ETV Bharat / international

Biden Banning Russia : আমেরিকার আকাশে উড়বে না রাশিয়ার বিমান, ঘোষণা বাইডেনের

বারে বারে রাশিয়াকে ইউক্রেন আক্রমণ থেকে নিরস্ত করার চেষ্টা করেছেন ৷ কিন্তু লাভ হয়নি (Biden Banning Russia) ৷

Biden bans US Airspace for Putin Administration
আমেরিকার আকাশপথে অনুমতি নেই রাশিয়ার
author img

By

Published : Mar 2, 2022, 8:22 AM IST

Updated : Mar 2, 2022, 9:32 AM IST

ওয়াশিংটন ডিসি, 2 মার্চ : রাশিয়াকে কোণঠাসা করার সবরকম ব্যবস্থা নিচ্ছে আমেরিকা ৷ আমেরিকার আকাশপথে নিষিদ্ধ করা হল রাশিয়াকে ৷ মার্কিন কংগ্রেসে এমনই ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ আজ বাইডেন তাঁর প্রথম 'স্টেট অফ ইউনিয়ন অ্যাড্রেস'-এ দেশবাসী তথা বিশ্বকে এ কথা জানিয়েছেন (President Biden banning Russia from US airspace over Ukraine invasion) ৷ কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের পর এই পদক্ষেপ করল বাইডেন প্রশাসন ৷ আমেরিকার বোয়িংও (America's Boeing announces suspension) রাশিয়ান এয়ারলাইন্স-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে ৷ ইউক্রেনকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন ৷

"আমরা আমাদের মিত্র দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে রাশিয়ার জন্য আমেরিকার আকাশপথ বন্ধ করলাম ৷ রাশিয়া আরও একঘরে হয়ে গেল ৷ তাদের অর্থনীতিকে আমরা নিংড়ে নেব ৷ রুবলের দাম 30 শতাংশ কমে গিয়েছে", রীতিমতো হুমকি দিলেন প্রেসিডেন্ট তাঁর প্রথম স্টেট অফ ইউনিয়ন অ্যাড্রেস-এ ৷

আরও পড়ুন : Russia Attacks TV Tower In Kyiv : কিভের টিভি টাওয়ার ধ্বংস করল রাশিয়া, খারকিভের বহুতলে এয়ারস্ট্রাইকে মৃত 8 ইউক্রেন নাগরিক

পুতিন কিয়েভকে তাদের ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলতে পারে, কিন্তু কখনও ইউক্রেনবাসীর হৃদয় জয় করতে পারবে না ৷ তাদের স্বাধীনতার জন্য এই ভালবাসার আগুনকে নেভাতে পারবে না, রাশিয়াকে উদ্দেশ্যে একথা জানান বাইডেন ৷

  • President Putin thought he could roll into Ukraine — and the world would roll over.

    Instead, he met a wall of strength he never imagined.

    He met the Ukrainian people.

    — President Biden (@POTUS) March 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুতিনের নামোল্লেখ না করে বাইডেন তাঁকে স্বৈরাচারী হিসেবে উল্লেখ করেন ৷ আমেরিকার প্রেসিডেন্ট বলেন, "ইতিহাস থেকে আমরা এই শিক্ষা পেয়েছি, যখন কোনও স্বেচ্ছাচারী তাদের আগ্রাসনের মূল্য চোকাতে পারে না, তখন তারা আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে ৷ এটা তারা চালাতেই থাকে ৷ আমেরিকা এবং বিশ্বের জন্য এই দাম আর হুমকি বেড়েই চলেছে ৷"

তিনি জানান, রাশিয়ার শেয়ার বাজারের দাম ইতিমধ্যে 40 শতাংশ হ্রাস পেয়েছে ৷ রাশিয়ার এই অর্থনৈতিক দুরাবস্থার জন্য তিনি ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন ৷ এছাড়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত রাশিয়ার সবচেয়ে বড় ব্যাঙ্কগুলির সম্পর্ক বন্ধ করা হচ্ছে ৷ রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কে পুতিনের যুদ্ধ লড়ার জন্য 63 হাজার কোটি ডলার রয়েছে ৷ তা মূল্যহীন হয়ে যাবে, ভবিষ্যদ্বাণী বাইডেনের ৷

রাশিয়াকে পর্যুদস্ত করতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আমরা ইউরোপিয়ান দেশগুলির সঙ্গে একজোট হয়ে তোমাদের ইয়ট, বিলাসবহুল আবাসন এবং প্রাইভেট জেট বাজেয়াপ্ত করব ৷" তবে যতই পাল্টা হুমকি দিন না কেন বাইডেন, ইউক্রেনে সেনা পাঠাচ্ছেন না তিনি ৷ ইউরোপের দেশগুলিকে রক্ষা করতে ন্যাটোকে সাহায্য করবে আমেরিকার সেনা, কিন্তু কোনও ভাবে তারা রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে জড়াবে না ৷

