ওয়াশিংটন, 24 ফেব্রুয়ারি : এই যুদ্ধে বহু মানুষের মৃত্যু হবে, ধ্বংস হবে অনেক কিছু ৷ এর জন্য রাশিয়া একা দায়ী, জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ রাশিয়ার এই আক্রমণের পিছনে কোনও প্ররোচনা নেই এবং এটা অনৈতিক ৷ এই যুদ্ধ পূর্বপরিকল্পিত, প্রতিক্রিয়া প্রেসিডেন্টের (President Joe Biden calls unprovoked and unjustified attack by Russia) ৷
বাইডেন ছাড়া ইউরোপের অন্য় রাষ্ট্রপ্রধানেরাও ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়ার সমালোচনা করেছে ৷ ইতিমধ্যে ইউক্রেনকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে রাশিয়ার প্রায় দেড় লক্ষ সেনা ৷ বাইডেন এর আগে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ পুতিনের ঘোষণার পরেও তিনি জানিয়েছেন আমেরিকা এবং তার মিত্র দেশগুলি চূড়ান্ত জবাব দেবে ৷ রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতিকে কী ভাবে মুখ থুবড়ে ফেলা যায়, সেই পথ বার করছে বাইডেন সরকার ৷ পাশাপাশি ইউরোপের দেশগুলিও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শেষ করার রাস্তায় হাঁটছে ৷
-
Russia alone is responsible for the death and destruction this attack will bring, and the United States and its Allies and partners will respond in a united and decisive way.
— President Biden (@POTUS) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The world will hold Russia accountable.
">Russia alone is responsible for the death and destruction this attack will bring, and the United States and its Allies and partners will respond in a united and decisive way.
— President Biden (@POTUS) February 24, 2022
The world will hold Russia accountable.Russia alone is responsible for the death and destruction this attack will bring, and the United States and its Allies and partners will respond in a united and decisive way.
— President Biden (@POTUS) February 24, 2022
The world will hold Russia accountable.
আরও পড়ুন : Ukraine-Russia Conflict : ইউক্রেনকে অধিকার নয়, নিরস্ত্রীকরণের জন্য আক্রমণ, ঘোষণা পুতিনের
বাইডেন ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বারে বারে ৷ তিনি কূটনৈতিক পদ্ধতিতে এই সমস্যা সমাধানের আশা করেছিলেন ৷ কিন্তু তা না হয়নি এবং রাশিয়ার দিক থেকে শান্তি স্থাপনের কোনও ইঙ্গিতও পাওয়া যায়নি ৷ তাই বৃহস্পতিবার জেনেভায় আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন (US Secretary of State Antony Blinken) রাশিয়ার প্রতিনিধির সঙ্গে তাঁর সাক্ষাৎ বাতিল করেছেন ৷ জার্মানিও রাশিয়ার সঙ্গে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইনের (Nord Stream 2 gas pipeline) কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷
রাষ্ট্রসঙ্ঘের জরুরি বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি বলেন, "রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করেছেন ৷ সেই রেকর্ডের ভিডিয়ো কি চালিয়ে দেখাব ?" রাষ্ট্রসঙ্ঘের কাছে তাঁর আর্জি, এই যুদ্ধ বন্ধের দায়িত্ব তাদের ৷ তিনি বলেন, "আমি সবাইকে যুদ্ধ থামানোর জন্য আহ্বান জানাচ্ছি ৷"