লন্ডন, 2 নভেম্বর : এপ্রিলেই নাকি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ডিউক অফ কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ৷ ব্রিটেনের সংবাদমাধ্যম সূত্রে এখবর জানা গেছে ।
এপ্রিলে কোরোনায় আক্রান্ত হন প্রিন্স চালর্স ৷ সেই সময় নাকি প্রিন্স উইলিয়ামও কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ যদিও কেনসিংটন প্যালেসের (প্রিন্স উইলিয়ামের বাড়ি এবং অফিস) তরফে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷
সংবাদমাধ্যম সূত্রে খবর, কেউ যাতে তাঁর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তিত না হয়ে পড়েন, তাই সেই সময় প্রিন্স উইলিয়াম কোরোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি চেপে যান ৷ প্যালেসেই চিকিৎসকের তত্ত্বাবধানে আইসোলেশনে ছিলেন তিনি ৷ তাঁর পরিবারের সদস্যরা নরফোকের আনমের হলে আইসোলেশনে ছিলেন ৷ তবে সে সময় তাঁর শারীরিক অবস্থা কতটা সংকটজনক ছিল তা স্পষ্ট নয় ৷
এদিকে বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে শুরু হতে চলেছে দ্বিতীয় দফার লকডাউন ৷ চলবে চার সপ্তাহ ৷ সম্প্রতি সংক্রমণের হার বাড়ায় সেই দেশের সরকার ফের লকডাউন লাগুর সিদ্ধান্ত নেয় ৷ জরুরি নয় এরকম সব ধরনের ব্যবসা বন্ধ থাকবে ৷ বার, রেস্তরাঁ খোলা থাকবে, কিন্তু বসে খাওয়ার অনুমতি থাকছে না ৷ খাবার কিনে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷
প্রাথমিকভাবে সংক্রমণে রাশ টানতে স্থানীয়স্তরে বিধিনিষেধ আরোপের চিন্তাভাবনা করছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ কিন্তু উপদেষ্টাদের মতে, যে হারে সংক্রমণ বাড়ছে তা চলতে থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হাসপাতালগুলিতে বেডের ক্রাইসিস দেখা দিতে পারে ৷