ETV Bharat / international

"কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক", একসুরে বললেন মোদি-ট্রাম্প - kashmir

ফ্রান্সে অনুষ্ঠিত G-7 সম্মেলনের মাঝেই অ্যামেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে মোদি ফের স্পষ্ট করে দিলেন, কাশ্মীর ইশু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । একই কথা বললেন ট্রাম্পও ৷

"কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক", একসুরে বললেন মোদি-ট্রাম্প
author img

By

Published : Aug 26, 2019, 5:00 PM IST

প্যরিস, 26 অগাস্ট : ফ্রান্সে অনুষ্ঠিত G-7 সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে জীববৈচিত্র্য, পরিবেশ, আবহাওয়া, সমুদ্র ও জলবায়ু বিষয়ক একটি আলোচনায় বক্তৃতা রাখেন মোদি । আজ সেই আলোচনার শেষে পার্শ্ববৈঠক করেন মোদি ও ট্রাম্প । সেই বৈঠকেই অ্যামেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে মোদি ফের স্পষ্ট করে দিলেন, কাশ্মীর ইশু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । একই কথা বললেন ট্রাম্পও ৷

মোদি বলেন, "1947 সালের আগে ভারত-পাকিস্তান এক সঙ্গে ছিল । আমি নিশ্চিত যে আলোচনার মাধ্যমে সব সুরাহা হবে ।" মোদির এই বক্তব্যকে সমর্থন জানিয়ে ট্রাম্পও বলেন, "কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক । এতে মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই । এই সমস্যার সমাধান দুই দেশ মিলেই করবে ।"

ভারত বারবারই জানিয়েছে, তৃতীয় পক্ষ নাক গলাবে না । কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় । তা সত্ত্বেও সাম্প্রতিককালে ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে তিনি কাশ্মীর ইশুতে মধ্যস্থতায় রাজি । এর আগে জুলাইয়ে অ্যামেরিকা সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেই সময় যৌথ সাংবাদিক বিবৃতিতে ট্রাম্প বলেন, "2 সপ্তাহ আগে আমি মোদির সঙ্গে ছিলাম । বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল । উনি আমাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে বললেন । আমি জিজ্ঞাসা করলাম কোথায় ? বললেন, কাশ্মীরে ।"

এরপর ট্রাম্পের এই দাবি বিদেশমন্ত্রক নস্যাৎ করলেও বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদি সরকারকে । ট্রাম্পের কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে উত্তাল হয় সংসদ । সেই পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে পাশে বসিয়ে মোদির কাশ্মীর দ্বিপাক্ষিক ইশু মন্তব্য বেশ তাৎপূর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদরা ।

এদিকে আজ ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে কাশ্মীর ইশুতে মোদির কথা হয়েছে । মোদি তাঁকে জানিয়েছেন যে কাশ্মীরের পরিস্থিতির উপর পুরো নিয়ন্ত্রণ রয়েছে ভারত সরকারের । আমি আশাবাদী যে ভারত-পাকিস্তান কিছু করবে, যা ভালোই হবে ।"

পাশাপাশি ট্রাম্প আরও বলেন, "ভারত ও পাকিস্তানকে এক সঙ্গে মিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে । দুই দেশের উন্নতির জন্য এক সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে তাদের । "

প্যরিস, 26 অগাস্ট : ফ্রান্সে অনুষ্ঠিত G-7 সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে জীববৈচিত্র্য, পরিবেশ, আবহাওয়া, সমুদ্র ও জলবায়ু বিষয়ক একটি আলোচনায় বক্তৃতা রাখেন মোদি । আজ সেই আলোচনার শেষে পার্শ্ববৈঠক করেন মোদি ও ট্রাম্প । সেই বৈঠকেই অ্যামেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে মোদি ফের স্পষ্ট করে দিলেন, কাশ্মীর ইশু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । একই কথা বললেন ট্রাম্পও ৷

মোদি বলেন, "1947 সালের আগে ভারত-পাকিস্তান এক সঙ্গে ছিল । আমি নিশ্চিত যে আলোচনার মাধ্যমে সব সুরাহা হবে ।" মোদির এই বক্তব্যকে সমর্থন জানিয়ে ট্রাম্পও বলেন, "কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক । এতে মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই । এই সমস্যার সমাধান দুই দেশ মিলেই করবে ।"

ভারত বারবারই জানিয়েছে, তৃতীয় পক্ষ নাক গলাবে না । কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় । তা সত্ত্বেও সাম্প্রতিককালে ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে তিনি কাশ্মীর ইশুতে মধ্যস্থতায় রাজি । এর আগে জুলাইয়ে অ্যামেরিকা সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেই সময় যৌথ সাংবাদিক বিবৃতিতে ট্রাম্প বলেন, "2 সপ্তাহ আগে আমি মোদির সঙ্গে ছিলাম । বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল । উনি আমাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে বললেন । আমি জিজ্ঞাসা করলাম কোথায় ? বললেন, কাশ্মীরে ।"

এরপর ট্রাম্পের এই দাবি বিদেশমন্ত্রক নস্যাৎ করলেও বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদি সরকারকে । ট্রাম্পের কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে উত্তাল হয় সংসদ । সেই পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে পাশে বসিয়ে মোদির কাশ্মীর দ্বিপাক্ষিক ইশু মন্তব্য বেশ তাৎপূর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদরা ।

এদিকে আজ ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে কাশ্মীর ইশুতে মোদির কথা হয়েছে । মোদি তাঁকে জানিয়েছেন যে কাশ্মীরের পরিস্থিতির উপর পুরো নিয়ন্ত্রণ রয়েছে ভারত সরকারের । আমি আশাবাদী যে ভারত-পাকিস্তান কিছু করবে, যা ভালোই হবে ।"

পাশাপাশি ট্রাম্প আরও বলেন, "ভারত ও পাকিস্তানকে এক সঙ্গে মিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে । দুই দেশের উন্নতির জন্য এক সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে তাদের । "

New Delhi, Aug 25 (ANI): Prime Minister Narendra Modi addressed the nation on Sunday as part of his monthly radio programme 'Mann Ki Baat.' During the show, he urged countrymen to visit North-East in their lifetime and appreciate the beautiful nature there. "On 15 August, I urged you to visit at least 15 places in next three years. Those places should be tourist destinations. Go there and study, take your family along, spend some time there. The diversity of country will enrich you from within," said Modi. This was the third radio show of PM Modi since winning the second term with a massive mandate in May this year.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.