লন্ডন, 19 জানুয়ারি : রাজপরিবারের উপাধি আর থাকছে না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানের ৷ রাজপরিবারের উপাধি অর্থাৎ 'ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স' আর ব্যবহার করবেন না দম্পতি। রাজপরিবারের কোনও বড়সড় দায়িত্বেও তাঁরা আর থাকবেন না ৷ এর বদলে তাঁরা ব্রিটেন ও রাজ পরিবারের থেকে অনেক দূরে কানাডায় নিজেদের ব্যক্তিগত জীবন কাটাতে পারবেন, ঠিক যেমনটা তাঁরা চেয়েছিলেন ৷ গতকালই বাকিংহাম প্যালেসের তরফে এই কথা জানিয়ে দেওয়া হয় ৷
প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী রাজপরিবারের কোনও গুরুগম্ভীর পদের দায়িত্বে থাকতে চাইছিলেন না ৷ বরং এই দম্পতি রাজপরিবারের থেকে দূরে গিয়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই নিজেদের ব্যক্তিগত জীবন কাটাতে চেয়েছিলেন ৷ এই নিয়ে বাকিংহাম প্যালেসের ভিতরে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে কথাবার্তাও চলছিল ৷ শেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল রাজবাড়ির তরফে এই ঘোষণা করা হল ৷
বাকিংহামের তরফে নিজেদের মতো করে জীবন কাটানোর অনুমতি তো মিলেছে ৷ তবে এর জন্য খোয়াতে হচ্ছে রাজ পরিবারের উপাধি ৷ এতে আপত্তি নেই দম্পতির ৷ এবার থেকে 'রয়্যাল হাইনেস' বলে আর সম্বোধন করা হবে না প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রীকে ৷ বাকিংহাম প্যালেসের তরফে প্রকাশ করা ওই বিবৃতিতে রানি দ্বিতীয় এলিজ়াবেথ বলেন, "দীর্ঘ কয়েকমাস ধরে কয়েক দফায় আলোচনার পর প্রিন্স হ্যারি ও তাঁর পরিবার সম্পর্কে সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে ৷ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত আসায় আমি সন্তুষ্ট ৷ তাঁরা গত দু'বছরে যেসব সমস্যার মুখোমুখি হয়েছে তা আমি অনুধাবন করতে পেরেছি ৷ এই কারণেই আমি তাঁদের স্বাধীনভাবে নিজেদের জীবন কাটানোর ইচ্ছায় সম্মতি দিয়েছি ৷"
বাকিংহামের তরফে জারি করা অন্য এক বিবৃতিতে জানানো হয়েছে, সাসেক্সে প্রিন্স হ্যারি ও মেগানের নামের সঙ্গে রাজপরিবারের কোনও উপাধি ব্যবহার করা হবে না ৷ কারণ তাঁরা আর রাজপরিবারের কার্যকরী সদস্য নয় ৷ পাশাপাশি ফ্রগমোর কটেজ পুনর্নির্মাণের জন্য যে 31 লাখ ডলার ব্যবহার করা হয়েছিল সেই টাকাও ফেরত দিতে হবে দম্পতিকে ৷