আরও পড়ুন : Indian Student Killed In Ukraine : দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বাবা, নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

ওয়াশিংটন ডিসি, 2 মার্চ : রাশিয়াকে কোণঠাসা করার সবরকম ব্যবস্থা নিচ্ছে আমেরিকা ৷ আমেরিকার আকাশপথে নিষিদ্ধ করা হল রাশিয়াকে ৷ মার্কিন কংগ্রেসে এমনই ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ আজ বাইডেন তাঁর প্রথম 'স্টেট অফ ইউনিয়ন অ্যাড্রেস'-এ দেশবাসী তথা বিশ্বকে এ কথা জানিয়েছেন (President Biden banning Russia from US airspace over Ukraine invasion) ৷ কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের পর এই পদক্ষেপ করল বাইডেন প্রশাসন ৷ আমেরিকার বোয়িংও (America's Boeing announces suspension) রাশিয়ান এয়ারলাইন্স-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে ৷ ইউক্রেনকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন ৷

"আমরা আমাদের মিত্র দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে রাশিয়ার জন্য আমেরিকার আকাশপথ বন্ধ করলাম ৷ রাশিয়া আরও একঘরে হয়ে গেল ৷ তাদের অর্থনীতিকে আমরা নিংড়ে নেব ৷ রুবলের দাম 30 শতাংশ কমে গিয়েছে", রীতিমতো হুমকি দিলেন প্রেসিডেন্ট তাঁর প্রথম স্টেট অফ ইউনিয়ন অ্যাড্রেস-এ ৷

আরও পড়ুন : Russia Attacks TV Tower In Kyiv : কিভের টিভি টাওয়ার ধ্বংস করল রাশিয়া, খারকিভের বহুতলে এয়ারস্ট্রাইকে মৃত 8 ইউক্রেন নাগরিক

পুতিন কিয়েভকে তাদের ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলতে পারে, কিন্তু কখনও ইউক্রেনবাসীর হৃদয় জয় করতে পারবে না ৷ তাদের স্বাধীনতার জন্য এই ভালবাসার আগুনকে নেভাতে পারবে না, রাশিয়াকে উদ্দেশ্যে একথা জানান বাইডেন ৷

  • President Putin thought he could roll into Ukraine — and the world would roll over.

    Instead, he met a wall of strength he never imagined.

    He met the Ukrainian people.

    — President Biden (@POTUS) March 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুতিনের নামোল্লেখ না করে বাইডেন তাঁকে স্বৈরাচারী হিসেবে উল্লেখ করেন ৷ আমেরিকার প্রেসিডেন্ট বলেন, "ইতিহাস থেকে আমরা এই শিক্ষা পেয়েছি, যখন কোনও স্বেচ্ছাচারী তাদের আগ্রাসনের মূল্য চোকাতে পারে না, তখন তারা আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে ৷ এটা তারা চালাতেই থাকে ৷ আমেরিকা এবং বিশ্বের জন্য এই দাম আর হুমকি বেড়েই চলেছে ৷"

তিনি জানান, রাশিয়ার শেয়ার বাজারের দাম ইতিমধ্যে 40 শতাংশ হ্রাস পেয়েছে ৷ রাশিয়ার এই অর্থনৈতিক দুরাবস্থার জন্য তিনি ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন ৷ এছাড়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত রাশিয়ার সবচেয়ে বড় ব্যাঙ্কগুলির সম্পর্ক বন্ধ করা হচ্ছে ৷ রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কে পুতিনের যুদ্ধ লড়ার জন্য 63 হাজার কোটি ডলার রয়েছে ৷ তা মূল্যহীন হয়ে যাবে, ভবিষ্যদ্বাণী বাইডেনের ৷

রাশিয়াকে পর্যুদস্ত করতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আমরা ইউরোপিয়ান দেশগুলির সঙ্গে একজোট হয়ে তোমাদের ইয়ট, বিলাসবহুল আবাসন এবং প্রাইভেট জেট বাজেয়াপ্ত করব ৷" তবে যতই পাল্টা হুমকি দিন না কেন বাইডেন, ইউক্রেনে সেনা পাঠাচ্ছেন না তিনি ৷ ইউরোপের দেশগুলিকে রক্ষা করতে ন্যাটোকে সাহায্য করবে আমেরিকার সেনা, কিন্তু কোনও ভাবে তারা রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে জড়াবে না ৷

আরও পড়ুন : Indian Student Killed In Ukraine : দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বাবা, নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

Last Updated : Mar 2, 2022, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.