ETV Bharat / international

Ukraine-Russia Conflict : রাশিয়াকে দায়ী করবে দুনিয়া, প্রতিক্রিয়া জো বাইডেনের - রাশিয়ার সামরিক অভিযান

ভারতীয় সময় অনুযায়ী আজ সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছেন ৷ তার তীব্র সমালোচনা করল আমেরিকা (Ukraine-Russia Conflict) ৷

Russia Ukraine War Updates
প্রেসিডেন্ট জো বাইডেন
author img

By

Published : Feb 24, 2022, 11:41 AM IST

Updated : Feb 24, 2022, 12:40 PM IST

ওয়াশিংটন, 24 ফেব্রুয়ারি : এই যুদ্ধে বহু মানুষের মৃত্যু হবে, ধ্বংস হবে অনেক কিছু ৷ এর জন্য রাশিয়া একা দায়ী, জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ রাশিয়ার এই আক্রমণের পিছনে কোনও প্ররোচনা নেই এবং এটা অনৈতিক ৷ এই যুদ্ধ পূর্বপরিকল্পিত, প্রতিক্রিয়া প্রেসিডেন্টের (President Joe Biden calls unprovoked and unjustified attack by Russia) ৷

বাইডেন ছাড়া ইউরোপের অন্য় রাষ্ট্রপ্রধানেরাও ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়ার সমালোচনা করেছে ৷ ইতিমধ্যে ইউক্রেনকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে রাশিয়ার প্রায় দেড় লক্ষ সেনা ৷ বাইডেন এর আগে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ পুতিনের ঘোষণার পরেও তিনি জানিয়েছেন আমেরিকা এবং তার মিত্র দেশগুলি চূড়ান্ত জবাব দেবে ৷ রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতিকে কী ভাবে মুখ থুবড়ে ফেলা যায়, সেই পথ বার করছে বাইডেন সরকার ৷ পাশাপাশি ইউরোপের দেশগুলিও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শেষ করার রাস্তায় হাঁটছে ৷

  • Russia alone is responsible for the death and destruction this attack will bring, and the United States and its Allies and partners will respond in a united and decisive way.

    The world will hold Russia accountable.

    — President Biden (@POTUS) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Ukraine-Russia Conflict : ইউক্রেনকে অধিকার নয়, নিরস্ত্রীকরণের জন্য আক্রমণ, ঘোষণা পুতিনের

বাইডেন ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বারে বারে ৷ তিনি কূটনৈতিক পদ্ধতিতে এই সমস্যা সমাধানের আশা করেছিলেন ৷ কিন্তু তা না হয়নি এবং রাশিয়ার দিক থেকে শান্তি স্থাপনের কোনও ইঙ্গিতও পাওয়া যায়নি ৷ তাই বৃহস্পতিবার জেনেভায় আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন (US Secretary of State Antony Blinken) রাশিয়ার প্রতিনিধির সঙ্গে তাঁর সাক্ষাৎ বাতিল করেছেন ৷ জার্মানিও রাশিয়ার সঙ্গে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইনের (Nord Stream 2 gas pipeline) কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷

রাষ্ট্রসঙ্ঘের জরুরি বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি বলেন, "রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করেছেন ৷ সেই রেকর্ডের ভিডিয়ো কি চালিয়ে দেখাব ?" রাষ্ট্রসঙ্ঘের কাছে তাঁর আর্জি, এই যুদ্ধ বন্ধের দায়িত্ব তাদের ৷ তিনি বলেন, "আমি সবাইকে যুদ্ধ থামানোর জন্য আহ্বান জানাচ্ছি ৷"

ওয়াশিংটন, 24 ফেব্রুয়ারি : এই যুদ্ধে বহু মানুষের মৃত্যু হবে, ধ্বংস হবে অনেক কিছু ৷ এর জন্য রাশিয়া একা দায়ী, জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ রাশিয়ার এই আক্রমণের পিছনে কোনও প্ররোচনা নেই এবং এটা অনৈতিক ৷ এই যুদ্ধ পূর্বপরিকল্পিত, প্রতিক্রিয়া প্রেসিডেন্টের (President Joe Biden calls unprovoked and unjustified attack by Russia) ৷

বাইডেন ছাড়া ইউরোপের অন্য় রাষ্ট্রপ্রধানেরাও ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়ার সমালোচনা করেছে ৷ ইতিমধ্যে ইউক্রেনকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে রাশিয়ার প্রায় দেড় লক্ষ সেনা ৷ বাইডেন এর আগে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছিলেন ৷ পুতিনের ঘোষণার পরেও তিনি জানিয়েছেন আমেরিকা এবং তার মিত্র দেশগুলি চূড়ান্ত জবাব দেবে ৷ রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতিকে কী ভাবে মুখ থুবড়ে ফেলা যায়, সেই পথ বার করছে বাইডেন সরকার ৷ পাশাপাশি ইউরোপের দেশগুলিও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শেষ করার রাস্তায় হাঁটছে ৷

  • Russia alone is responsible for the death and destruction this attack will bring, and the United States and its Allies and partners will respond in a united and decisive way.

    The world will hold Russia accountable.

    — President Biden (@POTUS) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Ukraine-Russia Conflict : ইউক্রেনকে অধিকার নয়, নিরস্ত্রীকরণের জন্য আক্রমণ, ঘোষণা পুতিনের

বাইডেন ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বারে বারে ৷ তিনি কূটনৈতিক পদ্ধতিতে এই সমস্যা সমাধানের আশা করেছিলেন ৷ কিন্তু তা না হয়নি এবং রাশিয়ার দিক থেকে শান্তি স্থাপনের কোনও ইঙ্গিতও পাওয়া যায়নি ৷ তাই বৃহস্পতিবার জেনেভায় আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন (US Secretary of State Antony Blinken) রাশিয়ার প্রতিনিধির সঙ্গে তাঁর সাক্ষাৎ বাতিল করেছেন ৷ জার্মানিও রাশিয়ার সঙ্গে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইনের (Nord Stream 2 gas pipeline) কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷

রাষ্ট্রসঙ্ঘের জরুরি বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি বলেন, "রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করেছেন ৷ সেই রেকর্ডের ভিডিয়ো কি চালিয়ে দেখাব ?" রাষ্ট্রসঙ্ঘের কাছে তাঁর আর্জি, এই যুদ্ধ বন্ধের দায়িত্ব তাদের ৷ তিনি বলেন, "আমি সবাইকে যুদ্ধ থামানোর জন্য আহ্বান জানাচ্ছি ৷"

Last Updated : Feb 24, 2022, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.