে, সেটাও রুশ টাস্ক ফোর্সের তরফে জানানো হয়নি ৷
তবে রাশিয়া জানিয়েছে যতক্ষণ যুদ্ধবিরতি থাকবে, ততক্ষণ তারা ড্রোনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি চালাবে ৷ সাধারণ নাগরিকরা যাতে রাশিয়া ও বেলারুশে চলে যেতে পারেন, সেই বিষয়টিও দেখা হবে ৷ এদিকে এই পরিস্থিতিতে সোমবার রাশিয়া ও ইউক্রেন তৃতীয় দফার শান্তি আলোচনায় বসতে চলেছে (Russia-Ukraine Peace Meeting) ৷
আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউক্রেন দাবি মানলে তবেই বন্ধ হবে যুদ্ধ, কড়া বার্তা পুতিনের